জানা অজানা কিছু কাজের ওয়েবওয়্যার – ২

এটি একটি ধারাবাহিক টিউন। এর ১ম পর্ব পড়তে এখানে টোকা দিন.........

ফ্রেশ জেনেরেটার

fresh-generator

ওয়েব ২.০ এর জন্যে তৈরী ওয়েবসাইটগুলোর জন্যে চমৎকার সব ইনফোগ্রাফিক্স রেডী করার জন্যে এই ওয়েবওয়্যারটি ব্যপকভাবে ব্যবহার হচ্ছে এখন।

এডিসি

edicy

বিজনেস রিলেটেড সাইট তৈরি করতে চাইলে আপনার জন্যেই এই সিম্পল সার্ভিসটি। সাইট তৈরি এবং নিমেষেই তা পাবলিশ করার জন্যে এটি একটি হ্যান্ডি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচ্য।

ক্রান্চড

krunchd-screen

ইদানিং ইউআরএল শর্টেনিং এর উপরে অনেকেরই ইন্টারেস্ট দেখা যায়। এই সার্ভিসটি ইউআরএল শর্টেনিং এর পাশাপাশি মাল্টিপল ইউআরএল শেয়ার এবং আপনার সেই ইউআরএল আপনার ফেসবুক স্ট্যাটাস, টুইটার আপডেট, নোটিফুকেশান, আপনার ব্লগ, ওয়েবসাইট, ইমেইল এবং যে কোন যায়গায় ব্যবহার করা সম্ভব।

স্ট্রাইপ ম্যানিয়া

stripemania

যারা ফটোশপে সাইটের ডিজাইন করে থাকেন তারা অনেকেই অনেক স্পেসিফিক কাজে অনেক বেগ পেতে হয়। এমনই একটি কাজ হচ্ছে ডিজাইনে স্ট্রাইপ এ্যাড করা। স্ট্রাইপম্যানিয়া হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আরো সহজেই এই স্ট্রাইপগুলো রেডি করে নিতে পারবেন।

Are My Sites Up?

are-my-sites-up

এটি একটি ফ্রি সার্ভিস যার মাধ্যমে আপনার সাইট ডাউন হবার সাথে সাথে আপনাকে নোটিফাই করা হবে।

ইউসেন্ড

usend-io

রেজিস্টার না করেই বড় বড় ফাইল সেন্ড করার মত আরেকটি ফ্রি অনলাইন সার্ভিস এই ইউসেন্ড

রিসাইজ ইমেজ

resize-image

আলাদা করে আর বলারপ্রয়োজন নাই যে ইমেজ রিসাইজারের কাজ কি। এটিও অনলাইনের হাজারো সার্ভিসের ভীড়ে একটি কোয়ালিটি প্ল্যাটফর্ম।

পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার

PDF-to-Word

ডু টেমপ্লেট

doTemplate

এটি একটি অনলাইন বেজড ফ্রি ওয়েব টেমপ্লেট বিল্ডার। এখানে আপনি চাইলে টেমপ্লেট বানানোর পাশাপাশি এদের বিভিন্ন টেমপ্লেট ডাউনলোড এবং সেগুলোকে মডিপাই করে নিতে পারবেন।

চলবে...........

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সব গুলোই জটিল। তবে বিশেষ করে স্ট্রাইপ ম্যানিয়া টা খুব ভাল লেগেছে। ধন্যবাদ টিনটিন ভাইকে।

Level 2

🙂

    আলমাস সবসময় একটা হাসি দিয়ে চলে যায়!!

Level New

হুম

ক্লাজের জিনিস……
এর মধ্যে কয়েকটি সার্ভিস ব্যতিক্রমধর্মী।
এ টিউনটা না দেখলে জানা হতো না।
ধন্যবাদ।

হূমম………….জানলাম। ধন্যবাদ।

ওহ টিনটিন ভাই অবশেষে আবার শুরু করলেন আমার প্রিয় বিষয় ওয়েব ওয়্যার নিয়ে।

ধন্যবাদ ভাই টিউনটির জন্য।

    হুম রলিন ……… আর কত ……. লম্বা অবসর ত গেল আমার

sorry টিনটিন ভাই আমি জানতে চাইছিলাম iphone এর গ্লাস change করতে কত টাকা লাগবে দয়াকরে জানাবেন ধন্যবাদ

    ৫০০০ টাকার মত লাগতে পারে বলে একবার শুনেছিলাম। তবে আপনি মোতালেব প্লাজা তে খোঁজ নিয়ে দেখতে পারেন।

টিনটিন ভাই জোসসসসসসসসসসসসসসসসস

    মামুন ভাইয়ের সাথে সম্পূর্নভাবে একমত।

    আমিও সাবটাইটেল 7up মামুন ভাই :p ও হাসিব ভাই এর সাথে একমত হয়ে বলতে চাই টিনটিন ভাই টিউন টি জোসসসসসসসসসসসসসসসসস হইছে 😉

Thanks

Level 0

🙂

Sundor hoise