যত গুলো সার্চ ইন্জিন আছে তার মধ্যে গুগুই সেরা।
কারন অনলাইনে মানুষ বিভিন্ন বিষয়ে যত সার্চ করে তারা প্রায় ৭৫ শতাংশের মত মানুষ গুগুলেই তাদের কাজটি সেরে নিতে পারে।
তাই গুগুলকে যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে আপনাকে সফল বলা যাবে নির্ধিদ্বায়।
যাদের ব্লগে বা সাইটে এডসেন্সের এ্যাড লাগানো আছে তারা সকলেই চান যে দিন আপনি ব্লগে পোষ্ট করেছেন তার অল্প সময়ের মধ্যেই আপনার মূল্যবান লেখাটি গুগুল ইনডেক্স করে নিক।
কিন্তু সবাইকে কি গুগুল খুশি রাখতে পারে? মোটেই না।
আমি যখন প্রথমে আমার ব্লগে ১ম পোষ্টটি করলাম তারপর সেই লেখাটির শিরোনাম কপি করে গুগুলে অনেকদিন সার্চ দিয়ে দিয়ে অবশেষে ক্ষান্ত হয়ে অপেক্ষা করতে থাকলাম কবে আমার লেখাটি সার্চ এ আসে!
তা আসল অবশেষে ৮-১০দিন পর। কারন আমি তখনও বুঝতাম না যে শুধু ব্লগে লিখে রাখলেই গুগুলের সার্চ এর ফলাফলে আমার লেখা আপনা আপনি খুব তাড়াতাড়ি এসে যাবে।
আপনারা যানেন তার জন্য সার্চ ইন্জিন অপটিমাইজেশন করতে হয়। তবে আজ আমি এই বিষয়ে কিছু লিখবনা। এটা বিশাল ব্যাপার যা নিয়মিত করতে হয়।
আজ যেটা বলব তা তো লেখার শিরোনামেই বলা আছে।এখন বলি:
যাদের এক বা একাধিক ব্লগ (একাধিক ব্লগ অধিক ইনকাম) বা সাইট আছে তারাতো সব ব্লগেই কম বেশী ব্লগ পোষ্ট করেন।
এখন যদি এমনটি হয় যে আপনি প্রায় একই সময়ে আপনার দুইটি সাইটেই লেখা পোষ্ট করলেন।
তখন কি আপনি ভাববেন যে একই দিনে আপনার দুইটি সাইটের লেখাই গুগুল ইনডেক্স করবে?
আসুন এই ব্যাপারে কিছু মুক্ত আলোচনা করি।
কেন গুগল কিছু কিছু সাইট অন্যান্য সাইটের চেয়ে দ্রুত ইনডেক্স করে?
কারন কি?
কারনটা হলো গুগুলের রোবট গুলো নিয়মিত লক্ষ্য রাখে কোন সাইট নিয়মিত তার লেখাগুলো আপডেট করে আর কোন সাইট করেনা। যে সাইটটি নিয়মিত লেখা পোষ্ট করে সে সাইটের ইনডেক্স অন্য সাইটের চেয়ে দ্রুত হবে।
আপনি যদি প্রতিদিন লেখা পোষ্ট করেন তাহলে গুগুলের রোবট গুলো প্রতিদিন আপনার সাইট থেকে নিয়মিত কিছু মৌলিক লেখা পাবে এবং গুগুল তা জেনে যাবে ও ইনডেক্স করবে।
অন্যদিকে আপনি যদি মাসে একটি পোষ্ট করেন তাহলে গুগুলের বোট গুলো আপনার লেখাটি নিয়মিত ইনডেক্স করবেনা।
তাই আপনি যদি চান যে গুগুল নিয়মিত ভাবে আপনার সাইটি ইনডেক্স করুক তাহলে নিয়মিতভাবে আপনি পেইজ আপডেট করুন।
প্রতিদিন না হউক, অন্তত সপ্তাহে ২-৩টি পোষ্ট করুন যদি আপনার সাইটের অবস্হান বা রেংক গুগুলে আস্তে আস্তে বাড়াতে চান। তাতে করে আপনার পাঠকও আপনার লেখার জন্য নিয়মিত বিরতিতে অপেক্ষা করবে এতে আপনি অন্তত পাঠক হারাবেন না।
একটা কথা মনে রাখবেন, যে আপনি যদি টাকা রোজগারের জন্য ব্লগিং করেন তাহলে এটাকে আপনার প্রতিদিনের একটা কাজের অংশ মনে করবেন।
কিন্তু একটি কথা মনে রাখবেন, আজেবাজে এমন কোন লেখা দিয়ে আপনার সাইট বা ব্লগে লিখে ভরে রাখবেননা, আজেবাজে লেখা গুগুল গুরুত্ব দিবেনা এবং ে এ আপনার অবস্হান অনেক নীচে চলে যাবে।
এমনকি এতে করে আপনি আস্তে আস্তে পাঠক হারাবেন যা অপূরনীয় ক্ষতি হবে আপনার সাইটের জন্য।
আর আপনি যদি আপনার সাইটের সাইট ম্যাপের XML ডকুমেন্ট তৈরি না করে থাকেন তাহলে এখনি গুগুল ওয়েব মাষ্টার টুলস এ গিয়ে একাউন্ট তৈরি করুন, তবে তার জন্য আগেই গুগুল মেইলে একটা একাউন্ট খুলুন এবং আপনার সাইটের নাম ওখানে জমা দিন।
গুগুল ওয়েব মাষ্টারে আপনি আপানার সাইটের কোন কোন লেখা ইনডেক্স হয়েছে তা জানতে পারবেন। এখান থেকে আপনি আপনার সাইটের আরও বিভিন্ন স্ট্যাটিসটিক্স জানতে পারবেন।
আরেকটা খুব কার্যকর উপায় হচ্ছে আপনার ওয়েব সাইটের লিংক বিভিন্ন সাইটে রাখার মাধ্যমে। এটা বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন সাইটে কমেন্ট করে, বিভিন্ন জনপ্রিয় সোসাল নেটওয়ারকিং সাইটে আপনার সাইটের ফলোআপ করে, বুক মারকিং সাইটে আপনার সাইট বুক মার্ক করে এমনকি আপনি বিভিন্ন সাইটে আপনার লেখা জমা দিয়ে আপনি লিংক শেয়ারিং করেও ট্রাফিক বড়াতে পারেন তাতে আপনার ইনডেক্সিংও দ্রুত হবে।
আপনার লেখা গুগুল ইনডেক্স করেছে কিনা তা জানতে গুগুলে (site:আপনার সাইটের/ব্লগের ঠিকানা দিয়ে) সার্চ করেও দেখতে পারেন।
তাছাড়া আপনি আপনার নিজের সাইটের বিভিন্ন লেখা যা ইতিপূর্বে ইনডেক্স হয়েছে সেই লিংক নিজের নতুন লেখাতে যুক্ত করেও করতে পারেন। তাতে গুগুলের রোবট যা ইতিপূর্বে ইনডেক্স হয়েছে এমন লেখা খুঁজতে এসে তার লিংক ধরে আপনার নতুন লেখাটি খুজে পাবে এবং ইনডেক্স করবে।
আর সবসময় শুধু পাঠকের জন্য লিখুন, যা লিখবেন তা যেন পাঠকের কাজে দেয়।
অনেকে হয়ত এ বিষয় গুলো জানেন। এ লেখাটি মূলত নতুনদের জন্য।
আমি কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই সুন্দর টিউনের জন্য।
http://iusbd.blogspot.com