আজকের এই টিউন আপনাদের পাসওয়ার্ড মনে রাখার যন্ত্রণা থেকে মুক্তি দেবে। আপনার পাসওয়ার্ড হবে শক্তিশালী ও পাসওয়ার্ড অটো ফিল-আপ হয়ে যাবে। পাসওয়ার্ড থাকবে লোকাল ডাটাবেজে। ডাটাবেজ ফাইল সিঙ্ক করতে পারবেন FTP/WebDav সার্ভারের সাথে।
তো শুরু করি এই KeePass 2 সফটওয়ারের ব্যাপারে। KeePass 2 একটা পাসওয়ার্ড ম্যানেজের সফটওয়্যার। এটা দিয়ে আপনি শক্তিশালী পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। সাথে সংশ্লিষ্ট সাইটের নাম ইউজারনেম, নোট সংরক্ষণ করতে পারবেন। এগুলো একটা লক করা ডাটাবেজে সেভ করা থাকবে। KeePass 2 আপনি পোর্টেবল প্রোগ্রাম হিসাবে পেন-ড্রাইভে সেভ করে রাখতে পারবেন। সাথে ডাটাবেস ফাইলও পেন্ড্রাইভে রাখতে পারবেন। ডাটাবেজ ফাইল ক্লাউড স্টোরেজ সার্ভিসে রাখলে পৃথিবীর যে কোন খানে সচল ইন্টারনেট দিয়ে ডাটাবেজ ফাইলটা উদ্ধার করতে পারবেন। আর ফায়ারফক্সে KeeFox ইন্সটল করে ব্যবহার করলে দুটো একসাথে কাহ করবে।
১ঃ KeeFox ইন্সটল
KeeFox ইন্সটল করবেন এখানে।
KeeFox ইন্সটল করলে ব্রাউজার রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট হলে একটা নতুন ট্যাবে ইন্সটলেশন তথ্য থাকবে, নিচের মতঃ
তথ্যগুলো ফলো করুন। ওএস ভেদে তথ্যগুলো ভিন্ন হতে পারে।
২ঃ KeePass 2 ইন্সটল
উইন্ডোজের জন্যঃ
উবুন্টু/লিনাক্সের জন্যঃ
sudo apt-get install mono-complete
sudo add-apt-repository ppa:jtaylor/keepass
sudo apt-get update
sudo apt-get install keepass2
sudo mkdir /usr/lib/keepass2/plugins
sudo cp '/home/$USER/.mozilla/firefox/xvk9x5oe.default/extensions/[email protected]/deps/KeePassRPC.plgx' '/usr/lib/keepass2/plugins'
কোন প্রশ্ন থাকলে টিউমেন্টে জানাবেন। 🙂
আমার গুগল প্লাস
আমি নাহিন আকবার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি যা জানি শেয়ার করার চেষ্টা করবো।