হোস্টিং কেনার সময় সবাই একটাই প্রশ্ন করে, স্পেস কত দিবেন? কিন্তু মনে রাখতে হবে স্পেস যায় দেয় হোক না কেন, শুধুমাত্র স্পেস হিসেব করে হোস্টিং কিনলে ধরা খাওয়ার চান্স বেশি। কারণ, বেশিরভাগ CMS যেমন জুমলা, wordpress বা ড্রুপাল, ghost বা presta, magento এগুলো স্পেস খুব কম নেয়, কিন্তু সার্ভার resource বেশি না থাকলে আপনার সাইট একটু লোড পড়লেই shared হবার কারণে ২৫% resource ওভার ইউজার হিসেবে suspend হয়ে যাবে।
আর সার্ভার এর এই Resource Use Capacity নির্ভর করে কী ধরনের সার্ভার ইউজ করা হচ্ছে তার উপর। প্রচলিত কয়েকটি সার্ভার হল: Nginx, Apache আর LiteSpeed। আজ আমরা একটা তুলনামূলক আলোচনা করব।
সাধারণত Cpanel based হোস্টিং গুলোতে Apache এর ইউজ ই প্রধান। নিচে আমরা LiteSpeed Server এর সাথে Apache ও Nginx এর একটি তুলনামূলক আলোচনা করেছি।
Receive a level of protection redundant on many rival servers and ensure that your websites are kept up and running with:
এত টুকু বলতে পারি, সার্ভার যদি Apache তে চলে, তবে litespeed থেকে অনেকাংশে performance কম আসে, তবে Apache free, ar Litespeed টাকা দিয়ে কিনতে হয়, তাই অনেকে এটা ইউজ করে না, হোস্টিং নিয়ে আর অনেক কিছু লিখতে ইচ্ছে করে, আগামীদিন কেন SSD hard ডিস্ক ইউজ করলে site ৩০০% এর বেশি তাড়াতাড়ি লোড হবে টা নিয়ে লিখব।
আমি নিজে Cpanel ইউজ করি না, কারণ আমার সাইট এর লোড অনেকটা techtunes এর মত, তাই Cloud ছাড়া আমার গতি নাই, আগে VPS নিয়ে অনেক ঝামেলায় পড়েছি, Manage করতে হিমশিম খেতে হয় যদি visitor spike দেয়, যাদের এরকম সাইট আছে, তারাই বোঝে। সার্ভার সম্পর্কিত জানা অজানা নানা প্রশ্ন আশা করছি কমেন্ট এ। লেখাটি এখানে অনেক elaboration করে লিখলাম, এর আগে একটা শর্ট ভার্সন দিয়েছিলাম এখানে।
for more information, see litespeedtech.com
আমি sawontheboss4। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে বড় মনে করলেই বড় হওয়া যাই না, বড় হতে হলে সাধনা লাগে। আমি Bangladesh Result এর এডমিন।
accha 99.9 % uptime mane ta aktu bojhan to plz