টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত নিয়ে হাজির হলাম নতুন এক টিউন। আজকে টিউনে আপনাদের পরিচয় করিয়ে দেব দারুণ কিছু অনলাইন টুল নিয়ে। চলুন শুরু করা যাক।
কিবলা হচ্ছে মূলত কাবা শরিফের দিক। নামায হচ্ছে মুসলমানদের জন্য একটি ফরজ কাজ। আর নামাজের জন্য কিবলা-মুখী হয়ে দাঁড়ানো বাধ্যতামূলক। আমরা ছোট থেকে জেনে আসছি পশ্চিম দিকে ফিরে নামায পড়তে হয় তাই দেশের বাইরে গেলে কিবলার দিক নিয়ে পড়তে হয় বিব্রতর অবস্থায়। অনেকের মনে সাধারণ প্রশ্ন আসতেই পারে, মেরু অঞ্চলে বা মহাকাশে গেলে কিবলার দিক কি হবে।
কিবলা হচ্ছে সেই দিক যেদিকে মসজিদে হারাম বা কাবা রয়েছে। আমরা বিভিন্ন দেশে ভ্রমণের সময় দিক না চিনতেই পারি এজন্য আপনাদের জন্য নিয়ে এসেছি ৫ টি কিবলার ডিরেকশন বের করার টুল যা আপনাদের সঠিক ডিরেকশন দেবে, ইনশাআল্লাহ!
কিবলার দিক দেখার জন্য ইন্টারনেটে অনেক সফটওয়ার বা টুল পাওয়া গেলেও আজকে যেগুলোর সাথে পরিচয় করিয়ে দেব সেগুলো আমাত দেখা সেরা টুল। অনেক গুলো টুল যাচাই বাচাই করে এই টুল গুলো নির্ধারণ করা হয়েছে। টুল গুলো একই সাথে কার্যকরী এবং লাইট। আর এ জন্য কম ইন্টারনেট স্পিডেও খুব ভাল ভাবেই ব্যবহার করতে পারবেন আশা করছি।
চলুন একেক করে পরিচয় করিয়ে দেওয়া যাক।
কিবলা ডিরেকশন এর সব চেয়ে জনপ্রিয় টুল হচ্ছে Google Qibla Finder। Google Qibla Finder মাধ্যমে সহজেই এবং কম সময়ে সঠিক ডিরেকশন পাওয়া যায়।
কাবার ডিরেকশন পেতে আপনাকে শুধু মাত্র Google Qibla Finder ওয়েবসাইটে গেলেই হবে। ওয়েবসাইটটি আপনার লোকেশন অনুযায়ী আপনাকে ফোন অথবা ডেক্সটপ যা হোক কিবলার ডিরেকশন জানিয়ে দেবে।
আপনি যদি লোকেশন আরও নির্দিষ্ট করে দিতে চান তাহলে সার্চ বার থেকে সার্চ ও দিতে পারেন। তবে বলব ভাল ফলাফল পেতে ফোন ব্যবহার করবেন।
আপনি আপনার লোকেশন ফ্যামিলি মেম্বারদেরও শেয়ার করতে পারেন। একই সাথে আপনি স্যাটেলাইট মুড ও ব্যবহার করতে পারেন।
Qibla Pointer হল কিবলার ডিরেকশন পেতে আরেকটি জনপ্রিয় ওয়েবটুল। এখানে আপনি বাড়তি কিছু ফিচার পাবেন যেমন, ইসলামিক ক্যালেন্ডার, ইসলাম ঘড়ি ইত্যাদি।
আপনি Qibla Pointer এখানে গেলে তারা আপনাকে স্ট্রিট ম্যাপ বের করে ডিরেকশন দেবে। এটি আপনার লোকেশন ট্র্যাক করে আপনাকে সঠিক কিবলার ডিরেকশন দেবে। আপনি চাইলে এখানে সার্চ বার ও ব্যবহার করতে পারেন।
এখানে আরও কিছু সুবিধা পাবেন যেমন, Islamic Calendar, Static Greeting Cards, Widget by Alhabib, and Islamic Clock।
Quran Reading একটি অনলাইন কিবলা ডিরেকশন ফাইন্ডার টুল। সঠিক ডিরেকশন পেতে এই Quran Reading টুল আপনি বিনা দ্বিধায় ব্যবহার করতে পারেন। এটা আপনাকে কম্পাস আকারে ডিরেকশন দেখাবে।
Quran Reading ওয়েবসাইটে গেলে সাথে সাথে এটি আপনার লোকেশন ট্র্যাক করে কম্পাসের মাধ্যমে দেখিয়ে দেবে। একই সাথে আপনি কাবা থেকে কতটা দুরে সেটাও দেখতে পাবেন।
Qibla Finder খুবই লাইট এবং হালকা আরেকটি অনলাইন টুল হচ্ছে এটি। Qibla Finder এখানে আপনি চাইলে সার্চবার ব্যবহার করেও ডিরেকশন বের করতে পারেন।
এই টুলটি আপনাকে একই সাথে Qibla Angle, Qibla Angle for Compass, Kaaba Distance, Magnetic Deflection Location ইনফো গুলো দেখাবে।
Qibla Direction এর মাধ্যমে দেখতে পাবেন মক্কা আপনার থেকে কত দুরে এবং কোন দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন।
Qibla Direction ওয়েবসাইটে গেলে এটি হাইলাইট করে মক্কাকে দেখিয়ে দেবে কোন দিকে আছে। আপনি আপনার লোকেশন দেখিয়ে দিন এবং নিজের অবস্থান ঠিক করে ডিরেকশন দেখে নিন।
একই সাথে ম্যাপটি চাইলে আপনি জুম করেও দেখতে পারেন
চলুন জেনে নেয়া যাক কেন এই পাঁচটি টুল ব্যবহার করবেন এবং কি কি সুবিধা পাবেন।
সব কিছুতেই আছে আধুনিকতার ছোঁয়া, এই টুল গুলো আপনাকে দিক চেনা সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি দেবে বলে আশা করছি।
কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন লেগছে এই টুলটি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।