গ্রাভাটারের মাধ্যমে টেকটিউনস সহ অন্যান্য সাইটে অটোমেটিক এভাটার ইমেইজ সেট করে নিন

টিউন বিভাগ টেকটিউনস রিসোর্স
প্রকাশিত
জোসস করেছেন

টেকটিউন্স এ নতুন একটা সমস্যা দেখতে পাচ্ছি। সবার ছবি গায়েব হয়ে গেছে। তার পরও দেখছেন কি কিছু কিছু টিউনারের ছবি আসছে? সেটা কিকরে হচ্ছে জানেন? গ্রাভাটারের মাধ্যমে।

কি এই গ্রাভাটার ?

গ্রাভাটার মানে হল গ্লোবাল্যি রিকোগনাইজড এভাটার। মানে হল সার্বজনীন এভাটার।

এভাটার কি?

এভাটার মানে হল আপনার ভার্চুয়াল রিপ্রেজেন্টেটর। মানে আপনি যখন ইন্টারনেট এর জগতে কিছু লিখছেন, তখন লেখার পাশে আপনার যে ইমেজ/ফটোটি দেখা যায় তা হল এভাটার।

গ্রাভাটার কি কাজ করে?

ধরুন আপনি অনেক অনেক সাইটে ব্লগিং/কমেন্টিং করেন। এখন প্রতিটা সাইটেই কি আপনি প্রোফাইল বানিয়ে নিজের ছবি আপলোড করে নেবেন? এটা কি সহজসাধ্য কাজ? এর চেয়ে ভাল হতনা যদি এক ইমেইল আইডি দিয়ে করা একাউন্ট সমূহ থেকে কমেন্ট/পোস্ট করলে সবখানে একটা ছবি দেখাবে? ঠিক এই কাজটাই গ্রাভাটার করে। এর মানে বুঝছেন? শুধু টেকটিউনসই না, সব সাইটেই এটা কাজ করবে। আরো জানতে এখানে দেখুন।

গ্রাভাটার যে কাজ করে এটা সিওর হয়ে নিতে আমার আইডির ছবিটা দেখুন , এই নীল রঙের কার্টুনটা আমি ব্যবহার করছি গ্রাভাটার হিসেবে।

কিভাবে গ্রাভাটার সেট করবেন?

  • প্রথমে এই সাইটে যান। এটা গ্রাভাটারের হোম পেইজ।
  • এখন লগিন/সাইন আপ এ ক্লিক করে সাইন আপ সিলেক্ট করুন।

  • পরের এই পেইজে আপনি আপনার ইমেইল আইডি টা দিন। আমি এখানে YOPmail নামের একটি অস্থায়ী মেইল আইডি প্রোভাইডিং সাইট-এর আইডি ব্যবহার করেছি ব্যবহার করেছি (এইটা নিয়েই আরেকটা টিউন করা যেত)।

  • ওরা আপনার ঠিকানায় একটা মেইল পাঠিয়ে দেবে কিভাবে সেট করবেন সেই লিঙ্ক সহ।

  • লিঙ্ক এ ক্লিক করুন

  • এই পেইজ আসবে। এখানে আপনি যে নামে লগিন করবেন(ইউজার নেইম) আর পাসওয়ার্ড দিন।

  • এই পেইজ আসবে। এখানে দেখানো ছবির মত করে ADD ONE BY CLICKING HERE এ ক্লিক করুন।

  • কোত্থেকে আপলোড করবেন দেখিয়ে দিন। আমি পিসি থেকে করছি(হার্ড ডিস্ক)।

  • মোনালিসার ছবিটা ব্যবহার করলাম(জাস্ট ফর শো)। এর পর ক্রপ করে কোণ জায়গাটা ছবির জন্য সিলেক্ট হবে তা দেখিয়ে দিলাম।

  • এবার হল রেটিং। মানে আপনি যদি বহুরুপী হন তাহলে আপনার জন্যেও আছে সলিউশন। ধরুন, অনেক সাইট আছে যেখানে আপনি ভিজিট করেন(ধরা যাক সেটা প্রাপ্তবয়ষ্কদের কোন সাইট), কমেন্টও করেন কিন্তু চান না যে সেই সাইটেও আপনার এই ছবিটা চলে আসুক। বরং চান সেখানে আরেকটা ছবি দেখাক, তখন আপনি X Rated এ ক্লিক করুন। ভায়োলেন্স যুক্ত সাইটের জন্যে R rated। আর সকল সাইটের জন্য G rated সিলেক্ট করুন।

আমি G Rated সিলেক্ট করেছি।

দেখবেন এই পেইজটি এসেছে।

ছবি এড করা শেষ। এখন ঐ ইমেইল ব্যবহার করে টেকটিউন্স এ কমেন্ট/পোস্ট করে দেখুন!

এই লেখাটাকে পিডিএফ হিসাবে পেতে এখানে ক্লিক করুন

-নাহিদ (হিমায়িত দিহান)

টেকটিউনস, ২৩শে অক্টোবর, ২০১০

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ নাহিদ ভাই , ভাল হয়েছে । টি টি তে ইমেল আই ডি দিয়ে কমেন্ড করার সিস্টেম নাই মনে হয়,থাকলে জানাবেন ।

এই লেখাটা আগে কোথাও প্রকাশিত হয়নি। হবেও না।

ভাই এ লেখা আগে প্রকাশিত হয়নি বুঝলাম কিন্তু আর প্রকাশিত হবে না বলতে কি বুঝিয়েছেন।

আমি গ্রাভাটার নিয়ে টিউন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ভাগ্য ভাল আপনারটা দেখে ছিলাম, না হলে হয়তো একই বিষয়ে ডাবল হত। আমি যা লিখতাম তার চেয়ে বেশী তথ্য এখানে আছে। তাই মনে হচ্ছে আমার টিউনটি না প্রকাশ হয়ে ভালই হয়েছে।

ভাই নামটা “মাইক্রোকাতার” না “মাইক্রোহ্যাকার”

আপনার “বিশেষ দ্রষ্টব্য” কথা গুলোর সাথে আমি সম্পূর্ন একমত প্রকাশ করছি।
ধন্যবাদ

    ভাইয়া মাইক্রোকাতার নাম দিয়ে সার্চ দিয়ে দেখেন, এ নামে টিউনার কত কিছু লিখেছেন ওয়ার্ডপ্রেস সাইট তৈরি নিয়ে। মাইক্রোহ্যাকার আলমাসের কথা বলছেন বোধ হয়।

    প্রকাশিত হবে না মানে আমার নিজের সাইটেও আমি এটা দেব না, অন্য সাইট তো দূরে থাক ।

    ভাই নামটা “মাইক্রোকাতার” না “মাইক্রোহ্যাকার”

    মাইক্রোকাতার নামেও একজন আছেন।++

    দিহান, আপনি আবার বললেন “প্রকাশিত হবে না মানে আমার নিজের সাইটেও আমি এটা দেব না, অন্য সাইট তো দূরে থাক ।”

    আপনার আগের কথায় ভাবলাম, কেউ এই বিষয় নিয়ে কোথায় পোষ্ট করলে আপনি তার বিরুদ্ধে মামলা করবেন 🙂 যাই হোক, সব্বাই তো আর জব্বার না

    উপস্থাপনের জন্য ++++++++++++++++

    না একদম না। কপি করার জন্যে উন্মুক্ত। বেশি মানুষ জানলে আমার তো কোন ক্ষতি নাই

nice tune

অনেক দিন পর টিউন করলেন,
আপনার টিউন মানেই অনেক সাবলিল এবং বিস্তারিত রচনা যা কারো বুঝতে কোন কষ্ট হওয়ার কথা না।
তাছাড়া আপনার টিউন সুন্দর এবং মান সম্মত হয় যেমন আজকেরটাও হয়েছে।
অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য।
বি:দ্র: এই অংশটুকুতে কিছু উপদেশমূলক কথা বলা হবে যারা নিজেদের বেশি পন্ডিত ভাবে তারা যেন না পড়ে।
যারা নতুন টিউনার তাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে দয়া করে আপনারা টেকটিউন্স নীতিমালা গুলু ভাল করে দেখে নিবেন আর ,
কম পক্ষে নির্বাচিত টিউন গুলু দেখে নিবেন এবং
আমাদের ভাল ভাল টিউন উপহার দিবেন।

    আতাউর ভাই অনেক অনেক ধন্যবাদ

    আতাউর রহমান ভাইয়ের একটাও টিউন চোখে পড়লনা এখনো। আশায় আছি।।।

    অনেক দিন পর গুরু ভাইকে দেখলাম ভাল আছেন নিশ্চয়!
    সবাইতো টিউন করছে দুই একজন বাকী থাকনা কি বলেন!

আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি। কিন্তু টেটিতে আমার ইমেইল আইডিটা চেঞ্জ করতে পারছি না।

    চেঞ্জ করা যায় না। নতুন করে বানান দরকার হলে

    তাইলে তো আমাকে টেটিতে আবার রেজিঃ করতে হবে। নতুন নামে।

    নাম নতুন না নিয়ে এই সামান্য সংখ্যা কিছু যোগ করে এই নামটাই রাখুন। আমরা চিনব সহজেই

    ভাই গ্রাভাটারে একই একাউন্টে একাধিক ইমেইল অ্যাড্রেস যোগ করা যায়। আপনি টেকটিউনে যে ইমেইল অ্যাড্রেস দিয়েছেন তা গ্রাভাটারে যোগ করলেই হবে।

ami vabchilam ei niye post dibo….dorkar chilo amon post ar….thanks….well done bro

    ধন্যবাদ কমেন্টের জন্য। আমার লেখাটার একদম শেষের লাইন দ্রষ্টব্য। আপনার টিউন অনেক কাজে লাগে। ধন্যবাদ

    দিহান ভাই এই পোস্ট টা উপরে তুলে দিন ফাস্ট পেজে আনুন, অনেকের দরকার হয় এখনো

    আমি কি করে আনব? এটা তো মডুদের কাজ

আমার আনেক আগে থেকেই রেজিসট্রার করা।Bat some how not sowing my gravato in techtiuens . একই মেল address.

    পন্ডিত ভাই এক কাজ করেন আগের ছবিটা সরিয়ে আবার দেন। রেটিং এ G rated দিবেন

অনেক ধন্যবাদ ভাই আপনাকে। যথাসময়ের সঠিক টিউন।
আশা করছি আপনার সাথে সবাই একমত হবে।

এককথায় ফাটিয়ে দিয়েছ দিহান ভাই!!

    কি করেছি? ছবি পাল্টায়া কমেন্ট দেন। নাহলে তো মানুষে বলবে আমার বলা এই টিউন কাজ করেনা

    হুম ঠিক কতা তো। আরিফ ভাই জলদি ছকি পাল্টান… দিহান ভাইয়ের টিউনটি সার্থক করুন। 🙂

    ওক্কে, এখনি ট্রায় করছি।

    কষ্ট করলেন। থ্যাঙ্কস

হুম, আপনার দেয়া নির্দেশ অনুযায়ী করলাম, দেখি হয় কী না। 🙂

    হুম অনেক ধন্যযোগ … শেষ মেষ হয়ে গেল বেশ । হাহাহাহাহাহা মজা পাইলাম ভাই। 🙂

    কাজ না হলে খারাপ লাগত। 🙂

বুঝতে পারছি না এত কাজের একটা টিউন অথচ হিটও কম মন্তব্যও কম!
কর্তৃপক্ষের কাছে এ টিউনটি স্টিকি করার আবেদন করছি।

    সহমত হাসান ভাইয়ের সাথে।

    আমিও আছি আপনাদের দলে 😀 কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ………।

    এই জিনিস বলবেন না ভাই। স্টিকি করার মানে তো বুঝতেই পারছেন। মানে হবে যে টেকটিউনস এ ছবি দেয়া যায় না এর স্বীকৃতি দেয়া। এই সমস্যা থাকুক এটা তো কেউ চায় না। আমিও চাই না।

নাহিদ ভাই এর টিউন মানে ই অন্য রকম এবং দারুন কিছু.. এই টিউন টাও ব্যতিক্রম নয়…আর আমার মত সাধারন ইউজার ও পারছে তাইলে বুঝেন কত সহজ ভাবে নাহিদ ভাই এইটা লিখছেন ! ! ধন্যবাদ ,একেবারে হৃদয় এর গভীর থেকে ♥ ♥ 😀

নাহিদ ভাইকে আরেকবার ধন্যবাদ দেয়া লাগে এত ভাল একটা টিউনের জন্য।
আমার কাজ হইছে বুঝতেই পারছেন।
আর এই টিউনটি ষ্টিকি কেন!
আমার দাবি নির্বাচিত করা হোক,কারন এত ভাল একটা টিউনকে নির্বাচিত করা না হইলে টিউনের প্রতি অবিচারই করা হবে।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
দৃষ্টি আকর্ষন করছি নাহিদ ভাইয়েরও,যদি অনুমতি পাই আপনার টিউন আমার নিজস্ব ব্লগে প্রকাশ করব এবং আপনার নামেই প্রকাশিত হবে।

    সহমত।

    স্টিকির দরকার নেই, এই জিনিস স্টিকি করলে টেকটিউনসেরই বদনাম। আর আতাউর ভাই এইটা ব্লগে দেয়ায় কোন আপত্তি নাই।

    আপনার কথাটার সাথে আমি মোটেও একমত হইতে পারলামনা নাহিদ ভাই,
    এটা শুধু টেকটিউন্সের জন্যই কাজে লাগবেনা সকল জায়গায়ই এইটা কাজ করবে,
    তাই এইখানে টেকটিউন্সের বদনাম হওয়ার কোন কারন খুজে পাচ্ছিনা বরং উনাদের খুশী হওয়া উচিত কারন’ছবি নাই’বিষয়টা নিয়ে আর বেশী একটা কথা হবেনা,আমারইতো মনটা খারাপ হইয়া গেছিল নিজের ছবিটা না দেখে কিন্তু আপনার টিউনটা আবার মনটা ভাল করে দিল,আশা করছি টিউনটি নির্বাচিত হইলে আমার মতন অনেকেরই মন ভাল হয়ে যাবে।
    তাছাড়া অনেকে এখনো জানতে চাইছে কিভাবে উনাদের ছবিটা আবার ফিরে পেতে পারে,
    যদি এইটা নির্বাচিত থাকে তা হইলে এই ধরনের প্রশ্ন আর কেউ করবেনা এবং সবাই উপকৃত হইতে পারবে,ঠিক কিনা?
    তাই এই টিউনটা নির্বাচিত হওয়াই বেশী যুক্তিযুক্ত বলে আমি মনে করি।

    ও সেটা ভেবে দেখিনি। ভাল থাকবেন

গ্রাভাটার সম্পর্কে বিস্তারিত অনেকটাই জানতে পারলাম। আসলে আমি অ্যাভাটার ও গ্রাভাটারের বিষয়ে কনফিউজড ছিলাম। যাহোক, আমি এই মাত্র আমার ছবি এড দিলাম। কিন্তু মন্তব্য দেখতে পাচ্ছি না। রেটিং G -ই। ধন্যবাদ।

    এই কমেন্টের পর থেকে আসছে দেখছি। নাহিদ ভাইকে বলতেই সমাধান হয়ে গেল। নাহিদভাই সমাধান দিলে না জানি কি হত। 😀

    না ভাই। আমি কিছুই করি নি। 😀

ভাই একাধিক মেইল কি ব্যবহার করা যাবে নাকি তার জন্য আবার রেজিস্ট্রেশন করতে হবে??
টিউন টি আভাতার সিনেমার মত হিট…………………………… হইছে

ভাই অনেক ধন্যবাদ

Level 0

টেকটিউনস ভাইয়েরা আসসালামুআলাইকুম। ভাই মেডিকেল এডমিশন টেষ্ট রেজাল্ট সম্পকে ধারনা দিলে ভাল হত আর কবে কখন রেজাল্ট পাব তাও বুঝতেছিনা তাই বিস্তারিত তথ্য কারো যদি জানা থাকে তাহলে বললে অনেক উপকার হত। ধন্যবাদ সকলকে। ০১৯১২০৩৩৫৩।

    ভাই রেজাল্টতো গত কালকেই হয়ে গেছে, এটা নিশ্চয় আপনি জানেন। আর রেজাল্ট দেখার জন্য http://www.dghs.gov.bd তে যেতে হবে তা’ও সম্ভবত জানেন? আর সেখানে ঢোকাটা যে খুবই সমস্যার সেটাও ইতিমধ্যে জেনে গেছেন। তাহলে আপনাকে আর কি জানাব বলেন। তাহলে ডাইরেক্ট লিঙ্ক টা দিয়ে দিচ্ছি। এখানে গিয়ে সরাসরি দেখুনঃ http://mohfw.gov.bd/mc/mbbs_res/ যদি কাজে লাগে তাহলে ভাল লাগবে। এখানে রেজাল্ট নাম্বার সহ দেখতে পারবেন আশা করি কোনই সমস্যা হবে না।

    এইটা কি এখানে জিগ্যেস করার জায়গা? হেল্প বিভাগ কি করতে আছে ?

“এখন ঐ ইমেইল ব্যবহার করে টেকটিউন্স এ কমেন্ট/পোস্ট করে দেখুন” ভাই এই কথার অর্থ বুঝলাম না…..

    না ভাই আপনাকে আর কষ্ট করতে হবেনা বুঝতে পারছি, চমৎকার টিউনটির জন ধন্যবাদ……

    না ভাই আপনাকে আর কষ্ট করতে হবেনা, বুঝতে পেরেছি, চমৎকার টিউনটির জন ধন্যবাদ……

    লেখাটা প্যাচালো হয়ে গিয়েছিল। আসলে বোঝাতে চাইছিলাম ঐ ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করা আইডি দিয়ে কমেন্ট/পোস্ট করে দেখুন।

দারুন হয়েছে। ধন্যবাদ। লেখাটাকে পিডিএফ করে দেওয়ার জন্য এক্সট্রা থ্যাংঙ্কস।

    পিডিএফ করার ব্যাপারটা মাথায় এসেছে নতুন। এক ভাই আগে এমন একটা প্রস্তাব দিয়েছিলেন টিটি আদমিন কে। তারা তো আর করবে না তাই আমিই নিজেরটা করে করে দিচ্ছি।

কাজ হল না

    কেন? সবার হচ্ছে তো ! আপনি মেইল ঠিক মতন দিয়েছেন তো? ব্যাপার কি? ছবি কয়টা দিয়েছিলেন?

ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টিউন করার জন্য।এটা আমার খুব কাজে লাগবে।অনেক দিন ধরেই আমি টিটি তে ছবি আপলোড করার চেষ্টা করছিলাম।আপনাকে আবারও ধন্যবাদ

    আসলে এটা টিটিতে আপলোডের আসল নিয়ম না, সমস্যার কারনে ঐ নিয়মে হচ্ছেনা তাই বিকল্প ব্যবস্থা !

Level 0

testing

হা ভাই এই মাত্র করলাম। ভাল লাগছে।

শেষ পযন্ত হল ধন্যবাদ

Level 0

কথা মত করে দেখি।

এটাই তো খুজছিলাম এতো দিন।

Level 0

আপনি একটা জিনিয়াস…….

try করার জন্য comment korlam………:-)

Dhonnobad Himaeto bhai beautiful ekti tunes. amar a shobita apnar onushar-e &
ami pereshi. A lot of thank for Hasan bhai apni amake linkta diye onek upokar
korlen, thanx again.

অশেষ ধন্যবাদ

Waaooo

সুন্দর হয়েছে ।

এখানেই টেস্ট টা করে দেখি না?

ধন্যবাদ । জটিল হইসে……………………………

অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য।

কাজ হয় কিনা দেখি।

হয়েছে। 😀 হয়েছে। :Dহয়েছে। 😀
অসংখ্য ধন্যবাদ

Level 0

দিহান আপনাকে অশেষ ধন্যবাদ।

Level 0

হিমায়িত দিহান, আপনাকে প্রচন্ড এই শীতে আমার ভালবাসার উষ্ণতায় ভরিয়ে দিলাম। চমৎকার এবং অতি প্রয়োজনীয় অসম্ভব সুন্দর টিউনটি করার জন্য। আবার ও ধন্যবাদ। আপনাদের কারো সংগ্রহে অথবা জানা থাকলে Maximus M57E মোবাইলের পিসিস্যুইট থাকলে টিউন করবেন।

গ্রাভাতার তো করলাম।। কিন্তু কাজ তো হয় না।

অশেষ ধন্যবাদ

ka hobe?

Holo na to?

অনেক ধন্যবাদ আপনাকে

Level 0

ভাই, gravatar ছাড়া techtunes এ কি ছবি upload করার কোনো system নাই…..থাকলে জানাবেন…plz

জটিল হয়েছে!!!!!!!!!!!!!!!!!!! বিশ্বাস হলোনা আমার ছবি দেখেন। অনেক দিন পর ছবি আপলোড করতে পেরে ভালো লাগছে !!!!!!!!!

ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টিউন করার জন্য।।।।।।।
Good luck too you………………

ধন্যবাদ

Level 0

ভালো টিউন ……..

ভাই চরম জিনিস ।।

Level 0

হুররে………

thnxxxxxxx

Level 3

thanx a lot 🙂

ধন্যবাদ ভাই…।অনেক বর উপকার হইল আমার…।অনেক thank you….. 🙂

বুঝলাম না আমার সবকিছুই ঠিক আছে তারপরও হচ্ছে না।

হচ্ছে কিনা দেখি

Level 0

এটাই তো খুজছিলাম এতো দিন। অনেক অনেক ধন্যবাদ হিমায়িত ভাই ।

পেরেছি ছবি দিতে।

ধন্যবাদ

Level 0

। কাজ করেছে ।অনেক ধন্যবাদ আপনাকে !!!!

মাত্র গ্রাভাটার লাগাইলাম 😀

tnx vi

Level 0

দেখিতো আমার ছবিটা আসে নাকি?

Level 0

এইবার নিশচই হবে।

    this is for sure.

      Level 0

      দাদা আমি কারতা পারছে না
      শব হয়েছে
      কিন্তু আমার ফটো চাঙ্গ হই নি

Level New

এবার আমি ট্রাই করি….

Level New

কাজ হয়েছে….. দারুন পোস্ট….

Level 0

So many thanks bro..

    ধন্যবাদ । কেউ যদি বুঝতে না পারে কিভাবে সেট করবে, এই লেখার লিঙ্ক দিয়ে দিবেন

দেখলাম কাজ হয় নাকি…

অনেক ধন্যবাদ।

হুম…. অনেক ধন্যবাদ

Thanks.

এইমাত্র করলাম ..
কাজ করছে নাকি দেখি ..

    প্রথমে কাজ করে নি ..
    তারপর কিভাবে যেন কাজ করা শুরু করেছে .. 🙂

    ধন্যবাদ .. 🙂

আমারও প্রথম কাজ করে নাই।

টেস্টিং কমেন্ট 🙂

Level 0

to cheak profile pic

Level 0

thanks bhaia

Level 0

ধন্যবাদ ভাইয়া।

Level 0

thanx vaia…

Level 2

Thanks
Deki ki hoy

Level 2

Cesta kore deki

Level 0

Thanks brother. Be happy……..

কাজটি শেষ করিয়া এখানেই ১ম মন্তব্য করিলাম।

পিকচার তো ছোটো আস্লো??? 🙁

Level 0

আমারটা কেনো হ্ল না?

Level 0

চরি। হইছে। আপনাকে বেপক ধন্যবাদ

আমারটা হয়েছে! 😀

Level 0

chobi to asse na.

জি ভাই পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দিলাম কমেন্ত।।দেখি কি হই

hooinai re vai.. 🙁

koi vai hoina keno?

এত পরে হইল…ধন্নবাদ

চেক করছি …

জটিল

টেস্ট

কাজ হয়েছে। থাঙ্কস 🙂 🙂

Amar Dekhi hoy Na!!!!!!!!!!!!!!!!

Level 0

korlam….comments…dekhi ki hoy….ommah…..hoise to….ha ha ha

Level 0

অনেক দিন পর লিখছি, অামি একটি সাহায্য চা্ছি, একসাথে ১০০০ মেল পাঠানোর কোন সফটওয়্যার সিরিয়াল নং সহ ১০০% কাজ হয় এরকম। আমার মেবা নং ০১৭৩৩৯১৯৭৯১, উত্তর দিলে খুব উপকার হবে। আমি সিরিয়াল নং সহ SendBlaster 2 Pro নামিয়েছি কিন্তু কজ করে না।

Level 2

খুবই সুন্দর

অনেক ধন্যবাদ

Level 0

By your post is always special I think. I like it very much.

Level 2

ghhhhhhhhhhh

viiii hotasa na toooo

hoisa hoisa 🙂

Level 0

Thanks

thanks

koi

Level 3

অনেকদিন পরে হলেও জানলাম, নিশাচর নাইম ভাইয়ের কাচ থেকে………।

Level 0

ধন্যবাদ

thanx

Level 0

ভাই এইবার profile এ pic দিমুই দিমু। ধইন্নবাদ

Level 0

ami to pic dilam koi amar ta to elo na? ami rating R korechi

ধন্যবাদ।

good………….

Level 0

nice..

good job done. really u r great 🙂

Level 0

thax ভাই আপনার সাহায্যে কাজ টা করলাম। আবার চিন্তা ও হচ্ছে কখন কন জামেলায় পড়ি। যেহেতু এই email id দিয়ে অন্য কোন blog এ post বা comment করলে ছবিটা দেখাবে!!!! যাক, এখন আমার ১টা প্রশ্নও? সেটা হচ্ছে সবাই কে কি এই ভাবে techtunes এ প্রোফাইল pic দিতে হয়??? না অন্য কোন উপায় আছে?????

Level 0

খুব ভাল কিন্তু আমার টা হল না কেন।

Level 0

ok

thanks

Level 0

Thanks

করলাম তো হচ্ছে না যে, আপনার পোষ্টের শেষে গিয়ে আটকে গেছি আমি। Manage Gravatars-এ আর কিছু করতে পারতেছি না। বললেন কমেন্ট/পোষ্ট করতে তাই কমেন্টটা করলাম…ধন্যবাদ।

সরি বস ভুল হইয়া গেছে, গোস্ত আগে মাফ কারে, বালা থাহেন বাইজান…

Level 0

test

Level 0

hoy ni

Level 2

অনেক ধন্যবাদ দিলেও শেষ হবে না। আর যেহেতু শেষ হবে না সেহেতু কম দেওয়াই ভাল !

thnx.

thanks

a,arta hosse na 🙁

পরীক্ষা চলছে……………

হয়নি ভাই………

not working

Level 0

hoinai

    @sawon007: আপনি দিতে পারেননি। আবার চেষ্টা করেন।

THANK U

Level 0

thanks

Level 0

kjhg

Level 0

thanks

অবশেষে পারলাম তাহলে।

Level 0

সহমত।

Level 0

অবশেষে পারলাম তাহলে।

Level 0

thanks

Level New

কঠিন বিষয়টিকে সহজ করে বুঝানোর জন্য ধন্যবাদ।

ভাই আমি ত করলাম কিন্তু কাজ হসসে না ত। কি করব এখন ?

hmm

Level 0

দিহান ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এইরকম টিউন করার জন্য। আমি একবারেই পেরেছি আপনার কাছে আরো সুন্দর সুন্দর টিউন আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ভাই এনিমেশন ছবি কি দেওয়া সম্ভব যদি সম্ভব হয় তাহলে দয়া করে একটু জানাবেন…….

দারুন টিউন করার জন্য ধন্যবাদ

সুন্দর পোস্ট।

Level 0

add করে ফেল্লাম আমার ছবি.

Level 0

দিহান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ……….

hoicha

hoi nai to

thanks

Level 0

অনেক উপকার হলো

ভাই সব রকম চেষ্টা করছি হই নাই

আমার হয়নি!!!

Level New

hoi na

tnxxxxxxxxxxx

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

Level 0

valo

অনেক ভাল

Level 0

ভাই সব রকম চেষ্টা করছি হই নাই, অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

আমার ছবি হতে ছে না কেন ?

চেক করছি।

Level 2

ধন্নবাদ

Level 0

ফাটাফাটি টিউন !

Level 0

hi

দেখি হল কিনা

হল মনে হচ্ছে…

tnx

This is so nice…………….

ধন্যবাদ না দিলেই নয় ।অনেক ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদ

Level 2

dekhi kaj hoi kina.

Level 2

hurrh it’s working.

ভাই আমি তো gavatare registrestion কর লাম কিন্তু কেন ছবি আসছে না? আর আমি ছবি দিলাম যোগ hoyche. আবার আমি ছবি মুছতে পার ছিনা কেন? বুঝতে পার ছিনা। আমি কিন্তু মোবাইল থেকে রেজিট্রেশ্ন korechi.

ভাই আমি ভুলে g Reted এর জাগায় x reted দিছি। তাও তো আসার কথা। দুর ভাই আমার টা আস্তাছে না কেন? ভাই হয়া যায়।

test

Thanks vy

Thanks

Level 0

ধন্যবাদ কিন্তু আমি আগেই করেছি ।

Test

আমি আগেই পেরেছি । ধন্যবাদ ।

now test

Level 0

করলাম আজ। আগে একবার চেষ্টা করেছিলাম, কাজ হয়নি… 🙂

হ্যা, আমি করে ফেলেছি।

ও হ্যা, ধন্যবাদ দিতেইতো ভুলে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসাধারণ এই টিউনটি করার জন্য।

Level 2

Kon option dile ki hobe seta thik bujhlamna,,,,,

Level 0

fb’e jodi post/comment’e pic dekha jay tahole ekhane keno hobena?

hoyna

Level 0

I’ve changed it

দারুন উপকারি একটা পোস্ট, নতুনদের জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Bah!

Level 0

কাজটি শেষ করিয়া এখানেই ১ম মন্তব্য করিলাম। 🙂

*(c/p)

আগে অনেক গুলো thanks জনিয়ে লই। ভাই ঠিক যেভাবে বলেছেন সেভাবে করেছি। কিন্তু সব শেষে ইমেইল দিয়ে প্রবেশ করলে অনেক গুলো লিংক আসে সেখান থেকে কিভাবে tectunes এ পোষ্ট করে তা আনেক করে ও পরি নাই। দয়া করে একটু বলবেন ভাই। আসলে নতুনতো তাই। আপনার অপেক্ষায় থাকলাম। (দেখেন না ভাই এখনো আমার ছবি আসে নাই।)

কাজ গুলো করলাম। এখন দেখি হয় নাকি।

ধন্যবাদ ভাই।

কাজ গুলো করলাম। এখন দেখি হয় নাকি।

ছবি তো দিলাম। কিন্তু……

ধন্যবাদ

help

Level 2

Onek Vejal…Facebook ar moto picture upload ar system kora jay na?

Level 0

Thanks

অসংখ্য ধন্যবাদ।

অশেষ ধন্যবাদ আপনাকে ।

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ

Level 2

somossa to akta hoya gelo..

ধন্যবাদ সুন্দর হয়েছে। 🙂

please delete my both comment

tnx

টেকটিউনস এ পোস্ট করার সময় এরর ভিতর কি ভাবে স্ক্রীন শট দিব???

আমি একটি টিউটোরিয়াল শেয়ার করব স্ক্রীন শট দিয়ে,,, ,,, বললে ভাল হল

ধ্যনবাদ ভাই

আমি পেরেছি !!!!!

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ !

অনেক সুন্দর

এখন দেখি তো আমার প্রোফাইল পিকচার শো করে কি না

এখন দেখি তো আমার প্রোফাইল পিকচার শো করে কি না ।

ভাই , সবি তো ঠিক ঠাক মত করলাম …কিন্তু ছবি তো শো করতেছে না

অামিও গ্রাভাটার ব্যাবহার করে প্রোফাইল পিকচার চেন্জ করেছিলাম। এথন দেখি হঠাত অামার প্রোফাইল পিকচার নাই গায়েব হয়ে গেছে। কি হলো বুঝতে পারলাম না। গ্রাভাটারে লগ ইন করলাম সেখানে ঠিক অাছে। তাহলে টেকটিউনস এ অামার প্রোফাইল পিকচার দেখাচ্ছেনা কেন?

আমারটা আসচে না কেন?