github.com একটি অনলাইন ভিত্তিক সাইট যেখানে আপনি আপনার প্রোজেক্ট সবার সাথে শেয়ার করতে পারবেন। গিটহাবে সাধারনত রিপো করা অনেক কঠিন , নতুনদের জন্য এক প্রকার অসম্ভব কাজ। আমি নিজেও অনেক চেষ্টা করে শুধু কোডিং আপলোড করতে পেরেছিলাম , ইমেজ বা অন্য কিছু আপলোড করতে পারতাম না। আজ আমি একটি সার্ভিস এর সাথে পরিচয় করিয়ে দেব , যার মাধ্যমে আপনি সহজেই যেকোন ফাইল আপনার রিপোতে আপলোড করতে পারবেন।
চলুন শুরু করি --
আমরা ungit এর মাধ্যমে করব।
এ জন্য আপনার যা যা লাগবে
এখন Node.js command prompt এডমিনিষ্ট্রেটর দিয়ে অপেন করুন , নিচের কোডটি দিয়ে ইন্টার দিন
npm install -g ungit
ইনস্টল হয়ে গেলে গিটহাব থেকে একটা রিপো খুলুন
এখন আপনার কম্পিউটারে যেকোন জায়গায় একটি ফোল্ডার বানান , ফোল্ডার এর ভিতর গিয়ে মাউসের ডান বাটন ক্লিক করে Git Bash here এ ক্লিক করুন
একটি কমান্ড প্রোম্ট আসবে , তাতে নিচের কোডটি লিখে ইন্টার দিন, একটি উইন্ডো অপেন হবে।
ungit
বি:দ্র: প্রথম সেটাপে আইডি ইমেইল কনফিগার করতে বলতে পারে, আইডি ইমেইল কনফিগার করতে Node.js command prompt এডমিনিষ্ট্রেটর দিয়ে অপেন করে নিচের কোডটি দিয়ে কনফিগার করতে পারেন
git config --global user.name "your name" git config --global user.email "your email"
এখন আপনি যে রিপোটি খুলেছেন তার লিংক দিন Clone from বক্সে, তারপর Clone repository! বাটনে ক্লিক করুন।
এখন আপনি যে ফোল্ডার এ কাজ করেছিলেন সেই ফোল্ডারের ভিতর আরেকটি ফোল্ডার তৈরি হয়েছে যার নাম আপনি গিটহাবে একটি রিপো খুলেছিলেন। এখন যেকোন একটি ফাইল তৈরী করুন , যেমন: index.html
দেখুন সাথে সাথে ungit উইন্ডোতে একটি বক্স এসেছে
এখন টাইটেলে আপনার ইচ্ছামত টাইটেল দিয়ে কমিট বাটেন ক্লিক করুন
এখন মাষ্টার এ ক্লিক করে Push বাটনে ক্লিক করুন, গিটাহাবের আইডি পাসওয়ার্ড চাইলে দিন
কাজ শেষ , আপনার প্রথম ফাইল আপলোড সফলভাবে আপলোড হবে। এভাবে আপনি যেকোন ফাইল যত খুশি ফাইল একবারে আপলোড করতে পারবেন।
বিস্তারিত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
গিটহাব নিয়ে বাংলায় আরেকটি টিউটোরিয়াল
আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপাতত লেখার অপেক্ষায়...
গিটের উপর বাংলাতে লেখা অনেক কম পাওয়া যায়। আপনার লেখাটাও সুন্দর হয়েছে। গিটের উপর আমারো লেখা আছে – http://mashpysays.blogspot.com/2012/07/blog-post_26.html