১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে!

ভিডিও কনভার্ট, ছবি আকা, ছবি এডিট, ফাইল রাখার জন্য স্পেস এই সব সুবিধা যখন আপনি ফ্রিতে ওয়েব এপ্লিকশনেই পাচ্ছেন তখন কেন  আর কষ্ট করে ডেস্কটপে সফটওয়ার ইন্সটল দিবেন? তাই আপনাদের সুবিধার জন্য আজ পরিচয় করিয়ে দিচ্ছি আপনার দরকারী সব ডেস্কটপ এপ্লিকশন এর ওয়েব ভার্সন। তাহলে আর দেরি কেন?আসুন একে একে দেখে নিই এপ্লিকশনগুলো......

Photoshop.com

যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে ফটোশপ অতি পরিচিত একটি নাম। কিন্তু ফটোশপ ফ্রীতে কক্ষোনই পাওয়া যায় না। আপনি-আমি  যে ভার্সন গুলো ব্যবহার করে থাকি তা সবই পাইরেটেড। তার উপরে ফটোশপ চালাতে হলে ভাল মানের গ্রাফিক্স কার্ড ও হাই কনফিগারেশন এর কম্পিউটার থাকা আবশ্যক। না হলে ফটোশপএ কাজ করে মজা পাবেন না। যারা এই সব ভেজাল পোহাতে না চান তাদের জন্য বিকল্প হিসাবে আছে এই সাইটটি। এখানে আপনি ২গিগাবাইট পর্যন্ত জায়গা পাচ্ছেন আপনার ফটো এডিট এর জন্য। তাহলে দেরী করছেন কেন? জলদি ঘুরে আসুন সাইটটি থেকে।

লিঙ্কঃ  http://www.photoshop.com/

Skydrive.com

যাদের হার্ড ডিস্ক এ স্পেস কম, কিন্তু সখের মুভি, গান, ফাইল ডিলিট করতে চাচ্ছেন না, তাদের জন্য২৫ গিগাবাইট জায়গা ফ্রিতে দিচ্ছে এই সাইটটি। এখানে আপনি আপনার ইচ্ছে মত গান, মুভি ফাইল রাখতে পারবেন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারবেন। ফাইল লক করে রাখতেও পারবেন। এখানে ফাইল রাখতে হলে আপনাকে হট-মেইল এ একটি একাউন্ট থাকতে হবে। আসলে এই সার্ভিসটি দিচ্ছে মাইক্রোসফট!।

লিঙ্কঃ http://www.skydrive.com/

৩। Screen Toaster : অনলাইন এ বসে বসে যারা ভিডিও রেকর্ড করতে চান তাদের জন্য এই সাইটটি অসাধারন একটি কাজের সাইট। আমি নিজে তো এর একনিষ্ঠ ভক্ত। শুধু রেকর্ড এর লাল বাটন এ ক্লিক করলেই আপনার স্ক্রিন এর ভিডিও হতে শুরু করবে। আপনি যদি এই সাইটে একজন রেজিস্টার্ড ইউজার হোন তাহলে যে কোন জায়গা থেকে আপনার ভিডিও গুলো আপনি দেখতে পারবেন।

লিঙ্কঃ http://www.screentoaster.com/

Truveo

যারা "Youtube and Blip.tv" থেকে ভিডিও দেখতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে এই সাইটি পছন্দ করবেন। কারন এই সাইটে আপনি Youtube and Blip.tv এর সব ভিডিও দেখতে পারবেন। এ ছাড়াও এই সাইটি বিভিন্ন এন্টারটেইনমেণ্ট ও নিউজ ওয়েব পোর্টাল থেকে ভিডিও সংগ্রহ করে থাকে।

লিঙ্কঃ http://www.truveo.com/

Iterasi

যারা ওয়েব সাইট নিয়ে কাজ করেন তাদের জন্য এই সাইটটি হতে পারে একটি কাজের সাইট। কারন এই সাইট আপনাকে দিচ্ছে "সাইট আর্কাইভ" এর সুবিধা। অর্থ্যাৎ আপনি ইচ্ছে করলেই আপনার সাইটকে সংরক্ষন করতে পারবেন এবং পরে যে কোন সময় তা দেখেও নিতে পারবেন। ঘুরে আসতে পারেন।

লিঙ্কঃ http://www.iterasi.com/

Ping.fm

কেন কষ্ট করে সব সাইটে এ গিয়ে গিয়ে স্টাটাস/মেসেজ পোষ্ট করবেন। সময় নাই কিন্তু আপনাকে স্টাটাস/মেসেজ পোষ্ট করতেই হবে ঠিক এমন সময়ে এই সাইটটি হতে পারে আপনার সবচেয়ে কাজের বন্ধু। সাইন-আপ করে নিন। আপনার মেসেজটি টাইপ করুন এর পরে Ping.fm কে বলুন আপনি কোথায়-কোথায় আপনার স্টাটাস/মেসেজ পোষ্ট  করতে চান,  Ping.fm আপনার হয়ে মেসেজ পোষ্ট করে দিবে।

লিঙ্কঃ http://www.ping.fm/

Animoto

আপনার কি  স্থির ছবি গুলো কে মুভি বানিয়ে দেখতে ইচ্ছা করছে??? কোন চিন্তা নেই। এখন Animoto.com আপনাকে দিচ্ছে সম্পুর্ন ফ্রিতে এই সার্ভিস। সাইটে গিয়ে আপনার ছবি দিয়ে মুভি বানিয়ে নিয়ে আসুন।

লিঙ্কঃ http://www.animoto.com/

RescueTime

আপনি ইন্টারনেটে কত সময় কাটান আপনি কি হিসাব রাখেন??? কোন দরকার নাই! এই হিসাব রাখার দ্বায়িত্বটা এখন RescueTimeএর উপরে ছেড়ে দিন। সম্পুর্ন স্বয়ংক্রিয়ভাবে আপনার টাইম হিসাব রাখবে এই সাইটটি।

লিঙ্কঃ http://www.rescuetime.com/

Sumo Paint

ছবি আকতে কে না ভালবাসে??? কম্পিউটারে পেইন্ট সফটওয়ারটি ব্যবহার করে নাই, এমন  মানুষ খুজে পাওয়া যাবে না। এখন আর পেইন্ট নয় , ওয়েবই আকা-আকির কাজটি সেরে ফেলতে পারবেন এই সাইটি দিয়ে।  এইখানে আপনি লেয়ার করে ছবি আকতে পারবেন। আর ছবি আকা শেষ হয়ে গেলে সেভ এর অপশন তো থাকছেই.........

লিঙ্কঃ http://www.sumopaint.com/

Zamzar

কনভার্টার খুজতে খুজতে জান শেষ! কনভার্টার পেলেন, এর পরে "কী" খুজতে খুজতে আরেকবার দম বাহির হওয়ার দশা! এই সব বাদ দিয়ে সরাসরি চলে যান এই সাইটে। আপনি যে কোন ফরমেট ফাইল কনভার্ট করতে পারবেন। এই সাইট টি আপনাকে দিচ্ছে ১০০গিগাবাইট স্টোরেজ, ১গিগাবাইট ইন্সট্যান্ট কনভার্সন সুবিধা। আর কি চাই?? এখন ই গিয়ে ভিডিও কনভার্ট করে নিয়ে আসুন।

লিঙ্কঃ http://www.zamzar.com/

আশা করি ওয়েব রিসোর্স টিউনটি আপনাদের ভাল লাগবে।

টিউনটি সুত্রঃ  awesome 10 free web apps to replace your desktop software

আরও ওয়েব রিসোর্সঃ  http://www.coolajax.net/page/content/resource.html

টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি মাহবুব আলম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন ……………………………..

thanks

দারুন …. অনেকদিন পরে কেউ ওয়েবওয়্যার নিয়ে টিউন করল 😉

ভালো লিখেছেন। দিন দিন আপনার ভক্ত হয়ে যাচ্ছি।

কোথায় যেন এটা সেদিন দেখেছিলাম, ইংরেজিতে। বুকমার্ক করা হয়নি। এবার আপনারটা করলাম। 😉

টিউন পড়েছি।
আচ্ছা jquery জিনিসটা কি ? একটু ব্যাখ্যা করেন না , নাইলে টিউন করেন । jquery ইউস করছে এরকম একটা সাইটের ঠিকানা দেন। একটু দেখে মন জুড়াই ।
আচ্ছা ওয়ার্ডপ্রেস/জুমলা স্ক্রীপ্ট তো আমরা আমাদের সাইটে ইন্সটল করি । কিন্তু একটা জিনিস অবাক লাগে কিভাবে একটা পোস্ট দিলে সাথে সাথে অন্যগুলোতেও লিঙ্ক চলে আসে। যেমন – সাইটে স্ক্রীপ্ট ইন্সটল থাকলে এখন একটা পোস্ট দিলাম , তাহলে august ( 1 ) লেখা এসে যায়। আবার এডমিন প্যানেল থেকে সব নিয়ন্ত্রন করা যায়, প্লাগ ইন যোগ করা যায় , থিম চেঞ্জ করা যায় সাথে অনেক কিছু । মানে সবকিছু একটা নিদির্ষ্ট নিয়মে আবর্তিত হয়। আর আমি যদি আমার সাইটে কোন স্ক্রীপ্ট ইন্সটল না করি , তারমানে কোন এডমিন প্যানেল ও নাই। আবার নিয়মিত ব্লগের মত পোস্ট ও দিতে চাই । যা করতে হবে নিজেকেই করতে হবে। প্রতিটি লিঙ্ক নিজেকেই যুক্ত করতে হবে। একটা সময় ব্যাপারটা হয়ে উঠবে অসম্ভব।

ওয়েবসাইটে ইন্সটল করার জন্য কোন স্ক্রীপ্ট কি বাংলাদেশের কেও বানিয়েছে বা বানানো সম্ভব কিনা ?

পাইরেটেড, পাইরোসির মধ্যে প্রার্থক্য কি? দয়া করে কেউ বলবেন কি।

    Level 0

    পাইরেসি হল নাউন
    আর
    পাইরেটেড হল ভার্ব

অনেক সুন্দর এবং মান সম্মত টিউন,এই রকম টিউনই টেকটিউন্সে আশা করি,আপনাকে অনেক ধন্যবাদ এত ভাল একটি টিউন আমাদের উপহার দেয়ার জন্য।
আমার একটি অনুরোধ আছে সব টিউনারের প্রতি
আপনারা টিউনের শিরনামে”না দেখলে মিস করবেন”ইত্যাদি এবং টিউন শেষে ভাল লাগলে কমেন্ট কইরেন এই ধরনের লেখা না লিখলে আমার মনে হয় ভাল হইত,জানিনা অন্যরা কি বলবে আমি শুধু আমার ব্যক্তিগত মতামতটা দিলাম,যাহারা টেকটিউন্স রেগুলার দেখে তাহারা মনে হয় সবগুলু টিউনেই নজর দেয় আর ভাল টিউন হইলে অবস্যই কমেন্ট করে,খারাপ হইলেও ঘঠন মুলুক সমালোচনা করে,চেয়ে চেয়ে কমেন্ট নিতে হয়না,আর এই সমস্ত শিরনামে কিন্তু বেশী ভিজিটর পাবেন্না কিন্তু আপনি যদি ভাল টিউন করেন অবশ্যই আপনি ভিজিটরও পাবেন সাথে ভাল ভাল কমেন্ট,ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

Level 0

superb man

Level 0

দারুন হয়েছে, ধন্যবাদ।