আনসার বাহিনীতে সাধারণ আনসার অঙ্গীভূতির বিষয়টি সম্পূর্ণ অনলাইনে করা হয় যা ডিজাটাল বাংলাদেশ বাস্তবায়নে আনসার বাহিনীর অন্যতম এক সফল কার্যক্রম।
ইদানিং স্মার্ট কার্ডধারী চাকুরী বিহীন REST এ থাকা আনসারদের সাথে প্রতারণা করছে একটি প্রতারক চক্র।
তারা কেন্দ্রিয় প্যানেলভুক্ত আনসার সদস্যদেরকে ফোন করে সরাসরি অফার SMS দেয়ার কথা বলে অর্থ দাবি করছেন এতে প্রতারিত হচ্ছেন সারা দেশের REST এ থাকা নিরীহ আনসার সদস্যগণ।
কেউ কেউ দ্রুত বা কাংখিত জেলায় চাকুরী পাওয়ার আশায় তাদেরকে বিভিন্ন মাধ্যমে অর্থ দিচ্ছেন কিন্ত পরবর্তীতে সংশ্লিষ্ট জেলায় তারা যোগদান করতে পারছেন না।
যেভাবে মুক্তি পাবেন এসব প্রতারণা থেকে।
১) অফারের লোভে পরবেন না মনে রাখবেন অনলাইন অটোমেটিক পদ্ধতিতে আপনাকে সরাসরি কেন্দ্রিয় প্যানেল থেকে অফার SMS দেয়া হবে এতে কারো সাথে কোন যোগাযোগের প্রয়োজন নেই।
২) অফার পাওয়ার পর সঠিক নিয়মে yes করার পর যদি লেখা আসে You are not Authorized তাহলে বুঝবেন এটি ভূয়া অফার।
৩) অন্যকোন মোবাইল নম্বর থেকে S স্পেস আপনার কার্ড নম্বর লিখে 6969 নম্বরে SMS করুন যদি লেখা আসে You are offered in district from Date তাহলে বুঝবেন আপনি অফার প্রাপ্ত হয়েছেন।
৪) অন্যকোন মোবাইল নম্বর থেকে S স্পেস আপনার কার্ড নম্বর লিখে 6969 নম্বরে SMS করুন যদি লেখা আসে You are Panneled in district from Date তাহলে বুঝবেন আপনি অফার পাননি তবে কেন্দ্রিয় প্যানেলে আপনার নাম আছে যে কোন সময় অফার পেতে পারেন।
৫) কোন কারনে আপনার অফার বাতিল করা হলে এসএমএস এর মাধ্যমেই আপনাকে জানানো হবে।
৬) কেন্দ্রিয় প্যানেল হতে অফার SMS মাঝে মধ্যে যে কোন একটি মোবাইল নম্বর ব্যবহার হয়েও আসতে পারেত এতে আপনি উপরের পদ্ধতি অবলম্বন করে চেক করতে পারেন, তবে সব সময়েই DgAnsarVDP ইউজারটি ব্যবহার অফার SMS দেয়া হয়।
অনলাইন ব্যতিত অফার বা চাকুরীর বিষয়ে কারো সাথে কোন আর্থিক যোগাযোগ করে প্রতারিত হবেন না।
প্রশ্ন জাগতে পারে যে প্রতারক চক্র DgAnsarVDP ইউজারটি ব্যবহার করে অফার SMS দেয় কি করে?
তার একটা সোজা-সাপ্টা উত্তর মনে রাখবেন প্রযুক্তির এই যুগে এটি অসম্ভবের কিছুই নয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজিটাল কার্যক্রমে সহায়তা করুন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করুন।
সাধারণ আনসার অনলাইন বিষয়ে জানতে নিচের লেখাটি পড়ুন
আনসার ও ভিডিপি ওয়েব সাইট সহজে ভিডিজট করতে Android Software টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
লেখাটির প্রথম প্রকাশ এখানে
আমি রেজাউল বি এন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সচেতনতামুলক পোস্ট