Bet365 সম্পর্কে নিজের ভুল সুদরে নিন প্রতারণার হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখুন যারা ছাত্র তারা বেটিং থেকে দূরে থাকুন

আশাকরি সবাই ভাল আছেন।

আজ আপনাদের মাঝে বেটিং নিয়ে আলোচনা করব।

যারা বেটিং করে  তারা Bet365 সম্পর্কে জানেন, কারন আমাদের দেশে বেটিং করার জন্য জনপ্রিয় হল bet365

 
বেটিং কেন করবেন?
কেন করবেন এর কন কারন নাই। যারা বেটিং করতে চাই তারা bet365 অ্যাকাউন্ট করে চাইলে বেটিং করতে পারেন। এটি জুয়া খেলা সুতরাং এটা ছাত্রদের জন্য নয়।

 

বেটিং কারা করতে পারবে বা কারা বেটিং করে?

সাধারনত VIP বা যারা চাকরি করে ১০-২০ হাজার টাকা বেতন পেয়ে থাকে অর্থাৎ যারা জুয়া খেলার পর পারিবারিক বা মানুষিক সমস্যার সম্মুখিন হতে না হয়। এছাড়া ও অনেক রুলস রয়েছে যা কেউ মেনে চলে না। এমনকি দেখা গিয়েছে যে নৌকা চালক থেকে শুরু করে রিকশা চাকল ও bet365 ব্যবহার করে।

ছাত্রদের এই জুয়া থেকে দূরে থাকা উচিত। কারন জুয়া খেলায় ক্ষতি বেশি হয়ে থাকে।

 

জনপ্রিয়তা ও ধোঁকাবাজি

আমাদের দেশে bet365 এর জনপ্রিয়তা অনেক বেশি সেই সাথে এর ধোঁকাবাজি ও বেড়ে চলেছে।

 

ধোঁকা দেওয়ার কারন কি?

ধোঁকা দেওয়ার অনেক কারন রয়েছে। এইসব সম্পর্কে যদি জানতে চান তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন।

এতে কিছু কারন তুলে ধরা হয়েছে, সাথে অ্যাকাউন্ট সম্পর্কে বলা হয়েছে।

ভিডিওটি দেখতে Link ক্লিক করুন।

 

অ্যাকাউন্ট সম্পর্কে

যারা বেটিং করেন তাদের যদি অ্যাকাউন্ট বা অন্য কোন সমস্যা থাকে জানাতে পারেন। যতটুকু পারি সমাধান দেওয়ার চেষ্টা করব। Bet365, Neteller, Skrill নিয়ে সমস্যা থাকলে জানাতে পারেন। অ্যাকাউন্ট সম্পর্কে জানাতে পারেন। যারা এই সম্পর্কে জানেন কিছু ডকুমেন্ট সমস্যায় রয়েছেন, এই ক্ষেত্রে ও সমাধান পাবেন। আমি চাই সবাই ধোঁকাবাজির হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। যদি আপনারা মনে করেন আমি প্রতারণা মুলক কাজ করছি, তাহলে সেটা আপনাদের উপর, কাউকে পরীক্ষা ছাড়া ভুল প্রমানিত করবেন না।

 

শেষ কথা

এটি আমার প্রতম টিউন ভুল হলে ক্ষমা করবেন। বেশি কিছু লিখলাম না। কারন দেখা গিয়েছে কিছু হলে গালাগালি করে। এটি দেখতে ও খাপার লাগে। আপনাদের উদেশ্যে বলছি অনেকে ধোঁকা খেয়েছেন তারা হয়ত আমাকে ভুল বুঝতে পারে, খাপার মন্তব্য করতে পারে। দয়া করে আপনাদের বলছি আমার কোন খাপার মতবেদ নেই। কারো ক্ষতি করার ও চেষ্টা করছি না। এইরকম হলে আল্লাহ আমার বিচার করবেন।

আল্লাহকে যদি বিশ্বাস করেন দয়া করে কেউ গালাগালি করবেন না।

অনেকে আমাকে Facebook, Whatsapp, Imo বলেছেন যে, তাদের বেটিং নিয়ে সমস্যা হচ্ছে তাই মনে করলাম আপনাদের জানায়। প্রয়জনে যোগাযোগ করতে পারেন

Contact, Whatsapp +8801824422687

সবাই ভাল থাকবেন।

Level 5

আমি শোয়েব রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস