meebo: ইন্সট্যান্ট ম্যাসেজিং এর কেন্দ্রস্থল

ইয়াহু ম্যাসেঞ্জার, গুগল টক, উইন্ডোজ ম্যাসেঞ্জার নামগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এগুলো আবার পিসিতে ইন্সটল করে চালাতে হয়। কিন্তু এত্তসব ঝামেলার মধ্যে না গিয়ে সবগুলো যদি একই জায়গায় পাওয়া যায়, তাহলে কেমন হয় ব্যাপারটা? এমনই সব সুবিধা প্রদান করছে মীবো

ওয়েব ম্যাসেজিং এর ক্ষেত্রে মীবো একটি অনন্য নাম। এখানে রয়েছে yahoo, google talk, msn, aim, myspace, facebook ব্যবহারের সুবিধা। শুধুমাত্র ব্রাউজারের মাধ্যমেই ইন্সট্যান্ট ম্যাসেজিংয়ের দারুন অভিজ্ঞতা পেতে পারেন এখানে। তবে আসল কথা হল, বাংলাতেই পেতে পারেন এই সব সুবিধা। এজন্য হোমপেজে ভাষা হিসেবে বাংলা নির্বাচন করে দিন।

protocols2.png

আবার Meebo Notifier ব্যবহার করে ডেস্কটপ থেকেই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। মীবোর আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ফায়ারফক্স এক্সটেনশন। এই এ্যাড-অন্সটি ইন্সটল করলে আপনার ফায়ারফক্স ব্রাউজারে একটি সাইডবার পাবেন। এখান থেকেই যেকোন ম্যাসেঞ্জারে প্রবেশ করা যাবে। এ্যাড-অন্সটি পাবেন এই লিংকে

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মিবোর দেখা পাওয়ার পর থেকে আমি তো ম্যাসেঞ্জার ইন্সটল করা বাদই দিয়ে দিয়েছি। মাঝখানে Pidgin ব্যবহার করতাম এখন তাও করি না।

ফায়ারফক্স রক্স!!

যদিও অনেক পুরানা খবর তারপরও নতুনদের জন্য ভাল টিউন।

জয় বাবা মীবোর জয় ………………

Level 0

ামি ো বেবোহার কোরি কিনটু পাস্বোরড নিে ভৈ হৈ।

ভাই জটিল মহাধন্যবাদ

জোস একটা টিউন আমি এখনই ডাউনলোড দিব।