অসাধারন রুপে এবার তৈরি করুন আপনার মোজাইক ছবি!!

নিত্য নতুন ফিচার প্রয়োগ করা হচ্ছে ছবিতে। তারই ধারাবাহিকতায় একটা অসাধারন ফিচার হলো PhotoMosaic। অসংখ্য ছবির ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে একটা ছবিতে রুপান্তরই হলো মোজাইক ফটো।

বিভিন্ন লোগোর মাধ্যমে তৈরি করা লিনাক্সের এই মোজাইক ছবিটির দিকে ভাল মতো খেয়াল করলেই দেখতে পারবেন অনেক লোগোর মাধ্যমে এই ছবি বানানো হয়েছে।

এখন নিশ্চয়ই বুঝতে পেরছেন মোজাইক ছবি কি।

মোজাইক ছবি তৈরি করার সুন্দর একটা সফটওয়্যার হলো Easy Mosaic Pro। এটা দিয়ে খুব সহজেই মোজাইক ফটো তৈরি করতে পারবেন।

যেভাবে তৈরি করবেন মোজাইক ফটোঃ

প্রথমে আপনার মেইন ছবিটা লোড করে নিন।

এখন চিত্রের মতো টিক দিয়ে দিন। আর যদি আপনার নিজের সব ফটো দিয়ে বানাতে চান তাহলে Select my photos থেকে আপনার ছবি সিলেক্ট করে দিন।

এখন output > Create photo mosaic এ ক্লিক করুন।

তারপর কিছুক্ষন অপেক্ষা করুন। এরপরেই দেখতে পাবেন আপনার কাংখিত ছবি।

আরও বিস্তারিত এখানে

ডাউনলোডঃ

Easy Mosaic Pro 8.322। সাইজ মাত্র ৫ মেগাবাইট। সাথে দেয়া প্যাচ ফাইল ওপেন করতে এন্টিভাইরাসটি সাময়িক ডিজেবল করে রাখুন।

অনলাইনে তৈরি করুন মোজাইক ছবিঃ

অনলাইনে মোজাইক ছবি তৈরি যান এখানে
ছবির সাইজ কেমন হবে ঠিক করে দিন।

আপনার ছবি আপলোড করে দিন।
পরের ধাপে আপনি ইচ্ছা করলে সব ছবি আপলোড করতে পারেন বা তদের গ্যালারি সিলেক্ট করে দিতে পারেন।

Next দিয়ে কিছুক্ষন পরেই পাবেন আপনার মোজাইক ছবি!

আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জব্বর জিনিশ দিলা, নেক্সট টাইম কি দিবা? টাইলস ছবি? হিঃ হিঃ

photoshop এর মাধ্যমে আগে করছি But এত ভাল ছিল না আপনার টা মনে ভালোই হবে।Thanks

রেখেদিলাম কাজে আসতে পারে।ধন্যবাদ।

Level 0

সব কথার সারকথা অসাধারণ………….
ধন্যবাদ

Level 0

অসাধারণ

অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

donno bad apnaka 🙂

Level 0

ভাইয়া এইটা কি দিলেন?
কোং বন্দ হয়ে যাবে কিন্তু কী তো পুরাবে না ।
সুন্দর…………সুন্দর।

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই এই টিউনটার জন্য ইচ্ছে করছে আপনাকে বুকে জড়িয়ে মনভরে দোয়া করতে।আপনার প্রতিটা টিউন এত চমৎকার হয় যে,সেগুলো সব প্রশংসার ঊর্দ্ধে……………….

মাগার একখান সফট্ দিলেন। অনেক ধন্যবাদ।

thanks bodda