প্রতিদিন ব্রাউজ করা শত ওয়েব সাইটের আইডি ও পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে পুরোপুরি নিজেকে মুক্তি দেবার সময় এসে গেছে। দরকার ছোট একটি ব্রাউজার এড-অন। কাজ করে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেমে, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, ক্রোম, সাফারি ইত্যাদি ব্রাউজারে এমনকি আইফোন, সিমবিয়ান স্মার্ট ফোন, উইন্ডোজ মোবাইল, ব্ল্যাকবেরি, এন্ড্রয়েড বিশিষ্ট ফোনে।
অর্থাৎ আমরা পাচ্ছি প্রায় সবকিছু থেকে এই এড-অন এর সুবিধা নেবার সুযোগ।
দেখা যাক এর কি কি সুবিধা আছে:
আমার এই ব্যক্তিগত তথ্যগুলো লাস্টপাস কর্তৃপক্ষ হ্যাক করবে না তো আবার?
উত্তর হচ্ছে : না। কেননা ওরা সব তথ্য ওদের সার্ভারে এনক্রিপ্টেড অবস্থায় রাখে। আর লাস্ট পাসের ওয়েবসাইটে গেলেই বুঝবেন ওরা এই লাইনে প্রতিষ্ঠা পাবার জন্যই এসেছে, প্রিমিয়াম ইউজারদের অতিরিক্ত সুবিধা দিয়ে আয় করছে। ফলে শখে করা কোন এড-অন এর মতন এটি হারিয়ে যাবে না বলে আমার ধারনা। আর উল্লেখযোগ্য সংখ্যক বিখ্যাত প্রতিষ্ঠান এর পজিটিভ রিভিউ দিয়েছে।
কি ভাবে ইন্সটল করতে হয় লাস্টপাস?
1. প্রথমে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন লাস্ট পাসের সেটাপ ফাইল।
2. পরে ডাবল ক্লিক করুন, নিচের পেইজ আসবে।
3. এখন নেক্সট ক্লিক করুন
4. দেখুন পিসিতে কি কি ব্রাউজার আছে লিস্ট দেখাচ্ছে। সাফারি থাকলে তাও দেখাবে। নেক্সট দিন।
5. যাদের আইডি নেই তারা প্রথমটা সিলেক্ট করুন আর যাদের আছে তারা Already Have account দিন।
6. আমার আইডি আছে, তাই লগিন করছি। নতুন আইডি বানাতে জাস্ট একটা ই-মেইল আইডি লাগে।
7. অনেক সময় আমরা ফায়ারফক্সের ডিফল্ট পাসোয়ার্ড রিমেম্বারিং অপশন ব্যবহার করি। ফলে কিছু পাসওয়ার্ড আগে থেকেই ব্রাউজারে থেকে যায়। সেগুলো include করতে Yes, let me choose which items I want imported into Lastpass দিন।
8. কোন কোন ব্রাউজারের তথ্যগুলো অন্তর্ভুক্ত করবেন তা নির্দিষ্ট করে দিন। যেহেতু আমি উইন্ডোজ / লিনাক্স ইন্সটল এর সাথে সাথেই লাস্ট পাস ইন্সটল করে নেই, তাই আমার এখানে লাস্টপাস ইন্সটল এর আগের কোন তথ্য নেই। নেক্সট দিন।
9. কোন নতুন ফর্ম ফিলাপ একাউন্ট অ্যাড করবেন কিনা জিগ্যেস করছে। যেহেতু আমার আগে থেকেই ছিল, তাই আমি No দিচ্ছি।
10. এখন নিম্নের পেইজটি আসবে। পছন্দমত অপশন নিয়ে ইন্সটল শেষ করুন।
লাস্টপাস ফ্রি এডিশন আপনাকে দিচ্ছে নিম্নোক্ত সুবিধাদি:
আর আপনি যদি প্রিমিয়াম মেম্বার হন, তবে পাচ্ছেন নিম্নোক্ত সুবিধাদি:
লিনাক্সে লাস্টপাসের এই ইন্সটলার কাজ করবে না, কেননা এটি উইন্ডোজ-এর এক্সিকিঊটেবল। তাই লিনাক্সে Lastpass চালাতে ফায়ারফক্স এর এড-অন সাইটে গিয়ে লাস্টপাস এড-অনটি ডাউনলোড করে ফায়ারফক্স রিস্টার্ট দিন। হয়ে গেল। একই ভাবে ক্রোমেও এক্সটেনশন সাইট থেকে লাস্টপাস ডাউনলোড করে অ্যাড করে নিন।অথবা লাস্টপাসের সাইটে দেখুন কোনটা আপনার জন্য রিকমেন্ড করে।
এই টিউনটি পিডিএফে পেতে চাইলে এখানে ক্লিক করুন।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
খুবই দরকারি টিউন কাজে লাগবে । ধন্যবাদ ।