টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনার অতি পরিচিত ইউটিউবকে আরও আধুনিক করে তুলবেন। তাহলে চলুন শুরু করি।
ইউটিউব ছাড়া হয়তো আমাদের একদিনও চলে না। প্রতিদিন বিভিন্ন কাজে ব্যবহার করছি আমরা ইউটিউব। একটা সময় ছিল ডাটা দিয়ে ইউটিউবের কথা মানুষ ভাবতেই পারতো না। আর এখন সবার হাতে হাতে ইউটিউব৷ সে যাই হোক, একটা বিষয় দুঃখজনক সেটা হচ্ছে ইউটিউব খুব বেশি আপডেট হয় না। সেই যেমন দেখে আসছেন তেমনি। তবে আপনি যদি YouTube Premium ব্যবহার করেন সেক্ষেত্রে ভিন্ন কথা। প্রিমিয়ারে দেওয়া হচ্ছে দারুণ সুবিধা যেমন সেখানে দেখতে পারবেন এড ছাড়া ভিডিও, অফলাইন ডাউনলোড, ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক ইত্যাদি কিন্তু বড় অসুবিধাটি হচ্ছে সেটা পেইড ভার্সন। যেহেতু আমাদের অনেকের ক্রেডিট কার্ডই নেই সেহেতু ইউটিউব প্রিমিয়ামের কথা বাদই দেই। যাইহোক আজকে আমি আপনাদের ইউটিউবে কিছু অতিরিক্ত ফিচার যোগ করবেন সেটা দেখাবো এবং সেটা হবে সম্পূর্ণ বিনা মূল্যে।
আমাদের সবার ক্রোমের এক্সটেনশন নিয়ে নিয়ে অবশ্যই ধারণা আছে। ক্রোমের এক্সটেনশন এর মাধ্যমে সাধারণ এক ব্রাউজার মাঝে মাঝে হয়ে উঠে অসাধারণ কিছু। ক্রোমের বিশাল এক্সটেনশন স্টোরে প্রতিনিয়ত এড হচ্ছে হাজার হাজার এক্সটেনশন। একই কাজ করার জন্য আছে একাধিক ডেভেলপারের ভিন্ন ভিন্ন এক্সটেনশন। কিসের জন্য তারা এক্সটেনশন বানায় নি, আছে এড ব্লকার এক্সটেনশন, কুকিজ ব্লকার এক্সটেনশন, পপ আপ ব্লকার এক্সটেনশন, গুগলের সেই বিশাল এক্সটেনশন স্টোরে পেয়ে যাবেন এবং টুল ছাড়াও বিভিন্ন ইসলামিক এক্সটেনশনও।
আমি অনেক দিন ধরেই ক্রোম এক্সটেনশন নিয়ে টিউন করে যাচ্ছি চাইলে আমার টিউনার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারেন। তারই ধারাবাহিকতায় আজকেও আপনার জন্য নিয়ে এসেছি চমৎকার একটি এক্সটেনশন যা ব্যবহার করে আপনার ইউটিউব এক্সপেরিয়েন্স বদলে যেতে বাধ্য। এই এক্সটেনশন দিয়ে আপনি ভিডিও টিউমেন্ট এবং ইনফো দেখতে পারবেন ভিডিওর পাশেই, এর জন্য পেইজ স্ক্রুল করে নিচে যেতে হবে না।
SuperYouTube, এমন একটি এক্সটেনশন যার মাধ্যমে ইউটিউবকে করে নিতে পারবেন আরও কার্যকর এবং সহজ। যেমন, Comment দেখতে পেইজ ক্রোল করতে হবে না, ভিডিওর পাশেই পাবেন Comment বক্স। ভিডিওর ইনফোও পেয়ে যাবেন একই জায়গায়। এই এক্সটেনশনটির দারুণ ফিচারটি হচ্ছে, আপনি ইউটিউব ভিডিওর সাউন্ড বাড়াতে কমাতে পারবেন Mouse Wheel দিয়ে।
আপনাকে আরও সহজে কিভাবে ইউটিউব ব্রাউজ এবং দেখা যায় সেটি নিশ্চিত করবে SuperYouTube। আপনাকে ইউটিউব ভিডিওতে দেবে ব্যতিক্রমী এক ইন্টারফেস।
ক্রোম এক্সটেনশন লিংক @ SuperYouTube
দারুণ এই গুগল ক্রোমের SuperYouTube এক্সটেনশনটি ব্যবহার খুবই সহজ, চলুন ধাপ গুলো দেখে নেয়া যাক।
প্রথম ক্রোমের এক্সটেনশন স্টোর থেকে SuperYouTube এর পেইজে যান। এবং Add to chrome এ ক্লিক করে আপনার ব্রাউজারে এড করে নিন।
আপনার ক্রোমের এক্সটেনশন বারে নিচের মত একটি আইকন দেখতে পারবেন।
এবার ইউটিউবে ঢুকুন। ভিডিওর ঠিক পাশেই তিনটি বক্স দেখতে পাবেন। comment এ ক্লিক করলে ভিডিও চলা কালীনই কে কি টিউমেন্ট করছে দেখতে পারবেন এবং নিজেও টিউমেন্ট করতে পারবেন।
info ট্যাব এ ক্লিক করে এখান থেকেই দেখে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও ইনফরমেশন।
video তে ক্লিক করে দেখতে পারবেন পরবর্তীতে কোন ভিডিও আসছে।
SuperYouTube এর সবচেয়ে চমৎকার ফিচারটি হচ্ছে ভলিউম কন্ট্রোল। মাউসের হুইলে ঘুড়িয়েই বাড়াতে বা কমাতে পারবেন সাউন্ড।
আর এই SuperYouTube এর সমস্ত ফিচার কন্ট্রোল করতে পারবেন এখান থেকে।
এবার চলুন দেখে নেয়া যাক কেন ব্যবহার করবেন এই SuperYouTube এবং এর কিছু সুবিধা।
আমাদের ইউটিউব ভিডিও দেখার সময় হয়তো এই তিনটি প্রবলেমই হয়, যেমন নিচে গিয়ে comment বা ইনফো দেখা আর সাউন্ড বাড়াতে, সাউন্ডে ক্লিক করা। তো এই সমস্যা গুলো এখন সহজেই সমাধান করে ফেলতে পারবেন এই এক্সটেনশনটি দিয়ে।
তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানান। আমাদের জানান কেমন লেগেছে নতুন এই এক্সটেনশনটির সাথে পরিচিত হয়ে।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।