ইন্টারনেট আর্কাইভ [পর্ব-০৩] :: Archive Is – অনলাইনে ওয়েবপেইজের স্ক্রিনশটের মাধ্যমে ব্যাকআপ ও পারসনাল আর্কাইভ রাখুন

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

ইন্টারনেট আর্কাইভ

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমি অনলাইনের দারুণ এক টুল নিয়ে আলোচনা করব।

আমাদের প্রায়ই বিভিন্ন ওয়েব পেজের স্ক্রিনশট নিয়ে তা সেভ করে রাখতে হয়। আমরা সবাই জানি আমাদের সকল ডিভাইস যেমন, উইন্ডোজ, ম্যাক, ফোনে বিল্ড ইন স্ক্রিনশট নেয়ার ব্যবস্থা আছে তারপরেও আমরা বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি। কারণ যা আমাদের কাছে সুবিধা জনক সেটাই ব্যবহার করব। তবে ওয়েব পেজের স্ক্রিনসট নিয়ে তা পারমানেন্টলি ব্যাকআপ করা বেশ একটি ঝামেলাপূর্ণ কাজ।

আজকে আমি অনলাইনে ওয়েব পেজের স্ক্রিনসট নেয়ার কাজটি কিভাবে করবেন এবং তা পারমানেন্টলি ব্যাকআপ করবেন সেটা দেখাবো।

আমরা জানি ইন্টারনেটে মিলিয়নের বেশি ওয়েবসাইট আছে। সব ওয়েবসাইট আবার এক ক্যাটাগরির নয়, কিছু ওয়েবসাইট আছে যেগুলো ই-কমার্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন দারাজ, আজকের ডিল, কিছু আছে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচিতি হিসাবে ব্যবহৃত হয় যেমন নোকিয়া, স্যামসাং এর অফিসিয়াল সাইট আবার কিছু তথ্য ভাণ্ডারের সাইট যেখানে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায় যেমন আমাদের টেকটিউনস বা বিভিন্ন ব্লগিং ওয়েবসাইট। আমরা প্রতিনিয়ত যেসব ওয়েব সাইট বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ব্লগিং ওয়েব সাইট। হঠাৎ করে কোন ওয়েব সাইট হ্যাক বা সার্ভার ডাউন হলে আমাদের পড়তে হয় বিপাকে। তাই আজকে দেখাব কিভাবে আপনার দরকারি ওয়েবসাইট আগে থেকে সেভ করে রাখবেন, ওয়েব পেজের স্ক্রিনসট পারমানেন্টলি ব্যাকআপ করবেন ও আপনার পারসনাল আর্কাইভ রাখবেন।

Archive.is কি?

আজকে আমি আপনাদের দারুন এক অনলাইন টুলের সাথে পরিচয় করিয়ে দেব। সেটি হচ্ছে Archive.is। Archive.is হচ্ছে অনলাইনে ওয়েবপেইজের স্ক্রিনশটের মাধ্যমে ব্যাকআপ ও পারসনাল আর্কাইভ রাখার একটি সার্ভিস এখানে আপনি খুব কম সময়ে যেকোন ওয়েবসাইট সেভ করে রেখে দিতে পারবেন। এবং যেকোন প্রয়োজনে ব্যাকআপ করে থাকা পেইজটি দেখতে পারবেন। এই অনলাইন টুলটির দারুন সবিধা হচ্ছে এর মাধ্যমে একসাথে ওয়েবপেজ এবং ইমেজ দুইভাবেই স্ক্রিনসট নেয়া যায়। এটা আসলে Wayback Machine এর একটি ভার্সন যার মাধ্যম আপনার দেয়া লিংকে সব কিছু আটোমেটিকেল সেভ হয়ে যাবে। এটি একই সাথে সকল ডিজিটাল কন্টেন্ট সেভ করতে পারে।

Archive.is

অফিসিয়াল ওয়েবসাইট @ Archive.is

কিভাবে ব্যবহার করবেন?

চলুন দেখা নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন চমৎকার এই টুলটি

১. ধাপ ১

Archive.is ওয়েবসাইটে ঢুকে প্রথমে দুইটি বক্স দেখতে পারবেন একটি লাল এবং একটি কালো। লাল বক্সের মাধ্যমে আমরা ব্যাকআপ নিব এবং কালোটা দিয়ে ব্যাকআপ হওয়া ওয়েবসাইট দেখব। উপরে খেয়াল করে দেখুন বুক মার্ক অপশন আছে। যদি ভাল লাগে তাহলে সেটি বুকমার্ক বারে এড করে নিতে পারেন।

 

২. ধাপ ২

প্রথমে লাল বক্সে আপনি যে ওয়েবসাইটের ব্যাকআপ নিতে যান সেটি প্রবেশ করে save এ ক্লিক করুন। আমি উদাহরণ স্বরূপ একটি ওয়েবসাইট ব্যবহার করব। ক্লিক করার পর নিচের মত পেজ দেখতে পাবেন। এই কোড গুলোর মানে হচ্ছে ইতিমধ্যে ওয়েবসাইট Crawl হওয়া শুরু হয়েছে।

৩. ধাপ ৩

আমাদের ওয়েবসাইট ইতিমধ্যে সেভ হয়ে গিয়েছে। নিচের ছবিতে খেয়াল করুন, বিস্তারিত তথ্য দেয়া আছে। Archive.is ওয়েবসাইটটিতে দুইভাবে আপনার পেজ সেভ হবে, ওয়েব পেজ আকারে এবং স্ক্রিনশট আকারে।

Screenshot সেকশনে গিয়ে ওয়য়েবসাইটটি ছবি আকারে দেখতে পারবেন। তো আমাদের সেভ করার কাজ শেষ।

 

৪. ধাপ ৪

সেভ করা হয়ে গেলে এবার আমরা দেখে নিব ওয়েবসাইট সেভ হয়েছে কিনা। যান গিয়ে কালো বক্সে আপনার সাইটের লিঙ্ক দিন।

আমরা আমাদের  ওয়েবসাইটের সেভ করা কপি দেখতে পাচ্ছি

সেভ ফরমেটের ইমেজ এক্সট্রাক্ট কোয়ালিটি খারাপ না যথেষ্ট ভাল মনে হয়েছে আমার কাছে।

যদি আপনার ওয়েব সাইটির লিগ্যাল হয় তাহলে এটা সারাজীবনের জন্য সেভ হয়ে থাকবে। আর যদি ইলিগ্যাল কন্টেন্ট যেমন, পর্ণগ্রাফি, অস্ত্র বানানোর নিয়ম কানুন, অধিক কপি কনটেন্টের ওয়েবসাইট হয় তাহলে যেকোন সময় ডিলিট হয়ে যেতে পারে।

কেন Archive.is ব্যবহার করবেন?

চলুন এর কিছু সুবিধা নিয়ে কথা বলি

  • অনলাইনে ওয়েবপেইজ স্ক্রিনশট আকারে ব্যাকআপ রাখতে পারবেন
  • সম্পূর্ণ ওয়েবসাইট ডাউনলোড করতে পারবেন
  • বিভিন্ন ভাষা সাপোর্ট করে তাই যেকোন ভাষার ওয়েব সাইট স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন।

শেষ কথা

Wayback Machine  এর নিজেস্ব ভার্সন হওয়াতে সব দিক বিবেচনায় এই টুলটি আমার দারুন লেগেছে। এটির ভাল দিক ছিল অন্য সব অনলাইন টুল থেকে এটি যথেষ্ট দ্রুত ছিল।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবে। আপনার কাছে ব্যবহার করে কেমন লাগলো সেটাও বলতে ভুলবেন না।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস