github.com এ রিপো করুন সবচেয়ে সহজ পদ্ধতিতে

github.com একটি অনলাইন ভিত্তিক সাইট যেখানে আপনি আপনার প্রোজেক্ট সবার সাথে শেয়ার করতে পারবেন। গিটহাবে সাধারনত রিপো করা অনেক কঠিন , নতুনদের জন্য এক প্রকার অসম্ভব কাজ। আমি নিজেও অনেক চেষ্টা করে শুধু কোডিং আপলোড করতে পেরেছিলাম , ইমেজ বা অন্য কিছু আপলোড করতে পারতাম না। আজ আমি একটি সার্ভিস এর সাথে পরিচয় করিয়ে দেব , যার মাধ্যমে আপনি সহজেই যেকোন ফাইল আপনার রিপোতে আপলোড করতে পারবেন।
চলুন শুরু করি --
আমরা ungit এর মাধ্যমে করব।
এ জন্য আপনার যা যা লাগবে

এখন Node.js command prompt এডমিনিষ্ট্রেটর দিয়ে অপেন করুন , নিচের কোডটি দিয়ে ইন্টার দিন

npm install -g ungit

ইনস্টল হয়ে গেলে গিটহাব থেকে একটা রিপো খুলুন

এখন আপনার কম্পিউটারে যেকোন জায়গায় একটি ফোল্ডার বানান , ফোল্ডার এর ভিতর গিয়ে মাউসের ডান বাটন ক্লিক করে Git Bash here এ ক্লিক করুন
একটি কমান্ড প্রোম্ট আসবে , তাতে নিচের কোডটি লিখে ইন্টার দিন, একটি উইন্ডো অপেন হবে।

ungit

বি:দ্র: প্রথম সেটাপে আইডি ইমেইল কনফিগার করতে বলতে পারে, আইডি ইমেইল কনফিগার করতে Node.js command prompt এডমিনিষ্ট্রেটর দিয়ে অপেন করে নিচের কোডটি দিয়ে কনফিগার করতে পারেন

git config --global user.name "your name"
git config --global user.email "your email"

এখন আপনি যে রিপোটি খুলেছেন তার লিংক দিন Clone from বক্সে, তারপর Clone repository! বাটনে ক্লিক করুন।

এখন আপনি যে ফোল্ডার এ কাজ করেছিলেন সেই ফোল্ডারের ভিতর আরেকটি ফোল্ডার তৈরি হয়েছে যার নাম আপনি গিটহাবে একটি রিপো খুলেছিলেন। এখন যেকোন একটি ফাইল তৈরী করুন , যেমন: index.html
দেখুন সাথে সাথে ungit উইন্ডোতে একটি বক্স এসেছে

এখন টাইটেলে আপনার ইচ্ছামত টাইটেল দিয়ে কমিট বাটেন ক্লিক করুন

এখন মাষ্টার এ ক্লিক করে Push বাটনে ক্লিক করুন, গিটাহাবের আইডি পাসওয়ার্ড চাইলে দিন

কাজ শেষ , আপনার প্রথম ফাইল আপলোড সফলভাবে আপলোড হবে। এভাবে আপনি যেকোন ফাইল যত খুশি ফাইল একবারে আপলোড করতে পারবেন।
বিস্তারিত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

গিটহাব নিয়ে বাংলায় আরেকটি টিউটোরিয়াল

Level 2

আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপাতত লেখার অপেক্ষায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গিটের উপর বাংলাতে লেখা অনেক কম পাওয়া যায়। আপনার লেখাটাও সুন্দর হয়েছে। গিটের উপর আমারো লেখা আছে – http://mashpysays.blogspot.com/2012/07/blog-post_26.html