টেকটিউন্স এ নতুন একটা সমস্যা দেখতে পাচ্ছি। সবার ছবি গায়েব হয়ে গেছে। তার পরও দেখছেন কি কিছু কিছু টিউনারের ছবি আসছে? সেটা কিকরে হচ্ছে জানেন? গ্রাভাটারের মাধ্যমে।
গ্রাভাটার মানে হল গ্লোবাল্যি রিকোগনাইজড এভাটার। মানে হল সার্বজনীন এভাটার।
এভাটার মানে হল আপনার ভার্চুয়াল রিপ্রেজেন্টেটর। মানে আপনি যখন ইন্টারনেট এর জগতে কিছু লিখছেন, তখন লেখার পাশে আপনার যে ইমেজ/ফটোটি দেখা যায় তা হল এভাটার।
ধরুন আপনি অনেক অনেক সাইটে ব্লগিং/কমেন্টিং করেন। এখন প্রতিটা সাইটেই কি আপনি প্রোফাইল বানিয়ে নিজের ছবি আপলোড করে নেবেন? এটা কি সহজসাধ্য কাজ? এর চেয়ে ভাল হতনা যদি এক ইমেইল আইডি দিয়ে করা একাউন্ট সমূহ থেকে কমেন্ট/পোস্ট করলে সবখানে একটা ছবি দেখাবে? ঠিক এই কাজটাই গ্রাভাটার করে। এর মানে বুঝছেন? শুধু টেকটিউনসই না, সব সাইটেই এটা কাজ করবে। আরো জানতে এখানে দেখুন।
গ্রাভাটার যে কাজ করে এটা সিওর হয়ে নিতে আমার আইডির ছবিটা দেখুন , এই নীল রঙের কার্টুনটা আমি ব্যবহার করছি গ্রাভাটার হিসেবে।
আমি G Rated সিলেক্ট করেছি।
দেখবেন এই পেইজটি এসেছে।
ছবি এড করা শেষ। এখন ঐ ইমেইল ব্যবহার করে টেকটিউন্স এ কমেন্ট/পোস্ট করে দেখুন!
এই লেখাটাকে পিডিএফ হিসাবে পেতে এখানে ক্লিক করুন।
-নাহিদ (হিমায়িত দিহান)
টেকটিউনস, ২৩শে অক্টোবর, ২০১০
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
এই লেখাটা আগে কোথাও প্রকাশিত হয়নি। হবেও না।
ভাই এ লেখা আগে প্রকাশিত হয়নি বুঝলাম কিন্তু আর প্রকাশিত হবে না বলতে কি বুঝিয়েছেন।
আমি গ্রাভাটার নিয়ে টিউন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ভাগ্য ভাল আপনারটা দেখে ছিলাম, না হলে হয়তো একই বিষয়ে ডাবল হত। আমি যা লিখতাম তার চেয়ে বেশী তথ্য এখানে আছে। তাই মনে হচ্ছে আমার টিউনটি না প্রকাশ হয়ে ভালই হয়েছে।
ভাই নামটা “মাইক্রোকাতার” না “মাইক্রোহ্যাকার”
আপনার “বিশেষ দ্রষ্টব্য” কথা গুলোর সাথে আমি সম্পূর্ন একমত প্রকাশ করছি।
ধন্যবাদ
ভাই নামটা “মাইক্রোকাতার” না “মাইক্রোহ্যাকার”
মাইক্রোকাতার নামেও একজন আছেন।++
দিহান, আপনি আবার বললেন “প্রকাশিত হবে না মানে আমার নিজের সাইটেও আমি এটা দেব না, অন্য সাইট তো দূরে থাক ।”
আপনার আগের কথায় ভাবলাম, কেউ এই বিষয় নিয়ে কোথায় পোষ্ট করলে আপনি তার বিরুদ্ধে মামলা করবেন 🙂 যাই হোক, সব্বাই তো আর জব্বার না
উপস্থাপনের জন্য ++++++++++++++++
অনেক দিন পর টিউন করলেন,
আপনার টিউন মানেই অনেক সাবলিল এবং বিস্তারিত রচনা যা কারো বুঝতে কোন কষ্ট হওয়ার কথা না।
তাছাড়া আপনার টিউন সুন্দর এবং মান সম্মত হয় যেমন আজকেরটাও হয়েছে।
অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য।
বি:দ্র: এই অংশটুকুতে কিছু উপদেশমূলক কথা বলা হবে যারা নিজেদের বেশি পন্ডিত ভাবে তারা যেন না পড়ে।
যারা নতুন টিউনার তাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে দয়া করে আপনারা টেকটিউন্স নীতিমালা গুলু ভাল করে দেখে নিবেন আর ,
কম পক্ষে নির্বাচিত টিউন গুলু দেখে নিবেন এবং
আমাদের ভাল ভাল টিউন উপহার দিবেন।
নাহিদ ভাইকে আরেকবার ধন্যবাদ দেয়া লাগে এত ভাল একটা টিউনের জন্য।
আমার কাজ হইছে বুঝতেই পারছেন।
আর এই টিউনটি ষ্টিকি কেন!
আমার দাবি নির্বাচিত করা হোক,কারন এত ভাল একটা টিউনকে নির্বাচিত করা না হইলে টিউনের প্রতি অবিচারই করা হবে।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
দৃষ্টি আকর্ষন করছি নাহিদ ভাইয়েরও,যদি অনুমতি পাই আপনার টিউন আমার নিজস্ব ব্লগে প্রকাশ করব এবং আপনার নামেই প্রকাশিত হবে।
আপনার কথাটার সাথে আমি মোটেও একমত হইতে পারলামনা নাহিদ ভাই,
এটা শুধু টেকটিউন্সের জন্যই কাজে লাগবেনা সকল জায়গায়ই এইটা কাজ করবে,
তাই এইখানে টেকটিউন্সের বদনাম হওয়ার কোন কারন খুজে পাচ্ছিনা বরং উনাদের খুশী হওয়া উচিত কারন’ছবি নাই’বিষয়টা নিয়ে আর বেশী একটা কথা হবেনা,আমারইতো মনটা খারাপ হইয়া গেছিল নিজের ছবিটা না দেখে কিন্তু আপনার টিউনটা আবার মনটা ভাল করে দিল,আশা করছি টিউনটি নির্বাচিত হইলে আমার মতন অনেকেরই মন ভাল হয়ে যাবে।
তাছাড়া অনেকে এখনো জানতে চাইছে কিভাবে উনাদের ছবিটা আবার ফিরে পেতে পারে,
যদি এইটা নির্বাচিত থাকে তা হইলে এই ধরনের প্রশ্ন আর কেউ করবেনা এবং সবাই উপকৃত হইতে পারবে,ঠিক কিনা?
তাই এই টিউনটা নির্বাচিত হওয়াই বেশী যুক্তিযুক্ত বলে আমি মনে করি।
ভাই রেজাল্টতো গত কালকেই হয়ে গেছে, এটা নিশ্চয় আপনি জানেন। আর রেজাল্ট দেখার জন্য http://www.dghs.gov.bd তে যেতে হবে তা’ও সম্ভবত জানেন? আর সেখানে ঢোকাটা যে খুবই সমস্যার সেটাও ইতিমধ্যে জেনে গেছেন। তাহলে আপনাকে আর কি জানাব বলেন। তাহলে ডাইরেক্ট লিঙ্ক টা দিয়ে দিচ্ছি। এখানে গিয়ে সরাসরি দেখুনঃ http://mohfw.gov.bd/mc/mbbs_res/ যদি কাজে লাগে তাহলে ভাল লাগবে। এখানে রেজাল্ট নাম্বার সহ দেখতে পারবেন আশা করি কোনই সমস্যা হবে না।
ধন্যবাদ নাহিদ ভাই , ভাল হয়েছে । টি টি তে ইমেল আই ডি দিয়ে কমেন্ড করার সিস্টেম নাই মনে হয়,থাকলে জানাবেন ।