ITG Digital – সফটওয়্যার ছাড়াই এবার প্রফেশনাল ইলেস্ট্রেশন বানাতে পারবেন আপনিও

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আমি দারুণ একটি ইলেস্ট্রেশন টুল নিয়ে আলোচনা করব।

গ্রাফিক্সের কাজ করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ইলেস্ট্রেশন। অনলাইনে এমন অনেক ফ্রি ইলেস্ট্রেশন টুল আছে কিন্তু আপনার সকল চাহিদা পূরণ করতে পারবে এমন ইলাস্ট্রেটর টুল আছে হাতেগোনা। যখন আপনি আপনার প্রয়োজনীয় কোন ইলেস্ট্রেশন চাইবেন হয়তো সেগুলো আপনাকে খুব কাছাকাছি কোন ইলেস্ট্রেশন দেখাবে কিন্তু নির্দিষ্ট যা চান তা নাও পেতে পারেন। আজকে আমি এমন এক এডিটর বা ইলাস্ট্রেশন টুলের সাথে পরিচয় করিয়ে দেব যাতে আপনি পাবেন সকল সুবিধা।

ITG.digital কি?

ITG.digital এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি সহজেই ডিজাইন কর‍তে পারবেন আপনার নিজের ইলেস্ট্রেশন। এখানে আপনি পাচ্ছেন ১০০ টিরও বেশি বিভিন্ন প্যাটার্ন, নিজের মত করে এড-জাস্ট করে নেয়ার পাশাপাশি পরিবর্তন করতে পারবেন আপনার রং এবং ছবি। আপনি চাইলে যেকোনো কম্পোনেন্ট ইচ্ছে মত সরিয়ে ফেলতে পারবেন, নতুন করে রিপ্লেস করতে পারবেন এবং ফাইনালি আপনার পছন্দের ফরমেটে JPG, PNG, SVG করে ফেলতে পারবেন ডাউনলোড।

আপনার যেকোনো কাজের ইলেস্ট্রেশন বানাতে পারবেন এখান থেকে এবং যা ব্যবহার করতে পারবেন, ওয়েব সাইট ডিজাইন, এপ্লিকেশন ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সাইট, স্লাইড, প্রিন্ট সহ আরও বিভিন্ন কাজে। এখানে আপনার কাজের জন্য প্রায় ১০০, ০০০ বেশি কম্বিনেশন পাবেন।

ITG.digital

অফিসিয়াল ওয়েবসাইট @ ITG.digital

কিভাবে ব্যবহার করবেন?

অনলাইন দারুণ এই টুলটি ব্যবহার করা খুবই সহজ। এটা ব্যবহার করার জন্য আপনাকে আলাদা কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। আপনি চাইলে আপনার ব্রাউজারের মাধ্যমেই সকল কাজ করতে পারবেন।

ধাপ ১

এটি সাধারণত দুটি প্ল্যানে বিভক্ত একটি ফ্রি প্ল্যান অন্যটি পেইড প্ল্যান। পেইড প্ল্যানটি আপনি নিতে পারবেন মাসিক ভিত্তিতে অথবা এক বছরের জন্য।
এর মাধ্যমে আপনি তি ধরনের ফাইল ডাউনলোড দিতে পারবেন যেমন, PNG, JPG এবং SVG। আপনি যদি ফ্রি প্ল্যান ব্যবহার করেন সেক্ষেত্রে শুধুমাত্র JPG ফরমেটে ডাউনলোড এর সুযোগ পাবেন।

ব্যবহারের আগে আপনি চাইলে এর হোমপেজ দেখে এর নিয়ম কানুন গুলো দেখে নিতে পারেন।
আপনাকে প্রথমে  ITG.digital ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। sign-up এ ক্লিক করুন এবং আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করুন।

ধাপ ২

প্রথমে আপনি ভেবে নিন কিসের ইলেস্ট্রেশন করবেন? এখানে আপনার পছন্দ মত কি ওয়ার্ড সার্চ করতে পারবেন। যেমন আপনি চাইলে, মানুষ, পশুপাখি, অফিস, খাবার দাবার যেকোনো কিছু সার্চ করতে পারেন। অবশ্য আপনাকে ইংরেজিতে লেখতে হবে।

আমরা যদি  ITG.digital এর পেজটা নিচের দিকে স্ক্রল ডাউন করি তাহলে বিভিন্ন কম্পোজিশন দেখতে পারব চাইলে এগুলোকে থিমও বলা যায়। আপনি যেকোনো থিম নিয়ে কাজ করতে পারেন সেটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের কাজ করতে চান। ডান পাশে Stayle অপশন থেকে চাইলে ৪ ধরনের স্টাইলে পরিবর্তন করতে পারবেন।

ধাপ ৩

ক্লিক করার পর এটি ITG.Builder এডিটরে প্রবেশ করবে। আপনার আসল ছবি দেখাবে বামে এবং ডান পাশে থাকবে এডিট করার জিনিস পত্র।

আমরা উদাহরণ সরূপ Error এ ক্লিক করেছি। এডিট করা খুব সহজ, আপনি ছবি যেকোনো জায়গায় ক্লিক করুন যা পরিবর্তন করতে চান। ডান পাশে পপআপের মধ্যমে অপশন পাবেন। ধরুন আপনার 404 এর ডিজাইনটি পছন্দ হয় নি, চাইলে নতুন আরেক ডিজাইন দিতে পারবেন। এখনে যে মহিলা বসে আছে তা পরিবর্তন করে পুরুষ বসিয়ে দিতে পারবেন সাথে সাথে পরিবর্তন করতে পারবেন শরীরের রং, কাপড় এবং বসার ধরনও।

ধাপ ৪

যেকোনো ইলেস্ট্রেশন এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার ও খুব গুরুত্বপূর্ণ, আপনি চাইলে সেটাও পরিবর্তন করতে পারেন একটি ক্লিকের মাধ্যমে৷ এই অনলাইন টুলটির দারুণ একটি সুবিধা হচ্ছে আপনি চাইলে সকল অবজেক্ট গুলো আলাদা ভাবেও ডাউনলোড করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন যা অন্য ইলাস্ট্রেটরে পাওয়া যায় না। যেমন ধরুন আমি 404 এ ক্লিক করলাম এবং এখানে ডাউনলোড এর অপশন চলে এসেছে, আমি চাইলে JPG, PNG, SVG ফরমেটে ডাউনলোড করতে পারব।

এখানে বলে রাখা ভাল আপনি যদি  ITG.digital এর ফ্রি প্ল্যান ব্যবহার করুন তাহলে শুধু মাত্র JPG ফরমেটে ডাউনলোড করতে পারবেন এবং ১০০ টি অবজেক্ট ডাউনলোড করতে পারবেন। খেয়াল করে দেখুন নিচে লেখা আছে 100 JPG left। যদিও এখানে কোথাও উল্লেখ নেই তারপরেও মনে হয় এটি এক মাস পর পর রিসেট হবে।

ধাপ ৫

কিছু কিছু আইটেমের অনেক গুলো বিকল্প থাকে সাথে সাথে ইচ্ছেমত কালারও নির্বাচন করা যায়। যেমন এখানে আমরা তিন ধরনের বিড়াল দেখতে পাচ্ছি।

আপনার ইচ্ছেমত এডিট হয়ে গেলে এবার ডাউনলোড এর পালা। "Download Illustration" এ ক্লিক করুন। আপনি যদি পেইড প্ল্যান নিয়ে থাকেন তাহলে সব গুলো ফরমেটে ডাউনলোড কর‍তে পারবেন আর ফ্রি নিলে শুধু মাত্র JPG তে করতে পারবেন।

ধাপ ৬

ITG.digital এর বর্তমানে ৪ ধরনের ইলেস্ট্রেশন প্যাটার্ন আছে। পেজের নিচে দিকে স্ক্রুল করলে সেখানে কিছু Element পাবেন

আপনি চাইলে Element গুলো আলাদা করে ডাউনলোড ও দিতে পারবেন।

 

কেন ITG.digital ব্যবহার করবেন:

  • ১. চারটি স্টাইলে ১০০ বেশি ইলেস্ট্রেশন পাচ্ছেন একদম ফ্রিতে
  • ২. কোন ধরনের সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল দেয়া ছাড়াই তৈরি করতে পারবেন নিজের জন্য চমৎকার ইলেস্ট্রেশন।
  • ৩. প্রতিটি কম্পোনেন্ট আলাদা ভাবে JPG, PNG, SVG ফরমেটে ডাউনলোড করতে পারবেন।

শেষ কথা

আমরা ইলেস্ট্রেশন বানাতে সাধারণ যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলো অনেক ভারী এবং ব্যয়বহুল সেই তুলনায় এত টুলটি আমার কাছে যথেষ্ট ভাল মনে হয়েছে। এটি অনলাইন টুল হওয়াতে একটি সুবিধা হল এটি সব সময় আপডেট থাকবে। আপডেট আইকন এবং থিম পাবেন।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস