এবার পাওয়ার পয়েন্টের জেনুইন অল্টারনেটিভ অনলাইনে

আমাদের প্রেজেন্টেশানের কাজ থাকলে আমরা চোখ বন্ধ করেই পাওয়ার পয়েন্ট অন করে থাকি। এতে অবশ্য আমাদের দোষের কিছু নাই। হাতের কাছে অল্টারনেটিভ না থাকায় আমরা ঐটা ব্যবহার করতে বাধ্য ছিলাম। কিন্তু সেই দিন বোধ হয় শেষ হল এবং এরও ইতি টানল আরেকটি ওয়েবওয়্যার।

অনেকদিন আগে একটি অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে লিখেছিলাম ( ২৮০ স্লাইডস ) যেখানে আপনি প্রেজেন্টেশান তৈরী করতে পারবেন। তবে এখন এমনই আরেকটি প্রেজেন্টেশান মেকিং প্ল্যাটফর্ম এর কথা বলব যেখানে আপনি আপনার মন মত প্রেজেন্টেশান রেডি করতে পারবেন, তবে আরো ফিচার সমৃদ্ধ একটি প্ল্যাটফর্মে। ভ্যারিয়েশন আনতে পারবেন আপনার কাজে এবং চাইলে দিতে পারবেন আরো আধুনিক সমস্ত ইফেক্ট। মোদ্দা কথা মনের মাধুরী মিশিয়ে সেরে ফেলতে পারবেন আপনার প্রেজেন্টেশান তৈরীর ঝামেলার কাজটি।

এমনি একটি চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে স্লাইড রকেট। বর্তমানে এটিই সবচেয়ে ফিচার সমৃদ্ধ প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার প্রেজেন্টেশানে দিতে পারবেন শিল্পের ছোয়া, ইন্টেলিজেন্টলি ম্যানেজ করতে পারবেন আপনার কাজ এবং আরো সিকিয়োর করতে পারবেন আপনার প্রেজেন্টেশান এবং শেয়ারিংও করতে পারবেন আরো সহজে।

slide-rocket-shot.jpg

এটি একটি ফ্ল্যাশ বেজড্ ওয়েব প্ল্যাটফর্ম। চমৎকার জিআইইউ এবং ফিচারে সয়ংসম্পূর্ণ এবং নিরাপত্তা ও শেয়ারিং এ যুক্ত করেছে এক আলাদা মাত্রা।

slide-rocket.jpg

যদি টিউনার বন্ধুদের কারো আগামীকাল প্রেজেন্টেশান থেকে থাকে তাহলে দেরী না করে সোজা এন্টার মারুন স্লাইডরকেটে এবং শৈল্পিক কাজ করার মজা নিন।

Have fun tuners ..........

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিনটিন, আরেকটি ভাল টিউন……

Level 0

ভালো টিউন ।

খারাপ না………………