Corona Virus এর Real Time Live Map জানুন করোনা ভাইরাসের সকল তথ্য

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

করোনা ভাইরাস Corona Virus COVID-19 একটি নতুন ভাইরাস যা ২০১৯ সালের ডিসেম্বরে চীনে দেখা দেয়। এটি সর্বপ্রথম চীনের উহান শহরে দেখা দেয় এবং সেখান থেকে ছড়াতে থাকে। এই টিউন লেখা পর্যন্ত ৮২, ৫৫৫ জন নিশ্চিত ভাবে আক্রান্ত হয়েছে এবং ২৮১০ মারা গিয়েছেন। নতুন এই ভাইরাস টি পূর্ব চীনে ছড়ানোর পাশাপাশি, হংকং, থাইল্যান্ড, সিংগাপুর, মালয়েশিয়া, ফ্রান্স, থাই-ওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মক্কাও, ভিয়েতনাম, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নেপালের মত দেশেও ছড়িয়ে পরে।

Corona Virus COVID-19 ভাইরাস টি মূলত এসেছে পশুদের দেহ থেকে, সঠিক উৎস এখনো না জানা গেলেও ধারনা করা হচ্ছে এটি সাপ বা বাঁদুরের দেহ থেকে আসতে পারে। আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশায় এটি অন্য ব্যক্তিতে ছড়াতে পারে। গবেষকরা বলছেন, আমরা যদিও জানি না এটা কি হারে ছড়াচ্ছে তবুও ধরনা করা যায়, একজন আক্রান্ত ব্যক্তি থেকে প্রায় ২ জন অথবা ৩ জন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হতে পারে।

Corona Virus COVID-19 ভাইরাসের মাধ্যমে নিউমোনিয়ার মত রোগ হয় যা পাকস্থলীতে সংক্রমিত হয় যা জীবন নাশের কারণ হতে পারে। করোনা নামক এই ভাইরাসটি প্রধানত হাঁচি এবং কাশির মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসের লক্ষণ গুলো হচ্ছে মূলত জ্বর, কাশি, শ্বাসকষ্ট। এই ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি দ্রুত WHO এবং দেশের সরকারকে জানানো হয় এবং সারাবিশ্বের গবেষকরা সংক্রমণের কারণ এবং নিরাময়ের উপায় বের করার চেষ্টা করছে।

এখন কোথায় কোথায় ভাইরাসটি ছড়াচ্ছে এটি যদি জানতে চান তাহলে কীভাবে জানবেন? এই টিউনে তুলে ধরব কিভাবে আপনি রিয়েল টাইম ম্যাপের মাধ্যমে কিভাবে দেখে নেবেন কোথায় কোথায় করোনা ভাইরাস ছড়িয়ে পরছে। Corona Virus Live Map,  Corona Virus Real Time Map.

করোনা ভাইরাস রিয়েল টাইম ম্যাপ

করোনা ভাইরাস রিয়েল টাইম ম্যাপ @ কম্পিউটার ভার্সন

করোনা ভাইরাস রিয়েল টাইম ম্যাপ @ মোবাইল ভার্সন

ম্যাপের মাধ্যমে সরাসরি করোনা ভাইরাস সংক্রমণ এলাকা দেখে নিন

করোনা ভাইরাস রিয়েল টাইম ম্যাপটি আমেরিকার গবেষকরা তৈরি করেছে এবং যখনি কোথাও কেউ ভাইরাসে আক্রান্ত হয় সাথে সাথে এটি আপডেট হচ্ছে। এটি আপনাকে বিশ্বের মানচিত্রের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ দেখাবে। এখানে লাল রং এর মাধ্যমে বুঝায় নিশ্চিত ভাবে কত জন আক্রান্ত হয়েছে এবং হলুদের মাধ্যমে বুঝায় কত জনের অবস্থা সন্দেহজনক। কোন জায়গায় কত জন আক্রান্ত সেটা মার্কের পরিমাণের মাধ্যমে জানা যায়। এই ম্যাপের মাধ্যমে আপনি সারা বিশ্বের করোনা ভাইরাস সংক্রমণের পরিমাণও দেখতে পারবেন।

ম্যাপটির উভয় পাশেই বিভিন্ন ধরনের তথ্য দেয়া আছে। ম্যাপের বাম পাশে, এখন পর্যন্ত কত জন নিশ্চিত ভাবে আক্রান্ত হয়েছে এবং এর নিচে দেশের নাম দেয়া আছে। আপনি যেকোনো দেশে ক্লিক করার মধ্যমে সেখানকার বর্তমান অবস্থা জানতে পারবেন। এখানে গ্রাফ মাধ্যমে এখন পর্যন্ত সব মিলিয়ে কত জন আক্রান্ত এবং ভাইরাসটির সংক্রমণ হার জানতে পারবেন।

ম্যাপটির ডান পাশে আপনি এখন পর্যন্ত কতজন মারা গিয়েছে এবং কত জন সুস্থ হয়েছে তারপরিমাণ জানতে পারবেন। এর নিচে সকল সংক্রমিত এলাকা এবং সেখানকার নিশ্চিত ভাবে আক্রান্ত ব্যক্তির পরিমাণ তালিকা করা আছে।

ম্যাপের সকল বিভাগ চাইলে আপনি Expand করতে পারবেন।

এই ম্যাপটি আপনাকে সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমিত হবার তথ্য দেবে। আপনি চাইলে সংক্রমিত এলাকাও এই ম্যাপের মাধ্যমে দেখতে পারেন। পূর্ব সতর্কতার দরুন, আপনি কোথাও ভ্রমণ করতে চাইল আগেই করোনা ভাইরাস আক্রান্ত জায়গা চিহ্নিত করে নিতে পারেন। এই ভাইরাস থেকে বাঁচতে কাশি দেওয়ার সময় হাত দিয়ে মুখ ঢেকে নিন, এবং পরবর্তীতে হাত ধুয়ে নিন, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন এবং আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকুন।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই উপকারী টিউন।

অভিজিত ভাই, আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ।