আমরা অনেকেই আমাদের ব্লগে প্রায়শই কোন প্রমোশনের কাজের জন্যে এক্সটার্নাল লিংক ব্যবহার করে থাকি। তবে সেই লিংকে ভিজিটরদের সাড়া কিভাবে ট্র্যাক করব সেই ব্যাপারে অনেকেই উদাসীন। আবার অনেকে ট্র্যাক করতে চাইলেও উপায় না জানার কারণে কিছুই করে উঠতে পারিনা।
তবে এই কাজটা এখন আরো সহজ এবজ গতিশীল করে দিতে এসেছে ক্লিকমিটার। যার সাহায্যে আপনি আপনার দেয়া এক্সটার্নাল লিংককে রিয়েল টাইমে ট্র্যাক করে নিতে পারবেন। এর ডেভেলপারদের ভাষ্য অনুযায়ী একটি ছোট ব্লগ থেকে শুরু করে জায়ান্ট সাইজের মার্কেটিং ব্লগেও দেদারসে ব্যবহার করা যাবে। তাও আবার ফ্রী তে !!!!
এই টুলের আরেকটি অপশন হল আপনার সমস্ত ক্লিকের সেল্ফ আপডেটিং রিপোর্ট আপনি রিয়েল টাইমের মাধ্যমে দেখতে পারবেন এবং ট্র্যাক ও করতে পারবেন। এছারাও এই রিপোর্টকে আপনি ফিল্টারিং করলেই পেয়ে যাবেন আপনার ইউজারদের অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং এমনকি ইউজারের অবস্থানও!
আশা করি টিউনটি আমার প্রিয় টিউনার এবং ডেভলপারদের ব্যাপক কাজে আসবে .......
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
জটিলস………………….
অনেক ধইন্যা