আপনি কি বিনামূল্যে আপনার সাইটের মূল্য কত জানতে চান?

বর্তমানে বিভিন্ন ফ্রি ব্লগিং প্লাটফর্মের কল্যানে অনেকেই বিভিন্ন ওয়েব সাইটের মালিক।
কিন্তু একটা ব্যপার কি আপনাদের জানা আছে-
যে আপনার অতি যত্নে গড়া সাইটির মূল্য কত তা আপনি ইচ্ছা করলেই জানতে পারেন খুব সহজেই।
সাথে বোনাস হিসাবে ....আপনার সাইটের নাম তাদের ওয়েব সাইটে প্রকাশের মাধ্যমে আপনার সাইটের সার্চ ইন্জিন অপটিমাইজেশন কিছুটা হলেও হবে।

যে সকল সাইট বিনামূল্যে এই সুবিধা দিচ্ছে তাদের কিছু তালিকা দিচ্ছি:
১. ওয়েব সাইট আউটলোক
২. কিউব টেষ্ট
৩. ষ্ট্যাট ব্রেইন ইত্যাদি।
উপরে তালিকার নাম গুলোতে আপনার ব্লগ বা সাইটির মূল্য কত তার বিস্তারিত জানতে এই লিংকে গিয়ে চেক করুন।

এতে আপনি আপনার ব্লগের মূল্য নির্ধারণ ছাড়াও,  আরও বিভিন্ন ধরনের পরিসংখ্যান পাবেন।
যেমন: গড়ে প‌্রতিদিন আপনার সাইটে কত জন আসল, গড়ে প্রতিদিন আপনার এ্যাড থেকে কত আয় আসে, সাইটের Alexa রেংক ইত্যাদি।

তাই দেরি না করে এখনি চেক করুন আপনার প্রিয় সাইটের বিভিন্ন তথ্য।

Level New

আমি কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks khub valo ekta post korar jonno
http://free-ngage-downloads.blogspot.com

    Level New

    ভাল লেগেছে শুনে ভাল লাগল।
    আপনাকেও ধন্যবাদ।

    আশা করি সাথে থাকবেন সবসময়।

SALAM,
Kobir vaiya amk help korun . amr blog takono scearch engine e ei dekhte pachi na . karon ki ? er shomadhan ki ? bistarito bolun . dorkar porle pix diye chinnito kore bujhiye din kon kahan e click korle problem solve hobe .

amr blog holo = http://www.skyridersw.blogspot.com

FROM
Tisha

accha ami sunsi je amon naki ekta othvuth software ache YAHOOr ba onno kono copnayr ja amk INTERNET SPEED baray dibe mane amr ashe e pash er user ra ar speed pabe na , sei software sudhu jor e tan dibe je vab e baccha ra noodles khowyar shomoy jor e tan diye khay . jana thakle bolben ………………………………………….. .

    Level 0

    আসলে আপনি ইচ্ছা করলেও লিগ্গাল ভাবে আপনার ইন্টারনেট এর স্পীড বাড়াতে পারবেন না. কিসু কিছু dowloader software আছে যে গুলা দিয়ে আপনার জন্য বরাদ্দ স্পীড এর maximum utilize করতে পারবেন. তারপরে ও আপনি যেখান থেকে দব্ন্লাদ করতে চান তাদের যদি bandwidth এর shotage থাকে তাহলে ও আপনি পুরা স্পীড পাবেন না. আমি ফ্লাশগেট software use করি. আমার মনে হয় এটাই বেস্ট download software .

    Level New

    তিশা হাসালেন আমাকে।
    ধন্যবাদ আপনাকে।

    আমার এ সমন্ধে কোন ধারনা নাই, তাই আপনাকে সাহায্য করতে পারলাম না, তবে কোন দিন যদি যানি তাহলে প্রথমে আপনাকেই বলব, কারন আপনার আসলেই বেশী দরকার মনে হচ্ছে।

    আপনি নিশ্চয় বাংলাদেশে থাকেন, তা না হলে স্পীডের কথা বলতেন না।
    এমনিতেই আমাদের দেশে নেটের স্পীডের অবস্হা খুব খারাপ তার উপর আপনি আরেক জনের স্পীড নিয়ে নিতে চাচ্ছেন, ব্যপারটা কেমন হবে বলেন, নাকি নিজে বাঁচলেই চলবে।

ভাই টিউনটা তো ভালই হয়েছে
কিন্তু আমি আমার ওয়েব সাইটির মূল্য কত তা জানতে পারছি না
একটু বিস্তারিত লিখলে খুব ভাল হত

Level 0

thnks for this post

    Level New

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

Baiya ami ki amar blogspot site ta sell korte parbo?eta ki possible?plz janan

    Level New

    শুনেন আপনিতো ব্লগস্পটের মালিক না। ফ্রিতে ব্যবহার করছেন।
    মালিক না হয়ে কি কেউ ………………আর কি বলব।
    তাহলে উত্তরটা পেয়ে গেছেন তো…??
    আগে আপনি ডোমেন কিনেন তারপর বিক্রির কথা ভাবেন।
    কিছু কিছু সাইট আছে যেখানে আপনি আপনার সাইট টাকার বিনিময়ে রাখতে পারবেন বিক্রির জন্য।
    তখন কেউ যদি আপনার সাইট কিনতে চায় তাহলে পারবেন।

    আশা করি বুঝতে পারছেন।

আপনাকে ধন্যবাদ…