বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস সাইটের জনপ্রিয়তা সবচেয়ে বেশি কারন এটি ব্যাবহার করা সবচেয়ে সহজ। ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেস থিম ডেভলপাররা প্রতিনিয়তই বিভিন্ন থিম প্রস্তুত করছেন। এর মধ্যে রয়েছে অসংখ্য ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। এই সকল থিম শুধু যে ফ্রী তা নয়। এদের মধ্যে রয়েছে আবার বিভিন্ন সুবিধা! এসব ফ্রি থিম ব্যবহার করেই যে কেউ নিজের একটি নতুন ব্লগ বা পোর্টফোলিও তৈরি করতে পারে। আজ আপনাদের কাছে নিয়ে এলাম তেমনই কিছু ফ্রি ওয়ার্ডপ্রেস টেমপ্লেট বা থিম এগুলো থেকে আপনি আপনার পছন্দমতোটি বেছে নিয়ে শুরু করে দিতে পারেন আপনার ব্লগ বা পোর্টফোলিও সাইট। এগুলো টেমপ্লেট রিসপন্সিভ হওয়ায় এগুলো দ্বারা তৈরি ব্লগ/পোর্টফোলিও যে কোনো ডিভাইসেই সুন্দরভাবে দেখা যাবে। তাহলে আর দেরি কেন? আসুন টেমপ্লেটগুলো দেখে নেওয়া যাক।
1.Zenith
ম্যাগাজিন, সংবাদপত্র বা এই ধরনের সাইটের জন্য একটি অত্যন্ত উপযোগী ওয়ার্ডপ্রেস থিম। এতে রয়েছে বিশেষ সংবাদ উপস্থাপনার জন্য ব্যবস্থা অর্থাৎ বিশেষ সংবাদ ওপরে বড় আকারে প্রদর্শিত হবে। থিমটি ডাউনলোড/দেখুন এখানে:
http://devpress.com/themes/zenith/।
2.Sensitive
এই ওয়ার্ডপ্রেস থিমটি টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে বানানো। এই থিমে বিভিন্ন পেজের জন্য আলাদা টেমপ্লেট নির্বাচনের সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ব্যাকগ্রাউন্ড এবং মেনুর স্টাইল পরিবর্তন করার সুবিধা। এটি দিয়ে অনেক সুন্দর একটি পোর্টফোলিও-ও তৈরি করা যাবে। এই থিমটি লোডও নেয় খুব তাড়াতাড়ি। থিমটি ডাউনলোড/দেখুন এখানে: http://wordpress.org/themes/sensitive
3.Strap Slider Lite
এই থিমের বিশেষত্ব হচ্ছে নির্বাচিত লেখাগুলে হোমপেজের ওপরে স্লাইডার হিসেবে দেখা যাবে যা একটির পর আরেকটি প্রদর্শিত হতে থাকবে। এই থিমটিতেও বুটস্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। থিমটি ডাউনলোড/দেখুন এখানে: http://www.wpstrapcode.com/wpstrapsliderlite/
4.Panoramica
কোনো লেখার পরিবর্তে আপনি যদি আপনার সাইটের ওপরের অংশে বিভিন্ন ইমেজ এর স্লাইড যুক্ত করতে চান তাহলে এই থিমটি আপনার জন্যই। এই থিমটি বিশেষত ইমেজ ভিত্তিক সাইটগুলোর জন্যই তৈরি করা হয়েছে। থিমটি দেখুন/ডাউনলোড করুন এখান থেকে: http://www.cpothemes.com/theme/panoramica
5.Responsive
ব্লগ তৈরি করার জন্য অত্যন্ত উপযোগী একটি থিম। এতে রয়েছে সহজ ইন্টারফেস যার সাহায্যে ব্যবহারকারী সহজেই তার ব্লগের বিভিন্ন অপশন কাস্টমাইজ করতে পারবেন। সকল ডিভাইসেই এই সাইটটি ভালোভাবে দেখা যায়। থিমটি দেখতে/ডাউনলোড করুন এখান থেকে: http://themeid.com/responsive-theme/
6.Grid
পোর্টফোলিও সাইট তৈরির জন্য একটি অত্যন্ত উপযোগী টেমপ্লেট হচ্ছে এই টেমপ্লেটটি। এই টেম্পেলটটি তে পো্টফোলিও তৈরির জন্য সবরকম সুবিধাই অন্তর্ভুক্ত করা আছে। নজরকাড়া এই টেমপ্লেটটি দেখতে বা ডাউনলোড করতে এখানে দেখুন: http://www.dessign.net/grid-theme-responsive/
7.Blog-o-folio
ব্লগ বা পোর্টফোলিও উভয় প্রকার সাইটের জন্যই ডিজাইনকৃত এই টেমপ্লেটটি দেখতেও অনেক আকর্ষনীয়। এর লেআউটটি অনেক সুন্দর এবং যে কোনো ব্লগে ব্যাবহার করার মতো ডিজাইন। টেমপ্লেটটি দেখুন/ডাউনলোড করুন এখানে: http://www.noupe.com/freebie/blog-o-folio-wordpress-theme-version-1-0.html
8.Shuttershot
এটি আরেকটি ভিন্নধর্মী টেমপ্লেট। মূলত ফটোগ্রাফ বা এ জাতীয় ব্লগের জন্যই এই থিমটি তৈরি করা হয়েছে তবে এটি অন্য ব্লগেও ব্যবহার যোগ্য। টেমপ্লেটটি দেখতে/ডাউনলোড করতে এখানে ভিজিট করুন: http://www.web2feel.com/shuttershot
9.Wp-Coda
এই থিমটির অন্যতম বিশেষত্ব হলো এর পেজগুলোতে ভিজিট করার সময় হোমপেজ ত্যাগ করতে হয় না। অর্থাৎ হোমপেজের একটি ফ্রেমের মধ্যেই এর যে কোনো পেজ ভিজিট করা যায় তাই পেজকে রিলোড না করেই দেখা যায়। এই থিমটির বিভিন্ন অপশন সহজেই পরিবর্তন করা যায়। থিমটি দেখতে বা ডাউনলোড করতে এখানে ভিজিট করুন: http://choicethemes.com/wordpress/wp-coda/
10.Polar Media
অনলাইন সংবাদপত্র ওয়েবসাইটের জন্য তৈরি Polar Media থিমটি। এতে অত্যন্ত সুন্দরভাবে প্রতিদিনের খবরের পাশাপাশি রয়েছে প্রতি মুহুর্তের আপডেট জানানোর অপশন। এই কারনেই থিমটি বহুল ব্যাবহৃত হয়ে থাকে। থিমটি দেখুন/ডাউনলোড করুন এখানে: http://bizzthemes.com/themes/polarmedia/
ওয়ার্ডপ্রেস সাইটের জন্য রয়েছে অসংক্ষ ফ্রি টেমপ্লেট। ওপরের সাইটগুলো ভিজিট করেই আপনি সেখান থেকে আরও অনেক টেমপ্লেট খুজে পেতে পারেন। এছাড়া প্রতিনিয়ত তৈরি হচ্ছে অনেক অনেক থিম এবং সেই সাথে বাড়ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কাজের চাহিদা। নতুন নতুন সব থেকে আপনার পছন্দমতোটি বেছে নিয়ে শুরু করে দিতে পারেন আপনার ব্লগিং জীবন, এবং উন্নত ক্যারিয়ার গড়ার জন্য শিখে নিতে পারেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট । সবাইকে হ্যাপি ব্লগিং।
আমি মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চট্টগ্রামে আউটসোর্সিং ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষন প্রদানকারী অনেক পুরোনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিস্তারিত জানতে ক্লিক করুন মাইসিসের ওয়েবসাইটে । আমাদের ওয়েবসাইটঃ http://misysinstitute.com ব্লগ: http://misysinstitute.com/blog/ ফ্রিল্যান্সিং টিপস সমৃদ্ধ ফ্যান পেইজঃ http://fb.me/MISYSInstituteOfIT
নিচের লিংকে এরকম লেখা আসলো বাকিগুলি দেখি নাই।
For the safety and privacy of your Facebook account, remember to never enter your password unless you’re on the real Facebook web site. Also be sure to only download software from sites you trust. Learn more about keeping your account secure.