যে কোন ওয়েব পেইজ সেইভ করুন একটা সিঙ্গেল ফাইল হিসেবে

ব্লগ পড়তে পড়তে কোনটা খুব পছন্দ হয়ে গেল, ইচ্ছে হল সেইভ করে রাখবেন হার্ডডিস্ক এ। যাতে করে ইন্টারনেটে না ঢুকেও ও পড়া যাবে। কিন্তু কিভাবে করা যাবে এটা?

প্রথমত, পুরো ওয়েব সাইটটাকে একটা ইমেজ ফাইল হিসেবে

সেইভ করে ফেলে করা যায়।

  • এতে সুবিধা হল যেকোন পিসিতে এমনকি মোবাইল থেকেও সেটা পড়ে নিতে পারেন।
  • কিন্তু অসুবিধা হল এতে করে আপনি পিসি থেকে আর সেই ফাইলের কোন লেখা কপি করতে পারবেন না। ধরা যাক আপনি উবুন্টুর কোন কমান্ড ওয়ালা কোন পোস্ট পড়ছিলেন আর সেটা ইমেজ হিসেবে সেইভ করলেন, এখন পরে আপনি উবুন্টুতে সেটি পড়ার সময় কমান্ডগুলা দেখে দেখে নিজে আবার টাইপ করতে হবে, কপি পেস্ট দিতে পারবেন না।

ইমেজ হিসেবে সেইভ করতে চাইলে ফায়ারফক্স এ Screen Grab Add-on এবং গুগল ক্রোম এ Webpage screenshot Extension টি ব্যবহার করুন। ডাউনলোড করতে নামের উপর ক্লিক করুন। তবে যারা চান এ দুটি এড-অন এর অফলাইন ইন্সটলার ফাইল পেতে, তারা এখানে ক্লিক করুন- Screen Grab Add-on এবং Webpage screenshot Extension। ভয় পাবেন না, সাইজ কিলোবাইটে।

অফলাইনে (ইন্টারনেট ছাড়া) কি করে ইন্সটল করতে হয় জানেন তো? সহজ ! ফায়ারফক্স/ক্রোম ওপেন করুন, এখন Screen Grab Add-on/ Webpage screenshot Extension টির ডাউনলোড করা অফলাইন ফাইলটিকে আপনার হার্ডডিস্ক থেকে ড্রাগ করে ফায়ারফক্স/ক্রোমে ছেড়ে দিন, দেখবেন ইন্সটল করবে কিনা জিগ্যেস করছে। ওকে দিন। কাজ শেষ ।

দ্বিতীয়ত, ওয়েব পেইজ পিডিএফ করে রাখা

কিন্তু এতে অনেক সমস্যা। একটা পেইজের সব ধরনের স্টাইল, ছবির বিন্যাস, কোয়ালিটি বা ওরিয়েন্টেশন নষ্ট হয়ে যেতে পারে ওয়েব-পেইজকে পিডিএফ এ নিলে।  এর মানে আমি যেরকম ব্লগটি পড়েছি সেই রকম করে সেইভ নাও হতে পারে। হয়ত হঠাৎ দেখা যাবে পেইজের একটা ছবি নাই, অথবা লেখা একটার উপর আরেকটা এসে সমাপতিত হয়েছে বা বাংলা লেখা আসছে না, সাদা একটা পেইজ হয়ে বসে আছে। কপি পেস্ট পদ্ধতি এখানেও খুব একটা খাটবে না।

নিচে কিছু সাইট দেয়া হল যারা আপনি লিঙ্ক কপি করে দিলে সেই পেইজটাকে পিডিএফ এ কনভার্ট করে দেবে।

তৃতীয়ত, ব্রাউজারের ফাইল মেনু থেকেই save as দিয়ে html পেইজ হিসেবে সেইভ করে রাখা

এবং আমার মতে এটাই সবচেয়ে ভাল পদ্ধতি। তবে এতে একটা অসুবিধা আছে। তা হল পেইজের কন্টেন্টগুলো আলাদা ফোল্ডারে সেইভ হবে। ফলে ফাইল দুইটা হয়ে যাবে। এতে যে ফোল্ডারে আপনি সবগুলো টিপসের পোস্ট একসাথে সেইভ করে রাখতে চাচ্ছিলেন সেখানে জট লেগে যাবে। আর খারাপ দেখাবে।

এর চেয়ে তাই সহজ ও গোছানো উপায় হল mhtml/mht আর্কাইভ হিসেবে সেইভ করে রাখা। এতে করে সম্পূর্ণ সাইটটি একটি ফাইলে সেইভ হবে, সেটি পুরোপুরি ব্রাউজ করা সাইটের কার্বন কপি হবে। ফলে আপনি দরকারবশত লেখা কপি পেস্টতো বটেই, ছবিগুলোও রাইট ক্লিক করে সেইভ করে নিতে পারবেন। আর সেই আর্কাইভ ফাইলটা পড়ার জন্য আপনার Internet Explorer বা Mozilla Firefox ব্রাউজার থাকলেই হবে। হার্ডডিস্ক থেকে ডাবল ক্লিকেই ওপেন হয়ে যাবে। ক্রোমে mhtml/mht সাপোর্ট নেই।

Internet Explorer এ save as option এ save as mhtml দেয়াই আছে, (অর্থাৎ বিল্ট ইন mhtml/mht সাপোর্ট) ফলে Internet Explorer যারা ব্যবহার করেন, কোন চিন্তা ছাড়াই mht/mhtml ফাইল পড়তে ও সেইভ করে রাখতে পারেন। তবে Internet Explorer এ সেইভ হতে একটু দেরি হয়। কিন্তু যারা Mozilla Firefox ব্যবহার করেন, তারা একটি এড-অন ইন্সটলের পরেই mhtml/mht ফরম্যাটে সেইভ করতে ও পড়তে পারবেন। তবে অন্য সবসময়ের মতই, ফায়ারফক্সে সেইভ হতে একদম সময় লাগে না।

ফায়ারফক্স এ mhtml/mht এনাবল করতে নিচের দুইটা এড অনের যেকোন একটা ইন্সটল করে নিলেই হবে:

অথবা এখান থেকে অফলাইন ইন্সটলের ফাইল দুইটা নামিয়ে ফেলুন। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হয়ে যাবে ইন্সটল।

তবে UnMHT অপেক্ষাকৃত সহজে সেইভ করতে দেয়(রাইট বাটন ক্লিক করলেই দেখবেন সেইভ এজ mht এসে বসে আছে)। কিন্তু UnMHT ফায়ারফক্স ৪ সাপোর্ট করেনা।

কিন্তু Mozilla Archive Format এড-অনটি কিছু কম্প্যাক্ট সাইট যেখানে গান/ভিডিও আছে সেগুলাও সেইভ করে রাখতে পারে MAF ফরম্যাটে। তবে সেটি Internet Explorer এ চলবে না।

এখানে আমি UnMHT দিয়ে কি করে সেইভ করতে হয় দেখাচ্ছি:

এখন যেখানে সেইভ হয়েছে সেখানে গিয়ে ফাইলে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। ইচ্ছে করলে ওপেন উইথ এ দিয়ে Internet Explorer দিয়েও খুলতে পারবেন।

ধন্যবাদ।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে বাহঃ এটাই তো খুজছিলাম।ধইন্নাপাতা নেন দিহান ভাই?

    যান এক আটি দিয়া দিলাম। 🙂

    আরে আকাশ ভাই আপনার ফিচার্ড আর্টিকেলটার ধারে কাছে কেউ যাইতে পারবে না। রেশ এখনো আছে।

    থ্যাঙ্ক ইউ

    Level 0

    (যান এক আটি দিয়া দিলাম) হা হা হা হা হা হা হা হা হা হা হা হা………………………….
    দিহান ভাই সত্যিই কাজের জিনিস। যদিও জনতাম কিন্তু টিউন করি নি, কারন টিউন করা আমার কম্ম নয়।

    থ্যাংকস +++++++++++++++++++

    এটা কমন জিনিস। কিন্তু টিউনের অভাবে অনেকে দেখলাম জিগ্যেস করে কিভাবে পিডিএফ করা যায়, কিকরে সেভ করা যায় এসব। তাই একটু দিয়েই দিলাম

Level 0

সত্যি অসাধারন … ধন্যবাদ দিহান ভাই

    আমি তো কিছুই করি নাই, যারা এগুলা বানাইছে তাদের যদি থ্যাঙ্কস দেন বেশি কাজ হবে

অসাধারন হয়েছে…….দিহান ভাই…………….প্লাস………++

ধন্যবাদ দিহান ভাই……………….

প্লাস ++++

ভাই কাজের জিনিস ।

ভালো থাকবেন ।

দারুন লিখেছেন। ধন্যবাদ।

ভালো লিখেছেন। ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।

হুঁ নির্বাচিত।
আচ্ছা Screen Grab Add-on কি aviary আড অন এর চেয়ে ভাল??
অফ লাইন ইনস্টলারের সুবিধা কি?
পি ডি এফ এ কনভার্ট করার জন্য একটি সফটের নাম বলুন প্লিজ
আবারও টিউন শুরু করার জন্য ধন্যবাদ
আপনার ইন্টারনেট স্পিডের টিউন এবং বর্তমান টিউনের ছবি দেখতে পাচ্ছি না

সব শেষে আপনার একটি অপ্রিয় উক্তি ” পাশে থাকুন”

    ১. আভিয়ারি আমি ব্যবহার করিনি। তবে স্ক্রিন গ্রাবে আমি সন্তুষ্ট।
    ২. অফলাইন ইন্সটলের চেয়ে অনলাইনেই ভাল। কিন্তু যারা বার বার উইন্ডোজ ইন্সটল করে(করা লাগে) তারা ফায়ারফক্স ইন্সটলের পরে বার বার নেট থেকে খুজে ঐ এড-অন টা ডাউনলোড করবে নাকি? বিরক্তিকর না? এর চেয়ে হার্ডডিস্ক থেকেই যদি করা যায় ভাল না? সেইটার কথাই বলেছি।
    ৩. কি থেকে পিডিএফ এ কনভার্ট করবেন?উইন্ডোজ এ পিডিএফ তৈরি ও এডিটের একটা খুবই ভাল সফটওয়্যার হল Nitro PDF ডাউনলোড করতে চান? জানান।
    ৪. এখনো কি ছবি দেখছেন না? টিউন খুলে কিছুক্ষন অপেক্ষা করুন। আমি তো দেখছি।

    ধন্যবাদ।

Level 0

ভাই এটাই খুজছিলাম এতদিন।কাজের জিনিস ।ধইন্নাপাতা জত কেজি খুসি নিআ নেন ।ধইন্নাপাতা আরো লাগলে বলবেন।

কাজের টিউন,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আতাউর ভাই, আপনার টিউন চাই। সময় নিয়ে সৌদি আরবে বাঙ্গালীদের অবদান(টেকনোলজি ফিল্ডে) নিয়ে লেখেন না একটা? আমাদের দেশের কত মানুষ সেখানে বড় কাজ থেকে শুরু করে অনেক আইটি দোকান চালায়, এ নিয়ে লেখেন না?

Level 0

দিহান ভাই, মজিলার অন্য আড-ওন গুলু কিভাবে অফলাইনে নামাব বলবেন কি।

    ডাউনলোড লিঙ্কটা কপি করে আপনার ব্যবহৃত ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে ম্যানুয়ালি নামান

Level 0

আপনাকে কি বলে যে ধইন্নাপাতা দিব ।

ধন্যবাদ

mht দিয়ে তো স্ক্রীন শটের মত অফ লাইনে পরা যাবে না??

ধন্যবাদ, সমস্যায় ছিলাম তাই প্রশ্ন করতে দেরি হল

আহা ধইন্নাপাতার ব্যাবসা নিশ্চয়ই শুরু কইরা দিছেন !!!! আমি বরং অন্য কিছু দেই? আপনাকে এক গুছ গোলাপের শুভেচ্ছা দিলাম ♥ ♥ 🙂 আর সাথে এই সহজ পদ্ধতি গুলো দেখিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ না দিয়ে পারলাম না 🙂

বাট আনলাইক ক্যাডা দিল জানতে খুব মন চায়……