ফ্রি সাইট তৈরির জন্যে কয়েকটি সহজ এবং পাওয়ারফুল ওয়েবটুল

সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। কয়েকদিন আগে এক টিউনার ভাই অভিযোগ করেছিলেন যে টপ টিউনার রা আর টিউন করেন না। অভিযোগটা সত্য। অনেক ব্যস্ততার মাঝে নিজেকেই হারিয়ে ফেলেছি। তবে আরেকটা সত্য আছে। সেটা হল, ব্যাস্ততার মাঝেও টেকটিউনস আর প্রিয় টিউনাররা হৃদয় থেকে মুছে যায়নি। তাই তো ফিরে এসেছি ....... যাই হোক কথা না বাড়িয়ে আজকের টিউনের টুলগুলোর সাথে পরিচয় করিয়ে দেই .......

Getshopped

GetShopped

সাধারণত যারা অনলাইনে বিজনেজ রিলেটেড সাইট বানাতে আগ্রহী তারা অবশ্যই এই প্ল্যাটফর্মটি ট্রাই করে দেখতে পারেন। এর সাহায্যে আপনি ফ্রি ওয়েবসাইট ছাড়াও পেজেস, ব্লগ, সেলিং প্ল্যাটফর্ম এবং নিউজলেটার রিলেটেড সাইট ডেভলাপ করতে পারবেন। এছাড়া আছে গুগল চেকআউট, পেপাল, পেমেন্ট এক্সপ্রেস এবং আরো অনেক ট্রাস্টেড পেয়িং প্ল্যাটফর্মের ইন্টিগ্রেশান।

Webnode

Webnode

মুহুর্তেই high-caliber টাইপের প্রফেশনাল টাইপের সাইট দাড় করাতে চান। তাহলে এই টুলটি আপনার জন্যে। ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে ডিজাইন, মেইন্টেইনিং, কলাবোরেটিং এবং পাওয়ারফুলি রান করাতে এই টুলটি অনেক কেই আকৃষ্ট করেছে।

Jimdo

Jimdo

অত্যন্ত সহজ এবং হ্যান্ডি একটি টুল। শুধু সাইনআপ পর্যন্ত একটু অবান্তর কষ্ট করতে হবে। এরপর আপনার পেজে গিয়ে ঠিক আপনার ছবি আকার খাতার তমে ছবি এবং ইচ্ছামত ভিডিও এ্যাড করে একটি চমৎকার সাইট দাড় করিয়ে নিতে পারবেন।

Webstarts

WebStarts

এই টুলটির ব্যাপারে আলাদা করে কিছুই বলবনা। বলতে পারেন এটি Jimdo র একটি ক্লোন প্ল্যাটফর্ম।

350 pages

350-pages

প্রথমেই এর এমন একটি ফিচারের কথা বলব যেটা অনেকেই খুজে থাকে। এটি একটি খুবই ফাস্ট এবং পাওয়ারফুল সার্ভারে হোস্ট করানো একটি প্ল্যাটফর্ম। সাইট তৈরির জন্যে আপনাকে আলাদা করে কোন কিছু ডাউনলোড করার অথবা এডিটিং এর কোন দরকার নাই। দরকার শুধু একটি নেট কানেকশান এবং আমাদের কিছু চেনা জানা ব্রাউজার।

Wix

wix

যারা ফ্ল্যাশ ওয়েবসাইট দেখতে এবং বানাতে পছন্দ করেন, এই সাইটটি তাদের জন্যই। ফ্ল্যাশ সাইট বানানোর জন্যে আমার দেখা সেরা প্ল্যাটফর্ম এটি। খুবই সোজা এবং হ্যান্ডিও বটে।

Google sites

google-sites

এর ব্যাপারে আলাদা করে বলার কিছুই পাই না। যত বলব, ততই মনে হবে কোথায় যেন কি বাদ পড়ে গেল। তাই নিজেরাই খুটে খুটে যতটা সম্ভব দেখে নিবেন আশা করি।

Weebly

weebly

আরেকটি হ্যান্ডি এবং ইজি গোয়িং প্ল্যাটফর্ম। শখের সাইট থেকে শুরু করে প্রোফেশনাল সাইটও বানিয়ে ফেলতে পারবেন অনায়াসে।

Do tamplate

doTemplate

এটি সাধারানত এটি টেমপ্লেট ডিজাইনিং প্ল্যাটফর্ম। অনেকেই নিজের সাইটের টেমপ্লেট নিজেই বানাতে পছন্দ করে থাকেন। তারা এই টুলটি ট্রাই করে দেখতে পারেন।

Moogo

Moogo

এই টুলটি এর কতৃপক্ষ এতটাই হ্যান্ডি বলে দাবী করে থাকেন, যে তাদের মতে যারা জীবনে ওয়েবসাইট বানানোর ধারে কাছে দিয়েও যায়নি, তারাও নাকি অনায়াসে একটি সাইট দাড় করাতে পারবে। তবে এর সত্যতা কতটুকু তা আমার জানা নেই ।

আশা করি টিউনটি টিউনারদের কাজে আসবে এবং টিউনারদের যাবতীয় সমস্যার সফল সমাধান খুব শীঘ্রই করা হবে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন পোষ্ট হইছে অনেকদিন পর আবারো চমতকার পোষ্ট

ভাই খুব ভালো আর হাই কোয়ালিটি টিউন।

Wix এ না একটা সাইট বানাতে চেয়েছিলেন গতবছর সেটার খবর কি? তবে মেহেদী ভাই মনে হয় অনেক আগে wix একটা বানাইছিলো সাইট

    আমার টাইম ম্যানেজমেন্টের কাহিনী তো আপনার ভালো ভাবেই জানা ……….. হে হে

ভাই ডু টেম্পলেট সাইটটা খুব কাজে লাগল।আবারও ধন্যবাদ

Getshopped আর Do tamplate টা খুবই কাজে লাগবে, ধন্যবাদ

এরকম অসাধারন কিছু টিউন আগেও করেছিলেন যদি পর্ব হিসেবে দিতেন আর আগের পর্বের লিংক এখানে একটু কষ্ট করে দিতেন তাহলে খুব ভাল হত অনেকের খুব কাজে লাগত

    কারন এখনো তো ফেভারিট করার অপশন নাই কিন্তু এগুলা তো আসলেই ফেভারিট করার মত

    শাকিল আরেফিন says:

    কারন এখনো তো ফেভারিট করার অপশন নাই কিন্তু এগুলা তো আসলেই ফেভারিট করার মত।

    এইটা আন্দোলন এ যাওয়ার মতো ইসু।

    আন্দোলনে যাবার দরকার নাই কারন আশ্বাষ দেয়া হয়েছে টিউনারদের সকল চাহিদা পূরণ করা হবে। আর কার বিরুদ্ধেই যাবা? আমাদের নিয়াই তো টেকটিউন তাই নিজের বিরুদ্ধেই যেয়ে লাভ নাই।

    আমি বলেছি মূলত একই ধরনের টিউনগুলোর মধ্যে একটা সিকুয়াল থাকলে ভাল হয।

    শাকিল একজন ম্যাচিউর টিউনারের মত কথা বলেছে ……… অনেক ধন্যবাদ।

    একটা বল্গে এই রকম একটা জরিপ দেখেসিলাম। একটি পোস্ট যদি পাঠক এর ভালো লাগে তা হলে সে এর পর কি করে।
    ২২% লগ আউট করে।
    ১৮% লেখকের প্রোফাইলে যায়।
    ২৭% প্রথম পাতায় যায়।
    ৩৩% লেখকের ফেভারিট বা প্রিয় পোস্ট গুলায় যায়।

    এখন এইটার লিঙ্ক টা পাইলাম না। পরে দিয়া যাবো।
    আগের কমেণ্ট এ কাউকে কস্ট দিতে চাইনি।
    তবুও দুখিত। অনেক ধন্যবাদ।

    কেউ কষ্ট পায় নাই …….. টেন্সিত হবার কারণ নাই

টিনটিনের এই এভাটারটায় ঠিক টিনটিনরে চেনা যায় না অন্য আরেকটা দিলে ভাল হইতো

    হয়

    ইদানিং আমি নিজেকেই চিনতে পারছিনা …….. এটা তো ভাই মাইনর ইস্যু

Webnode টা আগে দেখেসিলাম।
বাকিগুলো অসাধারন। অসাধারন টিউন।

    Webnode, weebly আর Google site নিয়া টিনটিন ভাই আগে টিউন করছে অবশ্য সেটা বছরখানেক আগে।

    তবে আমার কাছে Getshopped টা আসলেই নতুন এটা নিয়ে কখনো ট্রাই মারি নাই। তবে সবগুলাই নতুনদের খুব কাজের নতুনদের শেখার জন্য খুব কাজে আসবে।

    মনে হইয় ওইটা পরেসিলাম…… 😛

হায়রে আমি যখন ঘুমাতে যাই তারপরে টিউন আসে, খুবই দুঃখজনক ঘটনা। ধন্যবাদ টিনটিন ভাই

    হাসিব তোমার খবর আছে ….. ……

হ্যাঁ আইছেন অনেক দিন পর।তবে একা না আইসা কিছু যো নয়া আইছেন এর জন্য ধন্যবাদ।আর জিনীসগুলো খুব কাজের।

Level New

ঘুম থেকেই উঠেই একটা ভাল জিনিস দেখে দিন শুরু হলো-টিউন অফ টিনটিন।
বুঝিনা ভাই,এত্তো সুন্দর,অতি সাধারণ টপিক আপনি কই পান!!
আবার ধন্যবাদ।

    ধারে কাছে ই তো আছে ……. আমি নিজে তো আর বানাই না ……. খুজলে আপনিও পাবেন।

Level 0

tintin vai kajer jinis dilen
thnx 4 u

টেকটিউন্সের নতুন কিছু উইডজিট দেখে অনেক ভাল লাগছে……..

    আরো আসবে আরিফ ভাই …….. শুধু একটু ধৈর্য্যের দরকার আমাদের সবার।

কাজের পোস্ট।

    রনি পারভেজ টেকটিউনস সংবাদ চাই জানুয়ারী মাসের। আমি করতে চেয়েচিলাম এবং লিখেও ছিলাম কিন্তু দূর্ভাগ্যক্রমে তা মুছে গেছে এখন তুমি কর।

টিনটিন ভাই, অতি প্রয়োজনীয় এবং অসাধারণ একটি টিউন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Template Designing Platform এর Do Template সাইটটি সত্যিই অসাধারণ। আমি আমার http://gethometips.blogspot.com সাইটটি কিছুদিন আগেই Do Template এর মাধ্যমে ডিজাইন করেছি। কেমন হয়েছে একটু দেখবেন প্লিজ।
আপনাকে বসন্ত + Valentines Day-এর শুভেচ্ছা রইল।

Level 0

আজ বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছার সাথে সাথে টিনটিন ভাইকে ধন্যবাদ।

ধন্যবাদ

Level 0

প্রিয়তে নিলাম।এরকম টিউন প্রিয়তে না নিয়ে কি উপায় আছে?

thnxxxxxxxx