আপনার যদি নিজস্ব কোন সাইট থাকে বা ব্লগ থাকে তাতে আপনি ভিজিটর দের সাথে কথা বলার জন্য ইন্সট্যান্ট চ্যাট বক্স সংযুক্ত করতে পারেন।অনেক সময় অনেক ভিজিটর ব্লগ বা সাইটের বিভিন্ন বিষয় নিয়ে সাইট Owner এর সাথে পরামর্শ বা সাহায্য করতে চায়। সেক্ষেত্রে ইন্সট্যান্ট চ্যাট বক্স সবচেয়ে ভাল উপায়।ইন্সট্যান্ট চ্যাট বক্স অনেক গুলো আছে তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে Zopim চ্যাট বক্স।এটা যোগ করা করাও খুব সোজা।এ সার্ভিসটির একটি অনন্য গুণ হচ্ছে আপনি চাইলে আপনার ব্লগে বা সাইটে ভিজিটর ঢুকলেই টের পাবেন এবং তাকে ম্যাসেজ পাঠাতে পারবেন বা ভিজিটরও আপনি অনলাইনে থাকলে দেখতে পাবে।এর আরো কিছু সুবিধা হলোঃ-
তবে এ সাইটে এজেন্ট হিসেবে চ্যাট করার জন্য আপনাকে বা এজেন্টকে ওই সাইটে লগিন অবস্থায় থাকতে হবে এবং ড্যাসবোর্ড থেকে এজেন্ট হিসেবে চ্যাট করতে হবে।ফলে সাইটের অন্য ব্যবহারকারীরা এই চ্যাটিং দেখতে পাবে না।এর জন্য সাইটে আলাদা কোনো জায়গা লাগে না।ব্রাউজারের ফুটারের সাথে এটি সংযুক্ত অবস্থায় থাকে।আপনি বা এজেন্ট অনলাইনে থাকলে তা দেখাবে আর অফলাইনে থাকলে ম্যাসেজ হিসেবে লেখাটি পাঠাতে পারবে।
প্রথমে এখানে (রেফারেল এ বিষয়টি আমি বুজতে পারি নাই,টেস্ট করার জন্য দিলাম)গিয়ে রেজিস্ট্রেশান করুন।আপনার মেইল এড্রেসে একটি কনফার্মেশান মেইল পাবেন সেটি থেকে ড্যাসবোর্ড এর URL এ ক্লিক করে পাঠানো পাসওয়ার্ড সহকারে লগিন করলেই সেটিংস অপশান পেয়ে যাবেন ।
এখান থেকে আপনি চ্যাটবক্সটিকে নিয়ন্ত্রন করতে পারবেন।ব্লগারে এই বক্স যোগ করার জন্য আপনাকে দেয়া কোড গুলো কপি করে Design > Add a Gadget >HTML/JavaScript এ গিয়ে পেস্ট করে টাইটেল বারটি ফাকা রেখে সেভ করুন।ওয়ার্ডপ্রেস বা অন্যান্য সাইট এ যারা HTML এডিট এ অভিজ্ঞ তারা একই ভাবে যোগ করতে পারবেন।
ডেমো দেখতে চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।
ভাল লাগল। আপনাকে ধন্যবাদ…………….