আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আজকের টিউনটা বিশেষ করে গেম পাগলা ভাইদের জন্য। দিন যাচ্ছে আমাদের ডিভাইস গুলো আধুনিক হচ্ছে সাথে সাথে গেম গুলোও। একবার ভেবে দেখেছেন আপনার খুব প্রিয় গেম গুলোও কিন্তু হারিয়ে যাচ্ছে। শৈশবের সেই মোস্তফা গেম এর কথা কার না মনে পড়ে, দিন গুলো মনে করে হয়তো আমরা এখন কষ্ট পাই। কোথায় হারিয়ে গেল.। আবেগী করে দিলাম? চলুন এবার একটি খুশির সংবাদ দেই। MS-DOS গেম এর কথা মনে আছে আপনাদের? সেই গেম গুলো এবার খেলতে পারবেন কোন ধরনের সফটওয়্যার ইন্সটল করা ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক।
আজকের টিউনের মূল বিষয় হচ্ছে এই ইন্টারনেট আর্কাইভ নতুন একটি প্রোজেক্ট ঘোষণা করেছে যার মাধ্যমে একজন ব্যবহারকারী MS-DOS গেম গুলো খুব সহজেই, কোন কিছু ইন্সটল না করে ব্রাউজার থেকেই খেলতে পারবে। আসুন তার আগে জেনে নিই ইন্টারনেট আর্কাইভ কি?
ইন্টারনেট আর্কাইভ হচ্ছে ডিজিটাল ওয়েব সংরক্ষণ লাইব্রেরি। আমি যদি আরও সহজ ভাবে বলি তাহলে বলতে হবে এটা ইন্টারনেটের ডাটাকে সংরক্ষণে রাখে। ধরুন ৫ বছর আগে আপনার একটি ওয়েব সাইট ছিল এখন সেটা নেই, হতে পারে আপনি সেটা বন্ধ করে দিয়েছেন অথবা কোন কারণে অফ হয়ে গেছে, কিন্তু এখানে একটি মজার বিষয় হচ্ছে আপনার ওয়েব সাইট ৫ বছর আগে যেমন ছিল এখনো আছে। অবাক হলেন? কোথায় আছে? সেটি ইন্টারনেট আর্কাইভ এর ওয়েব্যাক মেশিনে আছে। চাইলে এই লিংকে সাইটের নাম দিয়ে যাচাই করতে পারেন।
চলুন আমরা মূল আলোচনায় ফিরে আসি, তো ইন্টারনেট আর্কাইভ মূলত ওয়ে ব্যাক মেশিন হিসাবে পরিচিত যা আমি একটু আগে বললাম। পরবর্তীতে এটি গুগল ক্রোম এর এক্সটেনশনেও ব্যবহার করা হয়। এটি ব্যবহারকারীদের দারুণ সুবিধা দেয়। যেমন একটি ওয়েব সাইটের ডিজাইন কখন কেমন ছিল তা দেখা যায় (ওয়েব সাইট যতটুকু ইনডেক্স হয়েছে তার উপর নির্ভর করে)। কিছু দিন আগেও মানুষ ইন্টারনেটে থাকা পুরাতন অ্যালবাম, ব্লগ খুঁজতে এই ইন্টারনেট আর্কাইভ এর পেছনে ছুটত। ইন্টারনেট আর্কাইভ এর The great 78 প্রোজেক্টি ভবিষ্যতে প্রায় ২০, ০০০ Vinyl (গোলকার সিডি ডিস্ক) এবং Coin-operated video arcades (আগেকার দিনের কয়েন দিয়ে চালিত ভিডিও গেম) সহ internet Arcade গেম গুলোকে আধুনিকায়ন করবে।
অতি সম্প্রতি ইন্টারনেট আর্কাইভ তাদের নিজস্ব ব্লগে একটি প্রোজেক্ট ঘোষণা করেছে সেটা হচ্ছে, Join 2500 MS-DOS Game। আপনি আগেই লক্ষ্য করে থাকবেন আমি টিউনের প্রথমেই সেটা বলেছি। বর্তমানে আপনি এই গেম গুলো সহজেই তাদের ওয়েব সাইটে গিয়ে ডাউনলোড দিতে পারবেন এমনকি অনলাইন থেকে খেলতেও পারবেন যা ৩০ বছর আগে কেউ কল্পনাও করতে পারতো না।
ইন্টারনেট আর্কাইভ এর এই আপডেটে মূলত বেশির ভাগ গেম eXoDOS প্রোজেক্ট থেকে নেয়া যা অনেক দিন ধরেই ইন্টারনেটে ছিল। eXoDOS সমৃদ্ধ IBM পিসি গুলো প্রথম দিকে স্বাধীন ভাবে MS-DOS গেম উৎপাদন করতো। তখনকার সময় গেম গুলো ইন্সটলেশন অনেক কঠিন ছিল। যাই হোক বর্তমানে eXoDOS তে ৭০০০ এর বেশি গেম রয়েছে।
আমি আপনাদের আরেকটি ওয়েব সাইট সম্পর্কে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি চাইনিজ DOS গেম গুলো খেলতে পারবেন। মজার বিষয় হচ্ছে আমি সেখানে অনেক গেম পেয়েছি যা আমি বাচ্ছাকালে খেলতাম, আশা করছি আমার মত আপনিও শৈশবে ফিরে যাবেন।
অফিশিয়াল ওয়েবসাইট @ MS-DOS Games
প্রথমে MS-DOS Games এর অফিশিয়াল সাইট থেকে দেখে নিন তারা নতুন নতুন কি কি গেম যোগ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গেম গুলো তারিখ, বছর অনুযায়ী ফিল্টার করা যায় এবং এই পর্যন্ত কতবার দেখা হয়েছে সেটাও দেখা যায়।
MS-DOS Games সাইটটি অন্য সিমুলেটর সাইটের মত হলেও অতিরিক্ত কিছু সুবিধা আছে যেমন প্রতিটি গেম গুলোতে গেম এর ডেভেলপার, প্রকাশক, বছর, এবং গেম এর ধরন এর বিস্তারিত বিবরণ দেয়া আছে।
যেকোনো একটি গেমে ক্লিক করুন।
বাটনটি অন করুন
দেখুন গেমটি লোড হচ্ছে।
এবং শুরু হয়ে গেল খেলা।
MS-DOS Games এর গেম গুলো খেলা আশাকরি যেকোনো বয়সের গেম পাগলদের জন্য যথেষ্ট সহজ।
এখানে আপনাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে বর্তমানের সিডি রুমের গেম গুলোও তারা এভাবে খেলা যায় কিনা তা ভেবে দেখছে। একবার ভেবে দেখুন এত এত বিশাল সাইজের গেম গুলো যদি ইন্টারনেটে খেলা যায় তাহলে সেটা কত টা সুবিধাজনক হবে। তবে এখন আমি মনে করছি MS-DOS গেম গুলোও অনেক গুরুত্বপূর্ণ কারণ সেটা আমাদের শৈশবের স্মৃতিমনে করিয়ে দেয়।
আমি মনে করছি ইন্টারনেট আর্কাইভ এর এই উদ্যোগটি নতুন ও পুরাতন গেমারদের জন্য যথেষ্ট ভাল। আমি নিজেও কয়েকটি গেম খেলেছি পারফর্মেন্স যথেষ্ট ভাল ছিল রিজুলেশন চাহিদা মত পেয়েছি।
তো আপনাদের কেমন লাগল জানাতে ভুলবেন না।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।