Moises AI – মেশিনলার্নিং ও এআই এর মাধ্যমে যেকোন মিউজিক ট্র্যাক থেকে ভোকাল ও একোম্পানিমেন্ট আলাদা করুন কোন সফটওয়্যার ইন্সটল করা ছাড়াই এবং সহজেই

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগন, কেমন আছেন আপনারা সবাই? টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

সাম্প্রতিক বছরগুলিতে, মেশিন লার্নিং (Machine Learning) প্রযুক্তি ধীরে ধীরে পরিপক্ক হচ্ছে এবং আমরা সেই সাথে এটি দৈনন্দিন জীবনে ব্যবহার করাও শুরু করেছি। উদাহরণস্বরূপ বলা যায়, Remove.bg এর মাধ্যমে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কে দ্রুত এবং নির্ভুলভাবে আলাদা করার জন্য আমরা ব্যবহার করে থাকি, Colourise.sg এর মাধ্যমে আপনি আপনার পুরানো সাদাকালো ফটোগুলিকে রঙ্গিন করতে পারেন সহজেই আর AI Image Enlarger এর মাধ্যমে কম রেজোলিউশনের কারণে যে ছবিগুলি ঘোলা হয়ে গেছে সেই সব ছবি গুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ছবিকে আরো ক্লিয়ার এবং রেজোলিউশন বাড়াতে পারেন মুহুর্তেই। আর এই সব সেবা সম্ভব হয়েছে কেবল মাত্র মেশিন লার্নিং এর ব্যবহারের ফলে, কেননা এই কাজ গুলি করতে খুবই সুক্ষ ও দক্ষ মানুষের দরকার হয় কিন্তু এখন আমরা এই কাজ গুলি করতে পারছি একদম সহজেই এবং মানুষের স্পর্শ ছাড়াই।

আজকে আমি আলোচনা করবো "Moises AI" এর মেশিন লার্নিং টেকনিক ব্যবহার করে কিভাবে অডিও ট্র্যাক আলাদা করা যায়, এর মাধ্যমে আপনি যেকোন গানের অংশ থেকে ভোকাল, একোম্পানিমেন্ট এবং এমনকি বিভিন্ন বাদ্য যন্ত্রের সাউন্ড আলাদা করতে পারবেন নিমিষেই। এছাড়াও এই সেবাটি সবচেয়ে অ্যাডভান্সড সাউন্ড সেপারেশন অ্যালগরিদম ব্যবহার করে যেকোন অডিও ট্র্যাকের ভোকাল, একোম্পানিমেন্ট ইত্যাদি আলাদা করতে পারে। আর এই অ্যালগরিদমটি ডেভেলোপ করছে হলেন ডিজার রিসার্চ (Deezer Research)

Moises এর অফিসিয়াল ওয়েব সাইট থেকে সাইন-ইন করলেই, আপনি যেকোন অডিও ফাইল আপলোড করতে পারবেন। তারপর আপনি যে টাইপের (ভোকাল বা একোম্পানিমেন্ট) ট্র্যাক অডিও ফাইলটি থেকে আলাদা করতে চান সেটি সিলেক্ট করুন। এরপর কিছুক্ষন অপেক্ষা করলেই আপনার চাহিদা মাফিক অডিও ফাইলটি (ভোকাল বা একোম্পানিমেন্ট) খুবই দ্রুত আলাদা হয়ে যাবে। অডিও ফাইলটি থেকে ভোকালাইজড মিউজিক বা অন্যান্য ইন্সট্রুমেন্টাল অডিও ফাইল আলাদা হয়ে গেলে অনলাইন থেকে শুনুন অথবা ডাউনলোড করুন অনায়েশেই।

কিন্তু Moises কতটা কার্যকর? তা ব্যবহার করার আগে আপনারা বুঝতে পারবেন না। Moises AI এর হোমপেইজে একটি স্যাম্পল অডিও ট্র্যাক দেয়া আছে। আপনারা যদি সেই স্যাম্পল অডিও ট্র্যাক এর অরিজিনাল অডিও ট্র্যাকটি শুনতে চান তাহলে ওয়েব সাইটের হোম পেইজ থেকে এক্সট্রাক্টেড একোম্পানিমেন্ট, ভোকাল ইফেক্ট ইত্যাদি শুনতে পারবেন।

আমিও চেক করার জন্য কম্পিউটার থেকে একটি মিউজিক ফাইল আপলোড করে ট্রাই করেছি। আমি ভেবেছিলাম এটা ঠিকঠাক ভাবে কাজ করবে না বা কাজ করলেও খুবই নিম্ন মানের হবে,  তবে Moises আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল! ফলে মিউজিক ট্র্যাকগুলির ভয়েস বা বিভিন্ন বাদ্য যন্ত্রের সাউন্ড আলাদা করার জন্য এটি সত্যিই একটি দুর্দান্ত সার্ভিস এবং কনভেনিয়েন্ট "ডি-ভয়েসিং" বা ফ্রি টুলস এবং আর এই সেবাটি উপভোগ করতে আপনাকে কোন সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই, আর তাই আপনাদের মধ্যে যাদের এই সেবাটি প্রয়োজন তারা একবার ট্রাই করেই দেখতে পারেন আশাকরি নিরাশ হবেন না।

Moises AI

অফিসিয়াল ওয়েবসাইট @ Moises AI

যেভাবে Moises AI ব্যবহার করবেন

১. প্রথম ধাপ

Moises.ai ওয়েবসাইটটিতে অ্যাক্সেস করার পরে, আপনি প্রথমে হোমপেজ থেকে একটি স্যাম্পল ট্র্যাক শুনতে পারেন। আর এই স্যাম্পল ট্র্যাকটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি হল একোম্পানিমেন্ট এবং আরেকটি হল ভোকাল। তাছাড়াও অরিজিনার ট্র্যাকের সাথে আলাদা করা ট্র্যাক গুলোর পার্থক্য বোঝার জন্য ওয়েব সাইটে দেওয়া আছে যাতে আপনারা সহজেই সকল পার্থক্য বুঝতে পারবেন। আপনারা যদি অনলাইনে আলাদা করা অডিও মিউজিক ফাইলটি শুনতে চান তাহলে প্লে বাটনে ক্লিক করুন।

আপনি কি আপনার অডিও ফাইল ব্যবহার ট্রাই করবেন? তাহলে রেজিস্ট্রেশন স্ক্রিন যেতে "Process Your Music (Free)" বাটনে ক্লিক করুন।

২. দ্বিতীয় ধাপ

সিমপ্লি ইমেল বা গুগল বা টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে দ্রুত রেজিস্টার করে ফেলুন। আর লগইন করার পরে, অডিও ফাইল আপলোড করতে "Upload Track" বাটনে ক্লিক করুন।

৩. তৃতীয় ধাপ

বর্তমানে, Moises ফ্রিতে সেবা প্রদান করছে তবেঁ ভবিষ্যতে এই সেবা পাওয়ার জন্য আমাদের কে চার্জ বা ফী প্রদান করা লাগতেও পারে। আপনার পছন্দের অডিও ফাইলটি থেকে ভোকাল অথবা একোম্পানিমেন্ট ইত্যাদি আলাদা করতে "Choose File" বাটনে ক্লিক করুন বা ইউটিউব ভিডিও থেকে অডিও ফাইল এক্সট্র্যাক্ট করতে চাইলে "Search Youtube" বাটনে ক্লিক করে লিঙ্ক ইনপুট করে  "Submit" বাটনে ক্লিক করুন। খুবই সহজ তাইনা! এছাড়াও আপনার ফাইল যদি ক্লাউডে থাকে, তাহলেও আপনি ক্লাউডের লিংক ইম্পোর্ট করে সহজেই অডিও ফাইল আলাদা করতে পারবেন অনায়েসেই।

এরপরে নীচে থেকে অডিও ফাইল আলাদা করার জন্য ট্র্যাকের সংখ্যা নির্বাচন করুন। ডিফল্ট ভাবে, এটি দুটি ট্র্যাকে আলাদা করার সেটিং সিলেক্ট করা থাকে, সেগুলি হল ভোকাল এবং একোম্পানিমেন্ট। তবে আপনি যদি অডিও ফাইলটিকে আরও ভালো ভাবে আলাদা করতে চান (অরিজিনাল অডিও ফাইলটি দেখুন সেটিতে কি কি ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে যাচাই করুন তারপরে মাল্টিপল অপশন সিলেক্ট করবেন অন্যথায় আপনি সঠিক ফলাফলটি নাও পেতে পারেন), তাহলে সর্বশেষ অপশনটি সিলেক্ট করুন, এই অপশন থেকে আপনি bass, drums, piano বা অন্যান্য সাউন্ড আলাদা করতে পারবেন সহজেই।

৪. চতুর্থ ধাপ

Moises.ai তে অডিও ফাইল আপলোড করার পর অডিও ফাইলটি আলাদা করার জন্য কিছুটা সময় নিবে এবং অডিও ফাইলটি আলাদা করা হয়ে গেলে স্ট্যাটাস সেকশনে স্বয়ংক্রিয়ভাবে আপডেট জানতে পারবেন। আর আলাদা করা হয়ে গেলে, প্লে এবং ডাউনলোড বাটন "ডাউনলোড" সেকশনে দেখতে পারবেন।

অবশেষে, আপনার পছন্দ অনুযায়ী ভোকাল রিমুভের পরে ভোকাল বা একোম্পানিমেন্ট ফাইলটি ডাউনলোড করতে পারবেন অনায়েসেই। অথবা আপনি " Download (High-res)" বাটনে ক্লিক করে হাই-রিসোলিউশনে ডাউনলোড করতে পারবেন। আর অবশ্যই, ডাউনলোড করার আগে আপনি মডিফাই করা অডিও ফাইলটি অনলাইনে শুনতে পারবেন। এখন মডিফাই করা অডিও ফাইলের কোয়ালিটি সন্তোষজনক কিনা যাচাই করে দেখুন।

যে তিনটি কারণে আপনি Moises AI ব্যবহার করবেন

  1. মেশিন লার্নিং টেকনোলজি মাধ্যমে অডিও ফাইল কে বিভিন্ন অংশে আলাদা করতে পারবেন।
  2. ভোকাল রিমুভ, এবং মিউজিক একোম্পানিমেন্ট বা বিভিন্ন বাদ্য যন্ত্রের সাউন্ডও আলাদা করতে পারবেন।
  3. খুবই সিম্পল ইন্টারফেস, সহজেই ব্যবহার করতে পারবেন, আর সবচেয়ে বড় কথা কোন সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করার দরকার নেই।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিতহ। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস