আসসালামু আলাইকুম।
ধরা যাক আপনি সি এস এসে তৈরি কোন কিছুর রং চেঞ্জ করতে চান। তো এখন কি করে জানবেন পছন্দের রঙের কোড? আপনার জন্য আছে HTML Color Picker. আপনার ব্লগ স্পট সাইট এর সাথে এটি যুক্ত করে নিলে এর দ্বারা রঙের কোড জেনে নিতে পারবেন। Source Code টি সবার জন্য উন্মুক্ত। যে কেউ ব্যবহার করতে পারবে। কিন্তু অনুরোধ রইলো, ক্রেডিট বা কৃতিত্ব মুছবেন না। কোড টি ব্লগারাইজ করেছেন তাওসিফ তুরাবি
এটা দিয়ে যারা সি এস এস জানেন না তারাও উপকৃত হবেন। কি করে জানতে চান? ধরে নিন আপনি কোন গ্যাজেট লাগালেন যেটার মেইন কালার হলুদ। আপনি সবুজ করতে চান। খাটিঁ হলুদ রঙের কোড হলো #FFFF00, এটা কে সবুজের কোড #009933 দিয়ে বদলে দিলেই হবে। তো কোন রঙের কোড কি সেটা জানতেই এই অ্যাপ। ডেমো দেখুন এই লিংকে: http://www.grplusbd.cf/2015/05/html-color-picker.html
তো আশা করি এই অ্যাপের কাজ বুঝতে পারছেন। কোনও টিউনের এইচ টি এম এল মোডে গিয়ে পেস্ট করলেই হবে।
কিছু দিন এর জন্য টেকটিউনসস থেকে বিদায় নিচ্ছি। ইনশা আল্লাহ দেশের বাড়ি যাবো আগামী কাল। কয়েক দিন টেকটিউনসসে টিউন করা হবে না। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন ঠিক মত পৌছাই।
যদি টিউনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিজিট করবেন গ্রিন রেঞ্জারস +
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।