ওয়েব ডেভোলপারদের জন্য একটি গুরত্বপূর্ণ প্লাগইনস Notepad++ এর Darad WP Coding.

ওয়েব ডেভোলপারদের জন্য একটি গুরত্বপূর্ণ প্লাগইনস Notepad++ এর Darad WP Coding. বিশেষ করে নতুন ডেভোলপার এবং HTML,CSS WordPress নিয়ে যারা কাজ করে তাদের জন্য খুবই উপকার হবে এই প্লাগইনস zen coding প্লাগইনস এর মতই অনেকটা, তবে এতে বেশকিছু সুবিধা যুক্তকরা হয়েছে নিচে কিছু সুবিধা সমূহ উল্লেখ করা হলো.......

  • সবচেয়ে বড় সুবিধা যে HTML মার্কআপ শেষে Stylesheet এ class কপি করতে বিরক্ত লাগে, সময় ব্যায় হয়, কপি ভূল হয়। এই প্লাগইনস এর মাধ্যমে এক ক্লিক এ সকল class Stylesheet এ কপি পেষ্ট হয়ে যাবে।
  • এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেস এ কনভার্ট করার সময় যে ডায়নামিক কোড গুলো প্রয়োজন হয়। এথানে ক্লিক করে কোডগুলো ব্যবহার করতে পারবেন।
  • কোন ফোল্ডারে HTML মার্কআপ শেষ করেছেন কিন্তু stylesheet তৈরি করেননি, এক ক্লিক করে stylesheet তৈরি করতে পারবেন।
  • Shortcut এর পাশাপাশি মাউস ক্লিক করে কোড লিখতে পারবেন। এ জন্য darad Command Box ব্যবহার করা হয়েছে।
  • WordPress এর ডিফোল্ট কোড গুলো মাউস ক্লিক করে অথবা Shortcut এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এর ফলে WordPress এর ডিফোল্ট কোড খুবই দ্রুত ব্যবহার করতে পারবেন।
  • প্লাগইনসটি সম্পূর্ণ লাইন্সেস ফ্রি।
  • এছাড়াও আরও কিছু সুবিধা পাবেন।

মিডিয়া ফায়ার ডাউনলোড লিংক............

বিস্তারিত ব্যবহার বিধি PDF  আকারে rar File এর মধ্যে দেওয়া আছে।

 

Level New

আমি azad Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Nice

Level 2

software কই

পড়েই অনেক ভাল লাগছে। ব্যবহার করে নিশ্চয়ই আরো ভাল লাগবে। Zen Coding plugin টা ব্যবহার করেছিলাম এখন আরো ১টা নোটপ্যাড প্লাগিন তাও আবার WP’র জন্য। ধন্যবাদ ভাই।

Level 0

@ azad Rahman : wow vai jotil ekta post hoyce. Thank you so much vai. vai ekta request cilo please try korben rakhbarjonno, apni bolcilen je ei Darad WP plugin diye HTML theke wordpress convert kora jay khub sohoje, please ei subject er upor ekta video korle amader moto jara new ache tara khub upokrito hobe.please try korben.
[email protected]

সব বুজলাম কিন্তু মার্কআপ থেকে ক্লাস কীভাবে কপি করবো সেটা বুজতে পারছি না|ভাই দয়া করে একটু বলেন কীভাবে ক্লাস কপি করবো?