অনলাইনে পাক কোরআন মাজীদ পড়ার ৫ টি Awesome ওয়েবসাইট!

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমাদের মধ্যে অনেকে আছি যারা ফোনে বা কম্পিউটারে পড়াশুনা করতে ভালবাসি, সেই সব ভাইদের জন্য আজকের আমার এই টিউন। টিউনের শিরোনাম দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছেন কি নিয়ে আলোচনা করবো।

আজকের এই টিউনে আমি কিছু ফ্রি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে অনলাইনের কোরআন পড়তে পারবেন। এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি অনুবাদ সহ তেলাওয়াত করতে পারবেন। এখানে আপনি এমন কিছু টুল পাবেন যার মাধ্যমে এটি আপনাকে কোরআন পড়া আরো সহজ করে দেবে। এই ওয়েব সাইট গুলোর মাধ্যমে আপনি কোন ধরনের অসুবিধা ছাড়াই কোরাআন পড়তে পারবেন। আপনি চাইলে প্রতিটি অধ্যায় অনুযায়ী তিলাওয়াত করতে পারবেন। আপনি যেকোন জায়গা থেকে পড়া আরম্ভ করতে পারবেন এবং চাইলে শেষ জায়গা বুকমার্ক করেও রাখতে পারবেন।

কেন অনলাইনে কোরআন পড়বেন?

অনলাইনে কোরআন পড়ার কিছু সুবিধা আছে। যেমন এর মাধ্যনে আপনি সম্পুর্ন কোরআন শরিফ এর একটা প্রতিলিপি পাচ্ছেন এবং আপনি একই সাথে পাচ্ছেন অনুবাদের সুবিধা এবং কিছু কিছু ওয়েবসাইটের মাধ্যমে আপনি নাইট মুডেও পড়তে পারবেন।

  • বাড়তি কোন সফটওয়্যার ব্যবহার করতে হচ্ছে না।
  • ভারী সফটওয়ার বা এপের কোন ঝামেলা নেই।
  • ফোনের ক্ষেত্রে স্টোরেজ সমস্যায় পড়তে হবে না।
  • সফটওয়ারের মাধ্যমে ভাইরাস প্রবেশ করার কোন সুযোগ থাকছে না।
  • ফোনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জের শেষ হবার কোন যুযোগ নেই।
  • স্লো ইন্টারনেটেও সহজেই কোরআন তিলাওয়াত করা ও শুনা যাবে।
  • কোন ধরনের বাগ বা হ্যাং সমস্যা নেই

তো চলুন আপনাদের পরিচয় করিয়ে দেই এমন পাঁচটি ওয়েবসাইটের সাথেঃ

  1. Quran.com
  2. Quran Explorer
  3. Quranflash
  4. Al-Quran
  5. Quran by SearchTruth

সবগুলো ওয়েবসাইটই বাছাই করা, দারুণ দারুণ সব ফিচার আছে ওয়েবসাইটগুলোতে। চলুন বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক।

Quran.com

Quran.com হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য ওয়েবসাইট যেখানে কোরআন পড়তে পারবেন। বর্তামানে তাদের নিজেস্ব এপও আছে যার মাধ্যমে আপনি এই সেবা আইফোন এবং এন্ড্রয়েডের মাধ্যমেও পেতে পারেন। ওয়েব সাইটের ইন্টারফেসটি যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ। আপনার মোবাইল ব্রাউজারের মাধ্যমের কোরআন পড়তে পারবেন। এই মাধ্যমে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তিলাওয়াত করতে পারবেন। এখানে অনুবাদ সহ খুলবে এবং যা তিলাওয়াতের জন্য বেশ ভাল। আপনি চাইলে যেকোন আয়াতের তর্জমা শুনতে পারবেন এবং সেটা সোশাল মিডিয়ায় শেয়ার করার ও ব্যবস্থা আছে।

কোর আন পড়ার জন্য এই সফটওয়্যার টি আপনাকে দারুন কিছু ফিচার দিচ্ছে। আপনি চাইলে শুধু মাত্র পড়তেও পারেন অথবা এর অনুবাদসহও পড়তে পারেন। এই ওয়েবসাইডে আপনি চাইলে ডার্ক মুডেও পড়তে পারেন এবং যেকোন ভাষায় অনুবাদ শুনতে পারবেন। সাইডবার থেকে অনুবাদ সিলেক্ট করুন তাহলেই হবে।

কিভাবে ব্যবহার করবেন?

ওয়েবসাইটে কোন ধরনের সাইন আপ করা লাগবে না। ওয়েবসাইটে ঢুকুন আর যেকোন সুরা সিলেক্ট করুন তাহলেই হবে। আপনি চাইলে ওয়েবসাইটের ফন্ট সাইজ, অনুবাদের ভাষা, ডানের প্যানেলের মাধ্যমে কাস্টমাইজও করতে পারেন।

ফিচারঃ

  • ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস।
  • যথেষ্ট  রেসপন্সিভ।
  • মোবাইল ব্রাউজারের মাধ্যমের কোরআন পড়তে পারবেন।
  • শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তিলাওয়াত করতে পারবেন।
  • সাথে পাচ্ছেন অনুবাদ।
  • যেকোন আয়াতের তর্জমা।
  • সোশাল মিডিয়ায় শেয়ার করার ব্যবস্থা।

Quran Explorer


এটি আরেকটি দারুন সফটওয়্যার হচ্ছে Quran Explorer। এখানে আপনি দুইটি ভার্সন পাবেন একটি ডেক্সটপ এর জন্য আরেকটি ফোনের জন্য। যেকোন ডিভাইস থেকে যেকোন ভার্সন ব্যবহার করতে পারবেন। এটি সাধারনত দুটি প্যানেলে ওপেন হবে, ডান পাশে আরবিতে এবং বাম পাশে অর্থ সহ পড়তে পারবেন।


আপনি যেকোন সূরা বা আয়াত থেকে পড়া শুরু করতে পারেন। এখানে নাইট মুডের অপশান না থাকলেও তিলাওয়াতের এর অপশান আছে। আপনি তিলাওয়াত প্লে করতে পারবেন এবং শুনতে পারবেন। দারুন একটি ফিচার হচ্ছে, তিলায়াত এর সাথে সাথে লাইন গুলোর নিচে মার্ক হতে থাকবে।

কিভাবে ব্যবহার করবেন?

হোমপেজে যান গেলেই ওপেন হবে। এবার যেকোন ভার্সন সিলেক্ট করুন। যেকোন আয়াত থেকে ওপেন করতে পারবেন। আপনি চাইলে রিডিং অপশান অফ করে শুধু মাত্র তিলাওয়াত ও শুনতে পারবেন। এখানে আরেকটি ফিচার পাচ্ছেন সেটা হচ্ছে আপনি চাইলে বিভিন্ন কন্ঠের তিলাওয়াত শুনতে পারবেন।

ফিচারঃ

  • যেকোন সূরা বা আয়াত থেকে পড়া শুরু করতে পারেন।
  • দুইটি ভার্সন।
  • শুধু মাত্র তিলাওয়াত ফিচার।
  • শুধু মাত্র রিডিং ফিচ.
  • বিভিন্ন কন্ঠের তিলাওয়াত।
  • তিলায়াত এর সাথে সাথে লাইন গুলোর নিচে মার্ক।
  • নাইট মুড।

Quranflash


Quranflash এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি কোরআন পড়তে এবং অনুবাদ নিয়ে গবেষণাও করতে পারবেন। এই ওয়েবসাইটে সহজে কোরআন পড়ার অনেক ভাল ভাল ফিচার পাবেন। আপনি যেকোন অধ্যায় এবং আয়াত থেকে পড়া শুরু করতে পারবেন। এখানে পেইজ জুম করার পাশাপাশি, পেজ নিভিগেশন এবং তিলাওয়াত এর ফিচার দেয়া আছে। এখানে বাম পাশে সবগুলো অধ্যায় দেয়া আছে চাইলে যেকোন একটা সিলেক্ট করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সব গুলো সুরা দেয়া আছে।

কিভাবে ব্যবহার করবেন?

আপনাদের এতে কোন সাইন আপ করতে হবে না। ওয়েবসাইডে যান আর পড়া শুরু করে দিন। এই ওয়েবসাইটি মুলত ফ্যাশ দিয়ে বানানো এজন্যই নামটাও এমন দেয়া হয়েছে। এখানে আপনি চাইলে অনুবাদ বন্ধও করতে পারেন অথবা ব্যবহারও করতে পারবেন।

ফিচারঃ

  • অনুবাদ নিয়ে গবেষণাও করার সুযোগ।
  • যেকোন অধ্যায় এবং আয়াত থেকে পড়া শুরু।
  • পেইজ জুম করার পাশাপাশি, পেজ নিভিগেশন এবং তিলাওয়াত ফিচার।
  • রিয়েল টাইম ভিউ।
  • হ্যান্ডি নেভিগেশন।
  • ফুল টাইম ফ্ল্যাশ ফিচার।
  • অনুবাদ অফ/অন ফিচার

Al-Quran


Al-Quran  আরেকটি ফ্রি ওয়েবসাইট যার মাধ্যমে কোরআন পড়তে পারেন। এর মাধ্যমে আপনি কোরআন সিম্পল ইন্টাফেসে মাধ্যমে পড়তে পারবেন সাথে তিলাওয়াত ও উচ্চারণ ও পেয়ে যাবেন।

যেকোন সূরাতে ক্লিক করুন আর পড়া শুরু করুন। এর মাধ্যমে আপনি আরবি ফন্টের সাইজেও বাড়াতে কমাতে পারবেন।

কিভাবে ব্যবহার করবেন?

সব গুলো ওয়েবসাইটের মতই কোন ধরনের সাইন আপ করতে হবে না। ওয়েবসাইট ওপেন করেই পড়া শুরু করতে পারবেন।

ফিচারঃ

  • সহজ নিয়ন্ত্রণ।
  • সিম্পল ইন্টাফেস।
  • দ্রুত ফিডব্যাক।
  • স্লো ইন্টারনেটে চলার সুবিধা।

Quran by SearchTruth

Quran by SearchTruth হচ্ছে আমাদের আজকের মত শেষ ফ্রি ওয়েবসাইট যার মাধ্যমে কোরআন পড়তে পারবেন। এর ইন্টারফেস টা খুবই সিম্পল এবং সহজ। সূরা এবং আয়াত যেকোন জায়গা থেকে সিলেক্ট করলেই শুরু হয়ে যাবে। এখানে অনেক ধরনের ডিজাইন পাবেন। এখানে আগের ওয়েবসাইট গুলোর মত এত ফিচার না থাকলেও এর মাধ্যমে সহজেই কোরআন পড়তে পারবেন।

কিভাবে ব্যবহার করবেন?

ওয়েবসাইট গিয়ে পড়া শুরু করতে পারবেন এবং এখান থেকে চাইলে যেকোন সূরা থেকেই পড়তে পারবেন। নেভিগেশন ও ব্যবহার করতে পারবেন।

ফিচারঃ

  • সিম্পল ইন্টারফেস।
  • দ্রুত ফিডব্যাক।
  • রিয়েল টাইম ভিউ।
  • যেকোন সূরা বা আয়াত থেকে পড়া শুরু করতে পারেন।

শেষ কথা

এই ওয়েবসাইট গুলো নিয়ে যদি আমার ব্যক্তিগত মতামত দেই তাহলে বলব, যারা অনলাইনে কোরআন তিলাওয়াত করতে চান এবং শুনতে চান তাদের জন্য এই ওয়েবসাইট গুলো সেরা। ইন্টারনেটে অনেক ওয়েবসাইট থকার পরেও এগুলো বাছাই করার কারন আপনারা এতক্ষনে বুঝে গিয়ে থাকবেন।  আপনি এখান থেকে যেকোন সাইট ব্যবহার করতে পারেন সেটা আপনার ইচ্ছে।  আমি Al-Quran পছন্দ করি। আপনি চাইলে সিম্পলও ব্যবহার করতে পারেন যেমন Quran by SearchTruth

তো কেমন হল আজকের আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তা অবশ্যই জানাতে ভুলবেন না। সুস্থ ও সুন্দর থাকুন আর করোনা থেকে সাবধানে থাকুন। পরের টিউনের আগ পর্যন্ত আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস