ওয়েবওয়্যার, ওয়েবওয়্যার এবং ওয়েবওয়্যার। জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করা এই ওয়েবওয়্যারগুলোকে সামাল দিতে ডেস্কটপ এ্যাপ্লিকেশানগুলো রিতীমত হিমশিম খাচ্ছে। যে ভাবে পপুলারিটি বেড়ে চলেছে তাতেচোখ বুজেই বলে দেয়া যায়, আর বছরখানেক এর মদ্যে হয়ত কেউ তার কাজের সলিউশানের জন্যে হয়ত আর ডেস্কটপ এ্যাপ্লিকেশান না খুজে ওয়েবওয়্যার খোজা শুরু করবেন।
ওয়েবওয়্যার এর দৌরাত্ব এখন এত দূরই পৌছে গেছে যে এখন ভিডিও ও এডিটিং করা হবে। আসুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক সার্ভিসগুলো –
ইউটিউবে ভিডিও আপলোড করা অনেকের কাছেই এখন কালচার হয়ে গেছে। বিভিন্ন আচার অনুষ্ঠানের ভিডিও ছবির মত শেয়ার করা হয় ইউটিউবের মাধ্যমে। এই সাভিসটির মাধ্যমে আপনি আপনার ইউটিউবে আপলোড করা ভিডিও টি তে ক্যাপশান এ্যাড করে দিতে পারবেন।
আপনার ব্যবহার করা বিভিন্ন ক্লিপস এবং মিউজিক এর কম্বিনেশানে সম্পূর্ণ ইউনিক ভিডিও শুট করার জন্যে ওই ওয়েব সার্ভিসটি ব্যবহার করে দেখতে পারেন।
খুবই সিম্পল এবং হ্যান্ডি একটি ওয়েবওয়্যার। ফ্রি রেজিস্ট্রেশান করুন এবং ভিডিও রিমিক্সিং শুরু করে দিন।
সবচেয়ে আকর্ষনীয় অফার হচ্ছে “আনলিমিটেড আপলোডিং”। এছাড়া ও আছে যে কোন ভিডিও ফর্মেটিং এবং মুভি বানানোর মত তাক লাগানোর মত ফিচার!
আপনার বিভিন্ন ছবি, মুভি এবং ক্লিপিংস কে অসাধারণ ভিডিও মন্টেজে ট্রান্সফার করতে ওয়েব সার্ভিস টি ব্যবহার করে দেখতে পারেন।
এটি একটি টাইম লাইন বেজড্ এবং ফিচার প্যাকড একটি হার্ডকোর অনলাইন ভিডিও এডিটর। ভিডিও কন্টেস্ট, অনলাইন ফ্লোর এক্সিবিশান এবং এক্সপারিমেন্টাল ওয়েবসাইটের জন্যেও এই আকর্ষনীয় ওয়েব সার্ভিসটি কাজে লাগতে পারে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
অসাধারন,ফাটাফাটি।এমনটাই খুজছিলাম।কি বলে যে ধন্যবাদ দেবো?উপকারের জন্য ধন্যবাদ।