PhotoMaze – ছবি থেকে মুখমণ্ডল আলাদা করুন ও ডাউনলোড করুন!

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। এই সেলফি, ফেসবুকের যুগে কেউ ছবি তুলেনা মানুষ কমই আছে।  আর আমরা যখন এক সাথে কোন গ্রুপ ছবি তুলি তখন সেই ছবিতে কোন কোন ফেস বা চেহারা বা ব্যক্তি রয়েছে তা খুঁজে বের করা খুবই কষ্ট সাধ্য হয়ে যায়। হঠাৎ করে মনে হল আপনাদের একটু ফটো এডিটিং শেখানো যাক! আর যদি সেটা হয় কোন সফটওয়্যার ডাউনলোড করা ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপরে বেস করে, তাহলে কেমন হবে? চলুন দেখা নেয়া যাক।

দিন অনেক বদলে গেছে, বর্তমানে ক্লাউড স্টোরেজের ছবির অ্যালবাম গুলোতে আধুনিক ফেস রেকগনিশন (চেহারা শনাক্তকরণ প্রযুক্তি) ব্যবহার করা হয় যা কিনা স্বয়ংক্রিয় ভাবে সকল ছবিকে ব্যক্তি, প্রতিকৃতি, লিঙ্গ অনুযায়ী আলাদা ভাগে ভাগ করতে পারে। এমনকি ছবির বর্ণনাও দিতে পারে। আমাদের প্রতিদিনের ছবি গুলোকে সহজে সাজাতে ফেস রেকগনিশন আমাদের দারুণ ভাবে সহায়তা করে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন এই প্রযুক্তিটি কিভাবে অন্য কাজে ব্যবহার করা যায়? ধরুন আপনি একটি গ্রুপ ছবি থেকে শুধু আপনাদের চেহারাগুলোকে কে আলাদা করবেন সেক্ষেত্রে আপনি কি করতেন? অবশ্যই ছবি থেকে সবার চেহারা ক্রপ করতেন। কিন্তু অবাক করার মত বিষয় হল আপনি বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা করতে পারবেন ১ সেকেন্ডের মধ্যে এবং একই সাথে সকল ছবিতে একই ফিল্টার ব্যবহার করতে পারবেন।

আজকে আমি আপনাদেরকে 'FaceMaze' নামে দারুণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফেস রেকগনিশন (চেহারা শনাক্তকরণ প্রযুক্তি) টুল এর সাথে পরিচয় করিয়ে দেব। এটি যেকোনো ছবিতে উপস্থিত মুখের Line শনাক্ত করতে এবং ক্রপ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং যা কিনা মুখমণ্ডল দিয়ে আলাদা ছবি বানাতেও সক্ষম। এর মাধ্যমে আপনি ছবিতে স্পেশাল এফেক্ট দেয়া থেকে শুরু করে ছবির কর্নার রাউন্ড করা ছবির ফ্রেম বাড়ানো কমানো সহ ছবিকে বিভিন্ন ফরমেটেও সেভ করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই চমৎকার টুলটি ব্যবহার করার জন্য আপনাকে আলাদা কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, ওয়েবসাইটে গিয়ে ছবিটি ড্রাগ করে দিন এবং দ্রুত সময়ের মধ্যে আপনার কাজ হয়ে যাবে।

FaceMaze মূলত একটি ছবি থেকে চেহারার অংশগুলো আলাদা করে ফেলবে। ধরুন একটি গ্রুপ ছবিতে আপনারা ১০ জন ছিলেন,  FaceMaz সকলের ছবিকে শুধু চেহারার অংশে আলাদা করে আলাদা ১০ ছবিতে রূপান্তর করবে এবং সেটা আপনি জিপ আকারে ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করতে পারবেন।

এই সার্ভিসটির পেছনে কাজ করছে  Pixaven নামক একটি কোম্পানি যারা সাধারণত ইমেজ প্রসেসিং নিয়েই কাজ করে। FaceMaze মূলত একটি প্রযুক্তিগত শোকেস হলেও এটি যা করতে পারে তা আসলেই দারুন।

FaceMaze

অফিশিয়াল ওয়েব সাইট @ FaceMaze

কিভাবে ব্যবহার করবেন:

১ম ধাপ:

প্রথমে FaceMaze এর ওয়েবসাইটে যান, এবং নিচের মত একটি পেজ দেখতে পাবেন। মনে রাখবেন, আপনার ছবি ড্রাগ করার সাথে সাথে আপলোড শুরু হয়ে যাবে এবং আপনার চেহারা ডিটেক্ট করবে সুতরাং আপলোড করার আগে কোন ছবি দিবেন সে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

 

২য় ধাপ:

উপরের সারিতে ফিল্টার দেয়ার সুযোগ আছে চাইলে ব্যবহার করতে পারেন যেটি সকল ছবিতে একই হবে।

একই সাথে আপনি চাইলে ছবিটি তে রাউন্ড কর্নার, ছবির রেসিও পরিবর্তন, অথবা ছবির ফরমেট পরিবর্তন করে নিতে পারেন। সাধারণত FaceMaze আপনার ছবিগুলোকে JPEG, PNG, GIF, WebP, অথবা HEIC ফর্মেটে তৈরি করতে পারে। আপনার প্রয়োজনীয় সেটিং করার পর ছবিটি আপলোডে দিয়ে দিন এবং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে সবুজ ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং জিপ ফাইলটি আনজিপ করে মজা দেখুন।

এখানে নিচের উদাহরণ হিসাবে একটি ছবি দেখতে পাচ্ছেন যা কিনা  G20 Osaka Summit 2019 তোলা হয়েছিল।

এটি FaceMaze এ আপলোড পর 26 টি আলাদা ফেসের ছবি তৈরি হয়েছে। তবে কিছু কিছু ফেসের ছবি আসেনি। সবগুলো ব্যক্তির ফেস না আসার কারণ হতে পারে তাদের চেহারায় পর্যাপ্ত আলোর অভাব ছিল।

FaceMaz কেন ব্যবহার করবেন:

  • ভিজ্যুয়াল অ্যালগরিদম এর মাধ্যমে ছবি থেকে চেহারা চিনতে, ক্রপ করতে।
  • বিভিন্ন ফিল্টারে ছবিকে এডিট করতে এবং প্রয়োজন মত ফর্মেটে ছবি সেভ করতে।
  • সকল ছবি এক ফাইলের(ZIP) মাধ্যমে অতিদ্রুত ডাউনলোড করতে।

টুলটি সম্পর্কে যদি আমি ব্যক্তিগতভাবে বলি তাহলে বলব টুলটি যথেষ্ট ভাল কাজ করে এবং বর্তমানে এই সুবিধা গুলো একমাত্র FaceMaze টুলটিই দিচ্ছে।

তো আপনাদের কাছে দারুণ এই টুলটি কেমন লাগল তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাথে কিছু কথা ছিলো 01959282631 imo