আয়কর হিসাব করুন নিজে নিজে!! আপনাকে, আয়কর হিসাব করে দিবে এই ওয়েব কেলকুলেটর! online tax calculator bangladesh taxcalbd

শিরোনাম দেখে বুঝতেই পারছেন এই টিউনটা আসলে কিসের উপর। ইনকাম টেক্স, নামটা শুনলেই কেমন জটিল জটিল লাগে, তার চেয়েও জটিল করে তুলে আপনার টেক্স এডভাইজরগন (সবাই না)।

আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার টেক্স নির্ণয় করবেন। পদ্ধতি সহজ, আপনাকে খুব বেশি কিছু জানতে হবে না, শুধু আপনার ব্যাপারে আপনার জানা থাকলেই যথেষ্ট যেমন ধরুন আপনার স্যালারি শীট এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট জানা থাকলেই হবে।

এনবিআর সাইটে যদিও একটা কেলকুলেটর আছে, অনেক ট্রাই করছি ফলাফল খারাফ, মোটামোটিও হিসাব করতে পারেনা, ব্যাকডেটেড! তাই বাধ্য হয়ে নিজেই নিচের ফর্ম স্টাইলে নিচের এই ওয়েব কেলকুলেটর বানাতে নেমে পড়লাম।

প্রথমে TAXCALBD সাইটে যান।

আমার এই কেলকুলেটর তৈরি করেছি সম্পূর্ন ফর্ম স্টাইলে এবং বাংলায় যাতে আপনাদের বুজতে অসুবিধা না হয়।

যদি সম্ভব হয় একটি নতুন ট্যাবে এই সাইটে প্রবেশ করুন, যাতে ইন্টারফেস সম্পর্কে আপনার আইডিয়া হয় তার পর টিউন এর বাকি অংশটুকু পড়েন যাতে আপনাদের বুজতে সুবিধা হয়। তা নাহলে আমার নিম্নের হিন্টস গুলো বুঝতে নিতান্তই কঠিন মনে হবে, যারা ব্যবসা একাডেমীক ব্যাকগ্রাউন্ড তাদের বুঝতে কোন অসুবিধা হবেনা আশা করছি।

আসলে এই ব্যাপারগুলো লিখতে গেলে অনেক কঠিন হয়ে যায় দেখতে এবং বুঝতে যতটানা সহজ!

তাই আগে সাইট দেখুন, বুঝতে না পারলে পরে না হয় নিচের অংশ ফলো করবেন।

আপনি নতুন করদাতা হলে নতুন করদাতার এবং পুরাতন করদাতা হলে পুরাতন করদাতার লিংকে ক্লিক করুন।

স্যালারি সংশ্লিষ্টঃ
আপনি যদি সরকারী কর্মকর্তা হউন, তাহলে অপশন থেকে
salary or house নির্বাচন করুন। একইভাবে অন্যান্য অপশন নির্বাচন করন।

স্যালারি হিসাব করতে আপনাকে তফসীল ১ অর্থাৎ বেতন ইনপুট অংশ থেকে শুরু করতে হবে, এই কেলকুলেটরের দ্বিতীয় অংশ হতে যেখানে আপনি মূল বেতন, বাড়ি বাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি এন্ট্রি দিবেন, তারপর আপনার ইনভেস্টমেন্ট থাকলে ইনভেস্টমেন্ট অংশে নাম অনুযায়ী ইনপুট দিবেন (যদি থাকে)। দেখবেন মোট আয়ের উপর আরোযোগ্য কর, রিবেট হয়ে প্রদেয় কর অটোমেটিক হিসাব হয়ে গেছে প্রথম অংশে অর্থাত আয় বিবরণী অংশে।

এডজাস্টমেন্ট পয়েন্টে যত টাকা শো করে তা হুবুহু তার
উপর খালি সেল এ এন্ট্রি করুন।

আপনার পারিবারিক ব্যায় সম্পদ বিবরনীর উপরের দেয়া অপশনে দিতে ভুলবেন না।

গৃহসম্পত্তি সংশ্লিষ্টঃ

গৃহসম্পত্তি হিসাব করার জন্য টেবিল সিস্টেম করে দিয়েছি, খুবসহজে আপনি গৃহ সম্পত্তি থেকে নীট প্রফিট বের করতে পারবেন, অথবা আপনি যদি ব্যক্তিগত ভাবে বাহির করেন তাহলে টেবিলের নিচে house নামে একটি সেল আছে সেখানে ইনপুট দিলেই হবে, ব্যক্তিগত ভাবে না হিসাব করলে এখানে ইনপুট দেয়ার দরকার না।

ব্যবসা সংশ্লিস্টঃ
এখানে বুঝানোর কিছুই নাই, শুধু নগদ হিসাব করতে পার্থক্য অংশে যত ইনপুট করবেন তা গতবারের চেয়ে বাড়বে বা কমবে (-,+)।

সীমাবদ্ধতাঃ কেলকুলেটর টা মোটামটি ত্রুটিমুক্ত করতে চেয়েছি বা এখনো করতে চেস্টা করতেছি, তার পরেও মেশিনে ভুলত্রুটি থাকা স্বাভাবিক, যা আমার চোখে ধরা পড়েনি, আপনাদের চোখে যদি ধরা পড়ে তাহলে অবশ্যই কমেনেন্ট করতে ভুলবেন না।

এখানে আপনি ব্যক্তি, ফার্ম, স্যালারি, গৃহসম্পত্তি, ব্যবসা ইত্যাদির আয়কর হিসাব করতে পারবেন কিন্তু কোম্পানির আয়কর হিসাব করতে পারবেন না (কিন্তু কোম্পানির কর্মকর্তা কর্মচারীর পারবেন)।

সর্বশেষে বলতে চাই, আমার এই টিউনে ভাষাগত, বানান,টেকনিক্যাল, ইত্যাদি ভুল ভ্রান্তি মাপ করবেন এবং গঠনমূলক টিউমেন্ট করবেন, শেয়ার করবেন।

(না বুঝলে বলবেন, পরে সময় করে স্ক্রিনসট দিয়ে দিব)

tag: taxcalbd, tax calculator, income tax calculator bangladedh, online income tax calculator bangladesh, income tax calculator bd, nbr etin, etin registration, board of revenue and tax of bangladesh, online income tax calc bd, আয়কর হিসাব করুন, অনলাইন আয়কর ক্যালকুলেটর, আয়কর হিসাব করা সহজ, টেকটিউনস techtunes post on income tax calculator, easy way to calculate your income tax

Level 2

আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tuesday আজকে ব্রান্ড উইথ লিমিট এক্সিড করছে, আমি একটি প্রিমিয়াম হোস্টিং করব খুব শীগ্রই