আসসালামু আলাইকুম।আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।বিজয়ের এ মাসে আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছার মাধ্যমে আজকের পোস্ট শুরু করলাম।সিরিয়াল কী ছেনেন না এমন মানুষ নেই।এসন অনেক সফ্টওয়্যার যেগুলো সিরিয়াল কী ছাড়া চালু করা যায় না। আবার অনেক সময় চালু করা গেলেও আমরা ফুল ভার্সন পাই না,পাই ট্রায়াল ভার্সন।আজ আমি আপনাদের এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচিত করিয়ে দেব যাকে সিরিয়াল-কী এর লাইব্রেরী বলাই শ্রেয়।এখানে পাবেন না এমন কোন সিরিয়াল আমার মনে হয় নাই।তো চলুন ঘুরে আসা যাক।
•(♥).•*´¨`*•♥•(★) এই পোস্টটি এখান থকে কপি করা হয়েছে (★)•♥•*´¨`*•.(♥)•
উপরে দেখানো যায়গায় আপনার প্রিয় সফ্টওয়্যার-এর ব্ণ সিলেক্ট করার মাধ্যমে িসিরিয়াল খুজে বের করুন। প্রয়োজনে আপনি সার্চ বক্স ব্যবহার করতে পারবেন।সার্চ বক্সে দিয়ে সাচ না করাই ভাল।আরেকটি স্ক্রীনশট লক্ষ্য করুন।
সবাই আমার জন্য দোয়া করবেন,প্লিজ।
আমি নাঈমুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing special to write!!
ভাই আমার ফটোসপ সি এস 6 এর সিরিয়াল দরকার কিন্তু কাজ করতেছে না।