আপনার সাইটে ট্রাফিকের অভাব? তাহলে নিয়ে নিন ৩০,০০০ রিয়েল ভিজিটর সম্পূর্ণ ফ্রিতে ১ মাসের জন্য!!

السلام عليكم আসসালামু আলাইকুম।

😆 সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের টিউন। 🙄 গত পর্বে আপনাদেরকে একটি সাইটের সাথে পরিচয় করিয়ে ছিলাম যেখানে ফ্রিভাবে আপনি ক্রেডিট অর্জন করতে পারবেন। এবং সেই ক্রেডিটের বিনিময়ে আপনার সাইটে কিছুটা হলেও ভিজিটর ও ট্রাফিক দুটোই বৃদ্ধি করতে পারবেন। তথাপি আজকের টিউনেও এমন দুটি সাইটের পরিচয় এবং সংক্ষেপে বর্ননা করব যেখানে আপনার বেশ সহায়ক হবে ব্লগে ট্রাফিক বৃদ্ধিতে।

tutorialgift

10k Hits Traffic

সাইটের নাম 10k Hits Traffic। এই সাটের মাধ্যমে আপনার ব্লগে ট্রাফিক আনার জন্য প্রথমত রেজিঃ করে নিন এখানে > অতপর মেইল ভেরিফাই করে উক্ত সাইটে লগইন করতে হবে। লগইন করার পর ড্যাশবোর্ড পাবেন।

tutorialgift

১। এবার প্রথমত আপনাকে ক্রেডিট অর্জন করতে হবে। অথবা, নিদিষ্ট অর্থের বিনিময়ে ক্রেডিট ক্রয় করতে হবে। সুতরাং ফ্রিভাবে ক্রেডিট অর্জন করতে সাইটের  Surf now বাটনে ক্লিক করতে হবে। ফলে যতক্ষণ নেট চালু থাকবে একেকটি সাইটের ভিউ হবার ফলে ক্রেডিট যোগ হতে থাকবে।

২। ক্রেডিট আর্ন করার পর আপনার ব্লগ সাইট সেখানে যোগ করতে হবে। অতপর Get started অপশনে ক্লিক করলেই হবে।

  • সুবিধাঃ

শুধুমাত্র রেজিঃ করে ১,০০০ পেইজ সার্ফ করলেই ১০,০০০ ট্রাফিক পয়েন্ট ফ্রী পাবে। ১পয়েন্ট=১ ভিসিটর। পয়েন্ট শেষ হয়ে গেলে শুধু ব্রাউসার ওপেন রেখে অটো সার্ফ করে পয়েন্ট আয় করতে পারবেন বা আইপি হাইড করে নতুন একাউন্ট করে একই ভাবে ১০,০০০ পয়েন্ট নিতে পারবেন। পয়েন্ট শেষ হয়ে গেলে Surf Now! এ ক্লিক করে পয়েন্ট আয় করতে থাকুন। প্রতি ১০ সেকেন্ডে ১ পয়েন্ট পাবেন। অর্থাৎ প্রতি ১০ সেকেন্ডে আপনি একজন ভিসিটর পাবেন।

  • বুঝতে অসুবিধা হলে ইউটিউবে বাংলা ভাষাতে  টিউটোরিয়ালটি অনুসরন করতে পারেন এখানে

Growtraffic

 সাইটের নাম হচ্ছে গ্রো-ট্রাফিক। সাইটটি নতুন এসেছে। এলেক্সা রেটিং ৩৮,০০০, পারডে ভিজিটর ১৫,০০০ এর মত। তাদের অফার হচ্ছে আপনাকে অন্য সাইটের মত কোন রেজিঃ করা লাগবে না। শুধুমাত্র তাদের সাইট বিষয়ে একটি ইউনিক আর্টিকেল (ইংরাজীতে) আপনার ব্লগ/ওয়েব সাইটে পাবলিশ হতে হবে। অতপর পাবলিশকৃত সাইটের লিংক তাদের নিদিষ্ট ফর্মে পূরন করে সাবমিট করলেই তারা আপনার সাইটে ৭২ ঘন্টার মধ্য ভিজিটর/ট্রাফিক দেওয়া শুরু করবে। মূলত ১মাসে তারা প্রায় ৩০,০০০ ভিজিটর আপনার সাইটে ট্রাফিক করাবে। ফ্রি ভিজিটর পাওয়ার পাশাপাশি পেইড হিসাবেও ট্রাফিক ক্রয় করতে পারবেন।

tutorialgift

কিভাবে ভিজিটর আনবেন?

১। প্রথমেই বলেছি, তাদের সম্পর্কিত একটি আর্টিকেল লিখতে হবে। মনে করি, আপনি আর্টিকেল/টিউন আপনার সাইটে পাবলিশ করেছেন। এবার তাদের সাইটে যান এখানে

২। নিচের মত একটি ফর্ম আসবে। সেখানে যাবতীয় বিষয় পূরন করে সাবমিট করুন

৩।  সাবমিট করার পর নিম্নরুপ একটি বার্তা পাবেন। সেখানে উল্লেখ থাকবে সর্বো্চ্চ ৪ দিন ৭২ ঘন্টার মধ্য আপনাকে তাদের কনট্যাক্ট পেইজে গিয়ে পাবলিশকৃত লিংক দ্বারা আপিল করতে হবে।

৪। সম্পূর্ণ সাবমিট/মনোনীত হলে আপনাকে ইমেইলে বার্তা দেওয়া হবে।

  • নির্দেশনা

১। কিভাবে আর্টিকেল লিখতে হয় তার নমূনা দেখতে ক্লিক করুন এখানে 

২। সাইটটি রিয়েলি কাজ করে, প্রমান হিসাবে দেখেছি। মূলত ইউনিকভাবে আমেরিকার ভিজিটর বেশী ট্রাফিক করে। গতকালকে আমার একটি সাইটের  ট্রাফিক ভিউ ইমেজ প্রদান করছি-

tutorialgift

৩। যাদের ইংরাজী সাইট আছে। মূলত এফেলিয়েটিং সাইট হিসাবে কাজ করার ইচ্ছা আছে তারা ট্রিকস কাজে লাগাতে পারেন।

সর্বশেষ

শুধু ফ্রি সাইটের উপর নির্ভরশীল হলে হবেনা। উপরোক্ত কাজের পাশাপাশি আপনাকে সঠিক ভাবে ব্লগিং করে যেতে হবে। যেমনঃ ইউনিক কনটেন্ট তৈরি, বেশী বেশী সোস্যাল সাইটে শেয়ার করা, এসইও করা, ব্যাকলিংক সংগ্রহ করা ইত্যাদি। প্রয়োজনে আপনার সাইটে গেষ্ট রাইটার/আর্টিকেল সুবিধা যোগ করলে আরো কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন। -আল্লাহ হাফেয-

 

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসসালামু আলাইকুম।কেমন আছেন ভাইয়া?

ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার জন্য আপনি একটা আর্টিক্যালে 10k hits এর কথা বলেছিলেন।কিন্তু এখানে get start বাটনটা তো পাচ্ছি না।দয়া করে সাহার্য্য করলে উপকৃত হবো।আর আপনার ইউটিউব লিংটা দিবেন।

আমি অতি শ্রীগ্রয় আপনার উত্তর প্রত্যাসা করছি।ধন্যবাদ।