এবার নিজেই Hypnotize হিপটোনাইজ বা সম্মোহন করুন! অসাধারণ কিছু ওয়েবসাইটের মাধ্যমে!

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। আজকে আমি Hypnosis বা সম্মোহন নিয়ে কথা বলব। আমরা অনেকে হয়তো কমবেশি Hypnosis বা সম্মোহন সম্পর্কে জানি। আজকে এই Hypnosis বা সম্মোহন এর কিছু বিষয় নিএ কথা বলব, চলুন শুরু করা যাক।

সাধারণত হিপটোনাইজ করে মনোরোগ বিশেষজ্ঞরা। কিন্তু যদি এখন এটা আপনিই করতে পারেন? কেমন হবে? হ্যাঁ সত্যি, এখন আপনি এমন কিছু অডিও ক্লিপ শুনে নিজেই নিজেকে হিপটোনাইজ করতে পারাবেন। এবং আজকে কয়েকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি একদম বিনা মূল্যে অডিও গুলো শুনতে পারবেন। তো নিজেই তেমন একটি পরিবেশ তৈরি করুন এবং অডিও গুলো শুনা শুরু করুন।

Hypnosis বা সম্মোহন কি?

Hypnosis শব্দের অর্থ সম্মোহন। তীব্র আবেগ ও কল্পনা শক্তি দ্বারা অন্যের মনকে প্রভাবিত এবং পরিচালনা করাকে বলা হয় হিপনোসিস বা Hypnosis।

সম্মোহন কেন করা হয়ঃ

অনেক কারনেই এটা করা হয় কিছু কারণ নিচে দেয়া হল

  • ধুমপান ত্যাগ করতে
  • মানসিক চাপ থেকে মুক্তি পেতে
  • কাজে মনযোগী হতে
  • আত্মবিশ্বাসী হতে

ওয়েবসাইট গুলোতে অডিও রেকর্ডিং গুলো সুন্দর ক্যাটাগরি হিসাবে দেয়া আছে Sleep, Relaxing, Reduce Stress, Better Memory, Fare এবং আরও অনেক কিছু। তো আপনি আপনার চাহিদা মত যেকোনো অডিও শুনতে পারবেন। কিছু ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি শুনতে পারবেন না অথবা ডাউন-লোড করেও নিতে পারবেন। সম্মোহন করার জন্য একটি নির্দিষ্ট পরিবেশ তৈরি করতে হয় যা সাধারণত মনোবিদরা করে থাকেন। তো নিজেই তেমন একটি পরিবেশ তৈরি করুন এবং অডিও গুলো শুনা শুরু করুন।

সম্মোহন এর চারটি দারুণ ওয়েবসাইট ঃ

১. Free Hypnosis MP3

Free Hypnosis MP3 এটা এমন একটি সাইট যার মাধ্যমে ফ্রিতে অডিও ডাউন-লোড করতে পারবেন। এতে অনেক মিউজিক আছে যার মাধ্যমে আপনি নিজের আত্মবিশ্বাস বাড়াতে পারবেন, ভয় দূর করতে পারবেন।

যখন আপনি সাইটে ঢুকবেন আপনাকে ক্যাটাগরি দেখাবে। এখানে এই ক্যাটাগরি গুলো পাবেন যেমন, Self-Confidence, Sleep Well, Stop Smoking, Manage Stress, Losing Weight, Succeed in Life।

আপনার ইচ্ছে আপনি যেকোনো মিউজিক শুনতে পারেন। যেকোনো একটা ক্যাটাগরিতে আরও অনেক মিউজিক আসবে। আপনি চাইলে ডাউন-লোড করে রেখেও দিতে পারেন।

২. Free hypnosis treatment

 

Free Hypnosis Treatment  এমন আরেকটি ওয়েব সাইট যার মাধ্যমে আপনি হিপটোনাইজ রেকর্ডিং পাবেন। এই ওয়েব সাইটের মাধ্যমে আপনি শারীরিক ও মানসিক ভাবে প্রশান্তি পেতে পারবেন

এখানে আপনি যে ক্যাটেগরি গুলো পাচ্ছেন যেমন Anger Management, Happiness, Immune System, Confidence, Stop Feeling Guilty।

আপনি আপনার লাইফের উন্নতির জন্য এই লিংকে করে সাইটে চলে যান। এবং ক্যাটাগরি অনুযায়ী ভিডিও পাবেন চাইলে ডাউন-লোডও করে নিতে পারেন, আপনার ইচ্ছে। আপনি এখান থেকে প্রতিদিনই অডিও শুনার মাধ্যমে মানসিক প্রশান্তি পেতে পারবেন।

৩. Quiet Clarity

Quiet Clarity আরেকটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি এক সাথে শুনতে এবং ডাউন-লোড করতে পারবেন। Quiet Clarity গিয়ে সাউন্ড প্লে করুন যখন ইচ্ছে।

এখানে যে ক্যাটাগরি গুলো পাচ্ছেন যেমন,  Go exercise, Healthy Emotions, Stop Smoking, Wonderful Sleep, Good Eating, Stay Motivated।

আপনার নিজের পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করার পর এটা zip আকারে ডাউনলোড হতে থাকবে। আপনি এখান থেকে প্রায় প্রতিদিন শুনতে পারবেন।

DrMiller

DrMiller আপনাকে মানসিক ভাবে শারীরিক ভাবে উন্নতিতে সাহায্য করবে। এখানেও প্রায় কই সুবিধা যেমন ডাউন-লোড এবং শুনাতে পারবেন।

এখানে যাবার পর স্ট্রিমিং হবার লিংক পাবেন এবং ধাপের মাধ্যমে মিউজিক শুনতে পারবেন।

যে ক্যাটাগরিগুলো পাচ্ছেন, Peace, Mindfulness, Silence, Violence, Cure Depression, Healing from Chronic Disease।

কেন ওয়েবসাইট গুলো ব্যবহার করবেন?

  • বিনা মুল্যে হিপনোটাইজ হওয়ার সুবিধা
  • সহজেই ব্যবহার করতে পারবেন
  • ওয়েবসাইট গুলো খুবই লাইট
  • স্লো ইন্টারনেটে ব্যবহার উপযোগী
  • বাড়তি সফটওয়্যার ব্যবহারের দরকার নেই

শেষ কথা ঃ

তো আপনি খুব সহজেই  ওয়েবসাইট গুলোর মাধ্যমে হিপনোটাইজ করার মিউজিক শুনতে ও ডাউন-লোড করতে পারছেন। এই মিউজিক গুলোর মাধ্যমে হিপটোনাইজ হওয়া খুবই সহজ। আপনি চাইলে সহজেই আপনার মনের অবস্থা পরিবর্তন করতে পারবেন। আপনার অবচেতন মনের অস্থিরতা এর মাধ্যমে দুরও করতে পারবেন।

আজকের মত এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোন অজানা ওয়েবসাইট নিয়ে ততদিন ভাল থাকুন। আর অবশ্যই বর্তমান সমসাময়িক যে সংকট চলছে এর থেকে সাবধানে থাকুন। সবাই করোনা ভাইরাস থেকে নিজেকে এবং পরিবার পরিজনদের নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস