বাংলাদেশের অনলাইন উদ্যোক্তা তৈরি না হবার কারণ ও কিছু সমস্যা

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুয়ালাইকুম,

সুপ্রিয় টেকটিউনস পরিবারের সদস্যরা আশা করি সকলে ভালো আছেন। আমি শারীরিক ভাবে সুস্থ থাকলেও মানসিক ভাবে খুব কষ্টে আছি।

আপনারা হয়ত আমার গত টিউনের মাধ্যমে জানতে পেরেছেন যে আমি বাংলাদেশের অনলাইন জগতের প্রধান একটি সমস্যা সমাধান করার জন্য নতুন একটি প্রোজেক্ট করার চেষ্টা করছি।কিন্তু বাংলাদেশ এখনও এই দিকে খুব একটা অগ্রসর হতে পারেনি। তাই পদে পদে বাধা প্রাপ্ত হচ্ছি। শুরুতেই মূলধনের সমস্যা ছিল। কিন্তু আল্লাহর রহমতে এই সমস্যাটি সমাধান হয়েছে। কিন্তু এখন পরেছি আরেক ঝামেলায়।

আমি আমেরিকা ও রাশিয়ার  তৈরি  দুটি সফটওয়্যারের সাথে আমাদের দেশের প্রোগ্রামারদের মেধার সংমিশ্রণে একটি সফটওয়্যার ডেভেলপ করে আমার প্রোজেক্টটি বাস্তবায়ন করতে চাচ্ছি। এজন্য প্রথমেই আমাকে আমেরিকা থেকে সফটওয়্যারটি কিনতে হবে। এর দাম প্রায় ৩৫০০ ডলার।

এখন এই টাকা পাঠানোর জন্য আমি আমাদের দেশের ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংকে গেলাম এবং তাদের বললাম যে

আমেরিকার একটি ব্যাংকে ৩৫০০ ডলার পাঠাব।

তারা বললেন কি জন্য?

আমি বললাম যে একটি সফটওয়্যার কিনব।

তারা বললেন যে আমার কি এক্সপোর্টইম্পোরট করার জন্য লাইসেন্স আছে।

আমি বললাম না।

তারা বলল যে তাহলে হবে না।

আমি বললাম আপনাদের ব্যাংকে যে ভিসা ও মাস্টারকার্ড আছে।এগুলো দিয়ে ট্রান্সফার করলেও হবে।

তারা বলল আমাদের ভিসা ও মাস্টারকার্ড গুলো দেশের ভিতরে কোনকিছু কেনাকাটা, ও এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য ব্যবহৃত হয়।

সবশেষে বলল বাংলাদেশ ব্যাংকের করা নিয়ম অনুযায়ী তাদের চলতে হয়। আমাদের দেশ শুধু গ্রহণ করতে পারে কিন্তু বাহিরে পাঠাতে পারে না। আর এই দেশে এসব করে কি লাভ!!!!!!!!!!!!

আসলে আমাদের দেশে অনলাইন উদ্যোক্তার প্রচুর অভাব। তারপরে যদি আবার আমাদের সরকার ব্যবস্থা এভাবে বাধা দেয় তাহলে উদ্যোগ নেয়ার পরেও অনেকে থেমে যায়। আমাদের দেশেও ফেসবুক, গুগল তৈরি সম্ভব। কিন্তু সমস্যায় আমরা যদি নুন্নতম সাপোর্ট না পাই তাহলে কি আর হয়।

হয়ত আপনারা আমার প্রথম স্টেপের সমস্যাটি বুঝতে পেরেছেন। টেনশনে আছি তাই টিউনটি পড়ে এলোমেলোও লাগতে পারে। শুধরে নিবেন আশা করি। আর কোন সমাধান থাকলে অবশ্যই..............................

Level 0

আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলে এ দেশে সমস্যা কি জানেন???
উনারা আমাদের দৌড়াতে বলে পিছনে লুঙ্গি টেনে ধরে। দোউড়াবো কিভাবে আর???
এজন্যই আমাদের চেয়ে বিদেশীরা উন্নত। তাদের দেশ তাদেরকে অনেক দেয় প্রতিদান দিতে তারাও ভুল করে না।

    @ব্লগার মারুফ: একদম ঠিক কথা। তারপরেও দেখি কি করা যায়।

আগে দেখুন উক্ত সফটওয়্যার বিক্রেতা কি কি পেমেন্ট পদ্ধতি সাপোর্ট করে। ভিসা ও মাস্টারকার্ড সাপোর্ট করলে নিন্মোক্ত পেমেন্ট গেটওয়ে ওপেন করে ফেসবুকের অনলাইন ডলার মার্কেট থেকে ডলার কিনে কাজ চালান…
https://www.skrill.com/en/
https://www.payza.com/bangladesh/
http://www.neteller.com/
https://www.payoneer.com/