কিছুদিন আগেও সিরিয়ালি ওয়েবওয়্যার নিয়ে লিখছিলাম। সেগুলো পড়তে এখানে এবং এখানে ক্লিক করতে পারেন। তবে আজ যে সমস্ত ওয়েবওয়্যারগুলো টিউনারদের সামনে তুলে ধরব সেগুলোর বেশিরভাগই মনে হয় টিউনারদের অজানা। আর তাই টাইটেল টাও একটু পরিবর্তন করলাম। যাই হোক, কথা না বাড়িয়ে এ্যাপ্লিকেশানগুলো দেখে নেয়া যাক –
ছোট বড় অথবা মাঝারী যে কোন সাইযের ফাইল আপনার ফ্রেন্ডেকে সে্ড করতে পারবেন আরো সহজে এই প্ল্যাটফর্মের সহযোগীতায়। এর সাহায্যে ট্রান্সফার করা যাবে ডকুমেন্টস, ভিডিও, অডিও, ফটো এ্যালবাম সহ আরো অনেক ক্যাটাগরীর জিনিসপত্র।
আপনার যে কোন পিডিএফ ডকুমেন্টকে ফ্লিপেবল এবং আকর্ষনীয় বুক স্টাইলে সাজিয়ে তুলতে আপনি এই প্ল্যাটফর্মটি একবার হলেও ব্যবহার করে দেখতে চাইবেন।
আমরা অনেকেই অনেকরকম পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে থাকি। মিটো হচ্ছে আরেকটি সেফ অনলাইন পাসওয়ার্ড ম্যানেজার। সত্যি বলতে কি, এই প্ল্যাটফর্মটি ব্যবহার করলেও আপনি আপনার পাসওয়ার্ড ভূলে যেতে চাইবেন।
স্টিকি নোটের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। এটিও একটি সিম্পল ভার্চুয়াল স্টিকি নোটের উইন্টারবোর্ড। আপনার সমস্ত স্টিকি নোটকে আপনার প্রয়োজন মত থরে থরে সাজিয়ে নিতে পারবেন বাস্তবের মতই। তবে বাস্তবের সাথে ফারাক এটুকুই যে এটি দেয়াল থেকে কখনই পড়ে যাবে না।
এটি একটি রিয়েলটাইম কলাবরেটিভ ড্রয়িং প্ল্যাটফর্ম। আপনার যা খুশি আকতে পারবেন শুধু আপনাকে উপযুক্ত অবজেক্ট টি বেছে নিতে হবে। সিম্পল
বিভিন্ন পিডিএফ ফাইল থেকে নানা রকমের রেস্ট্রিকশান এবং পাসওয়ার্ড সরিয়ে দিতে এটি ওয়েবওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।
আপনার ফ্রেন্ড, ক্লায়েন্ট এবং কলিগদের সাথে কানেকশান এবং ফিডব্যাকিং ঠিক রাখার একটি যথার্থ প্ল্যাটফর্ম এটি।
আমরা অনেকেই ফেসবুক ছাড়াও অনলাইনে নিজেদের একটা প্রোফাইল বানিয়ে থাকি। যাদের এরকম শখ আছে তারা সহজেই আকর্ষনীয় প্রোফাইলিং করতে এই টুল টি ব্যবহার করতে পারেন।
চলবে ...........
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
অসংখ্য ধন্যবাদ টিনটিন ( সোহান ) ভাই ।