আসসালামু আলাইকুম। আসা করি আপানারা সবাই ভালো আছেন। আজকের এই টিউন এ আমি আপনাদের দেখাব কিভাবে একটা ফ্রী ডোমেইন এবং ফ্রী আনলিমিটেড হোস্টিং করা যায়। চলুন তাহলে শুরু করা যাক।
১ ধাপঃ প্রথমে আপনারা একটা ডোমেইন নিবেন , হতে পারে সেটা ফ্রী সাব ডোমেইন অথবা .COM ডোমেইন । সাব ডোমেইন এর জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন http://www.dot.tk . তারপর গুগল বা ফেসবুক দিয়ে লগিন করুন এবং আপনার ডোমেইন তৈরি করুন ।
২ ধাপঃ এই লিঙ্ক http://www.hourb.com এ যান এবং রেজিস্ট্রেশান করুন । ওরা আপনাকে একটা লিঙ্ক পাঠাবে মেইল এ । ওই লিঙ্ক এ ক্লিক করে অ্যাকাউন্ট ভেরিফাই করুন। তারপর আপনি হোস্টিং এর কন্ট্রোল প্যানেল পাবেন। সেখান থেকে আপনার ডোমেইন টা অ্যাড করুন। ডোমেইন অ্যাড করার পর আপনি আরেকটা মেইল পাবেন। সেখানে আপনার ডোমেইন এর জন্য নেম সার্ভার দেওয়া থাকবে। এখন আপনাকে ডোমেইন এর নেম সার্ভার পরিবর্তন করতে হবে।
কাজ শেষ এখন আপনি আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেল থেকে সবকিছু নিয়ন্ত্রন করতে পারবেন।
আপানারা এই ভিডিও টা দেখে নেন এখানে সব কিছু দেখানো হয়েছে
যেকোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর টেকটিউন এ আমার সাথেই থাকবেন।
অনলাইন এ আয় করার জন্য দেখতে পারেন ফ্রী ফেসবুক গ্রুপ টি
আমার আরও টিউন ঃ
আমি এইচ জে নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাহ। চমৎকার 🙂 চালিয়ে যান ভাই। অনেক সুন্দর ভাবে সব কিছু বোঝালেন। .TK ডোমেইন এ কি অ্যাডসেন্স পাওয়া যাবে?