নিয়ে নিন ফ্রী আনলিমিটেড ওয়েব হোস্টিং সাথে সাব ডোমেইন ।

আসসালামু আলাইকুম। আসা করি আপানারা সবাই ভালো আছেন। আজকের এই টিউন এ আমি আপনাদের দেখাব কিভাবে একটা ফ্রী ডোমেইন এবং ফ্রী আনলিমিটেড হোস্টিং করা যায়। চলুন তাহলে শুরু করা যাক।

১ ধাপঃ প্রথমে আপনারা একটা ডোমেইন নিবেন , হতে পারে সেটা ফ্রী সাব ডোমেইন অথবা .COM ডোমেইন । সাব ডোমেইন এর জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন http://www.dot.tk . তারপর গুগল বা ফেসবুক দিয়ে লগিন করুন এবং আপনার ডোমেইন তৈরি করুন ।

২ ধাপঃ এই লিঙ্ক http://www.hourb.com এ যান এবং রেজিস্ট্রেশান করুন । ওরা আপনাকে একটা লিঙ্ক পাঠাবে মেইল এ । ওই লিঙ্ক এ ক্লিক করে অ্যাকাউন্ট ভেরিফাই করুন। তারপর আপনি হোস্টিং এর কন্ট্রোল প্যানেল পাবেন। সেখান থেকে আপনার ডোমেইন টা অ্যাড করুন। ডোমেইন অ্যাড করার পর আপনি আরেকটা মেইল পাবেন। সেখানে আপনার ডোমেইন এর জন্য নেম সার্ভার দেওয়া থাকবে। এখন আপনাকে ডোমেইন এর নেম সার্ভার পরিবর্তন করতে হবে।

কাজ শেষ এখন আপনি আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেল থেকে সবকিছু নিয়ন্ত্রন করতে পারবেন।

আপানারা এই ভিডিও টা দেখে নেন এখানে সব কিছু দেখানো হয়েছে

যেকোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর টেকটিউন এ আমার সাথেই থাকবেন।

অনলাইন এ আয় করার জন্য দেখতে পারেন ফ্রী  ফেসবুক গ্রুপ টি

আমার আরও টিউন ঃ

আয় করুন ইউটিউব ও অ্যাডসেন্স এর মাধ্যমে (ভিডিও টিউন) সাথে টিপস ফ্রী

ইউটিউব এর ভিডিও কিভাবে SEO করবেন ( ভিডিও টিউন)

Level 0

আমি এইচ জে নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ। চমৎকার 🙂 চালিয়ে যান ভাই। অনেক সুন্দর ভাবে সব কিছু বোঝালেন। .TK ডোমেইন এ কি অ্যাডসেন্স পাওয়া যাবে?

আমাকে কি একটা ডোমেইন নিয়ে দিবেন আমি পারি না নিতে. আমার দরকার।

    @শফিক মাগুরা: ধন্যবাদ। আমি আপনার পূর্বের প্রশ্নের সমাধান দিয়েছি। এই সম্পর্কে আমাকে আপনার মেবাইল নং দিয়ে এই মেইলে রিপ্লা্ই দিন [email protected]
    আমি আপনার সাথে যোগাযোগ করব।

service kmn?

ধন্যবাদ, ব্রাদার। হ্যা আমিই আপনাকে সঠিকভাবে কাজটি করে দিব, কোন সমস্যা নাই। হ্যা আমিও অনেকের সাইট তৈরি করে দিয়েছি এবং নিজেও টিকে এবং পেইড ডোমেইনে বেশ কয়েকটি সাইট চালাচ্ছি। যাইহোক আপনি টিকে ডোমেইন নিতে পারেন, এটি সম্পূর্ন ফ্রি। তথাপি আজীবণভাবে চালাতে গেলে এটিকে প্রতি বছর ফ্রি ভাবে রিনিউ করে নিতে হয়। তবে পরামর্শ হল প্রাথমিকভাবে ফ্রি ব্লগ এবং ডোমেইন দ্বারা সাইট চালানো ভাল। পপুলার হয়ে গেলে অতপর উভয়ই ক্রয় করা ভাল।
আপনি টিকে ডোমেইন নেবার জন্য কিনামে ডোমেইন নিবেন, এই জন্য আপনার মেইল আইডি প্রয়োজন অনেক কিছু বিষয় রয়েছে। অনুগ্রহ করে এখানের কমেন্টে জরুরী বিষয়ের আলোচনার প্রয়োজন নাই। তাই জরুরী প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন ০১৭১৬-৩৬১৪০৩

মাত্র ৳0.99 ডলারে গোড্যাডি থেকে-নিজের নামে ডোমেইন কিনুন। কিনতে এখানে ক্লিক করুন http://goo.gl/wFzlB8