[উৎসর্গঃ আমার সবচেয়ে প্রিয় টিউনার রিয়া আপুকে। বর্তমানে তিনি এক দূর্ঘটনায় আহত। তার সুস্থ্যতা কামনা করছি মহান আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আপুকে দ্রুত সুস্থ্য করে তুলুন। আমিন ।]
কিছুদিন আগে মজার কিছু ফেইসবুক স্ট্যাটাস খুঁজতে গিয়ে দেখি , তালিকার ভেতর বেশিরভাগই উল্টা লেখা। বুঝতে পারি কোন একটা উপায় আছে যার মাধ্যমে লেখাকে উল্টা করে লেখা যায়। এটা নিয়ে অবশ্য তেমন একটা মাথা ঘামাইনি। আজ হঠাৎ একটা সাইটের লিঙ্ক পেলাম যেটা লেখাকে উল্টা (Flip) করে দেয়।
► যেমনঃ How are you? লিখে ফ্লিপ করলে এটা দেখাবে ¿noʎ ǝɹɐ ʍoɥ
অর্থাৎ আপনাকে মনিটর উল্টিয়ে দিয়ে অথবা ১৮০ ডিগ্রী rotate করে পড়তে হবে। তো আসুন কিছু লেখা দেখি এরকম।
► লিখলামঃ
Hellow somewherein,
how r u? Let’s have a tour…..
► ফ্লিপ করার পরঃ
…..ɹnoʇ ɐ ǝʌɐɥ s,ʇǝ1 ¿n ɹ ʍoɥ
‘uıǝɹǝɥʍǝɯos ʍo11ǝɥ
► যেভাবে এটা করবেনঃ
এই লিঙ্কে গেলে যে বক্স পাবেন তাতে যা খুশি লিখুন। লেখা শেষ হলে Flip এ ক্লিক করুন। তারপরে সেটা কপি করে যেখানে ইচ্ছা ( যেমনঃ ফেইসবুক স্ট্যাটাস ) ব্যবহার করুন।
তবে নিরাশার কথা, বাংলা লেখাকে এভাবে ১৮০ ডিগ্রী রোটেট করতে পারে না, শুধুমাত্র ক্রম উল্টা করতে পারে।
► যেমনঃ
কখগঘঙ
চছজঝঞ
টঠডঢণ
তথদধন
পফবভম
যরল
শষস
হড়ঢ়
য়ৎং
ঃঁ
লিখে ফ্লিপ করলে পাবেন
ঁঃ
ংৎয়
ঢ়ড়হ
সষশ
লরয
মভবফপ
নধদথত
ণঢডঠট
ঞঝজছচ
ঙঘগখক
ফেইসবুকে মাঝেমাঝে ভাবের স্ট্যাটাস দেই। সেখানে সাইটটা কাজে লাগানো যাবে বলে মনে হচ্ছে।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
How Comes!!!!!!!!!!!
প্রথমবারের মতো প্রথম প্রচেষ্টায় টেকটিউনসে টিউনটি প্রকাশ করলাম। টেকটিউনসের উন্নতি হচ্ছে দেখে ভাল লাগছে।