সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। কয়েকদিন আগে এক টিউনার ভাই অভিযোগ করেছিলেন যে টপ টিউনার রা আর টিউন করেন না। অভিযোগটা সত্য। অনেক ব্যস্ততার মাঝে নিজেকেই হারিয়ে ফেলেছি। তবে আরেকটা সত্য আছে। সেটা হল, ব্যাস্ততার মাঝেও টেকটিউনস আর প্রিয় টিউনাররা হৃদয় থেকে মুছে যায়নি। তাই তো ফিরে এসেছি ....... যাই হোক কথা না বাড়িয়ে আজকের টিউনের টুলগুলোর সাথে পরিচয় করিয়ে দেই .......
সাধারণত যারা অনলাইনে বিজনেজ রিলেটেড সাইট বানাতে আগ্রহী তারা অবশ্যই এই প্ল্যাটফর্মটি ট্রাই করে দেখতে পারেন। এর সাহায্যে আপনি ফ্রি ওয়েবসাইট ছাড়াও পেজেস, ব্লগ, সেলিং প্ল্যাটফর্ম এবং নিউজলেটার রিলেটেড সাইট ডেভলাপ করতে পারবেন। এছাড়া আছে গুগল চেকআউট, পেপাল, পেমেন্ট এক্সপ্রেস এবং আরো অনেক ট্রাস্টেড পেয়িং প্ল্যাটফর্মের ইন্টিগ্রেশান।
মুহুর্তেই high-caliber টাইপের প্রফেশনাল টাইপের সাইট দাড় করাতে চান। তাহলে এই টুলটি আপনার জন্যে। ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে ডিজাইন, মেইন্টেইনিং, কলাবোরেটিং এবং পাওয়ারফুলি রান করাতে এই টুলটি অনেক কেই আকৃষ্ট করেছে।
অত্যন্ত সহজ এবং হ্যান্ডি একটি টুল। শুধু সাইনআপ পর্যন্ত একটু অবান্তর কষ্ট করতে হবে। এরপর আপনার পেজে গিয়ে ঠিক আপনার ছবি আকার খাতার তমে ছবি এবং ইচ্ছামত ভিডিও এ্যাড করে একটি চমৎকার সাইট দাড় করিয়ে নিতে পারবেন।
এই টুলটির ব্যাপারে আলাদা করে কিছুই বলবনা। বলতে পারেন এটি Jimdo র একটি ক্লোন প্ল্যাটফর্ম।
প্রথমেই এর এমন একটি ফিচারের কথা বলব যেটা অনেকেই খুজে থাকে। এটি একটি খুবই ফাস্ট এবং পাওয়ারফুল সার্ভারে হোস্ট করানো একটি প্ল্যাটফর্ম। সাইট তৈরির জন্যে আপনাকে আলাদা করে কোন কিছু ডাউনলোড করার অথবা এডিটিং এর কোন দরকার নাই। দরকার শুধু একটি নেট কানেকশান এবং আমাদের কিছু চেনা জানা ব্রাউজার।
যারা ফ্ল্যাশ ওয়েবসাইট দেখতে এবং বানাতে পছন্দ করেন, এই সাইটটি তাদের জন্যই। ফ্ল্যাশ সাইট বানানোর জন্যে আমার দেখা সেরা প্ল্যাটফর্ম এটি। খুবই সোজা এবং হ্যান্ডিও বটে।
এর ব্যাপারে আলাদা করে বলার কিছুই পাই না। যত বলব, ততই মনে হবে কোথায় যেন কি বাদ পড়ে গেল। তাই নিজেরাই খুটে খুটে যতটা সম্ভব দেখে নিবেন আশা করি।
আরেকটি হ্যান্ডি এবং ইজি গোয়িং প্ল্যাটফর্ম। শখের সাইট থেকে শুরু করে প্রোফেশনাল সাইটও বানিয়ে ফেলতে পারবেন অনায়াসে।
এটি সাধারানত এটি টেমপ্লেট ডিজাইনিং প্ল্যাটফর্ম। অনেকেই নিজের সাইটের টেমপ্লেট নিজেই বানাতে পছন্দ করে থাকেন। তারা এই টুলটি ট্রাই করে দেখতে পারেন।
এই টুলটি এর কতৃপক্ষ এতটাই হ্যান্ডি বলে দাবী করে থাকেন, যে তাদের মতে যারা জীবনে ওয়েবসাইট বানানোর ধারে কাছে দিয়েও যায়নি, তারাও নাকি অনায়াসে একটি সাইট দাড় করাতে পারবে। তবে এর সত্যতা কতটুকু তা আমার জানা নেই ।
আশা করি টিউনটি টিউনারদের কাজে আসবে এবং টিউনারদের যাবতীয় সমস্যার সফল সমাধান খুব শীঘ্রই করা হবে।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
দারুন পোষ্ট হইছে অনেকদিন পর আবারো চমতকার পোষ্ট