আমার অনেক দিনের ইচ্ছা যে আমার একটা নিজের ওয়েবসাইট থাকবে , এবং এই জন্য আমার একটা সাইট তৈরি করা । কিছু দিন থেকে সাইট এর কাজ করছি লাম এবং সাইট এর কাজ প্রায় শেষ এর দিকে । আমার সাইট টির ঠিকানা : http://www.bdlinkpoint.co.cc ।প্রথম তাই ফ্রী দিয়ে শুরু করলাম , ভবিষৎ ডোমেইন ও হোস্টিং কেনার ইচ্ছা আসে ।
যারা ইন্টানেট নতুন ব্যবহার করছেন , তাদের কথা মাথা রেখেই আমি এই সাইট টি তৈরি করেছি। যা নতুন ইন্টানেট ব্যবহার করছেন , তারা অনেক সময় কিছু প্রয়োজনিও লিঙ্ক খুজে , কিন্তু নতুন হয়ায় সহজে লিঙ্ক গুলো খুজে পায় না। এতে তাদের অনেক সমস্যা হয় এবং সময় অপচয় হয়।এ সাইট তে বর্ত্মানে প্রায় ১০০০+ বিভিন্ন প্রয়োজনিও লিঙ্ক আছে এবং প্রতি দিনেই বিভিন্ন প্রকার প্রয়োজনিও লিঙ্ক সাবমিট করা হচ্ছে। যা নতুন ইন্টানেট তারা যদি আমার এ সাইট টি হোম পেজ হিসাবে রাখে তাহলে হয় তো তাদের প্রয়োজনিও লিঙ্ক গুলো খুব সহজেই খুজে পেতে পারে। অবশ্য যারা অবিজ্ঞ তাদের জন্য আছে আমাদের গুগল চাচা আছে , সার্চ দিলেই সব কিছু চোখের সামনে। কিন্তু যারা নতুন তাদের গুগল সম্পর্কে ধারনা নাও থাকতে পারে , তাদের কথা চিন্তা করে আমার এই সাইট ।
সাইট টিতে অনেক ধরনের লিঙ্ক আপনি পেতে পারেন যেমন : বিভিন্ন প্রকার এন্টাটেনমেন্ট লিঙ্ক , নিউজ এন্ড মিডিয়া লিঙ্ক , বাংলাদেশের প্রয়োজনিও লিঙ্ক , বাংলাদেশ সরকারের প্রয়োজনিও লিঙ্ক , ইউ কে ও ইউ এস এ এর সকল প্রকার প্রয়োজনিও লিঙ্ক, বিভিন্ন দেশের নিউজ পেপার ও ম্যাগাজিন লিঙ্ক আর অনেক ধরনের প্রয়োজনিও লিঙ্ক এবং এ লিঙ্ক গুলোকে আমি বিভিন্ন কেটাগরিতে ভাগ করেছি যাতে সহজে খুজে পাওয়া যায় ।যেমন গান , নাটক এগুলোকে এন্টাটেনমেন্ট কেটাগরিতে , এভাবে সকল প্রকার লিঙ্ক এর জন্য বিভিন্ন কেটাগরি আছে । সাইট প্রতি দিনে আপডেট করতে চেস্ট করি। আর সাইট টি হয় তো অনেকের ভালো নাও লাগতে পারে , এজন্য খারাপ মন্তব্য না করে , সাইট টি আর কিভাবে ভালো করা যায় সে সম্পর্কে বললে খুছি হব।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
খুব ভাল হয়েছে সাইটটা
আপনি আমার সাইটে লেখা জমা দিবেন
http://www.amarcall.blogspot.com