Windows XP কে বাংলা করুন।

বাংলা আমার মাতৃ ভাষা। এ ভাষায় আমরাকথা বলি। আর এ ভাষাইয় যদি কম্পিউটার হয় তাহলে কার না ভাল লাগবে। চিন্তার কিছু নেই। আমরা যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করি তাদের জন্য Microsoft তৈরি করেছে বাংলা সংস্কার। তবে আমরা যারা এক্সপ এর ইংলিশ সংস্কার ব্যবহার করি তারা একটি ছোট্ট সফটওয়ার নামিয়ে ইন্সটাল করে ব্যবহার করতে পারি। এবং মাতৃভাষায় কম্পিউটার ব্যবহার করতে পারি। উক্ত সফটওয়ারটি নিচের লিঙ্কে ক্লিক করে Download করুন।
লিঙ্ক-টি এখানে

ধন্যবাদ আপনাদের সবাইকে। অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না।

Level 0

আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাএ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সর্বপ্রথম শাওন ভাইকে ধন্যবাদ এরকম একটি সফটওয়্যার শেয়ার করার জন্য। মাতৃভাষায় অপারেটিং সিস্টেম; ভাবতেই অন্যরকম লাগছে। সফটওয়্যারটি ডাউনলোড করছি। আশাকরি ইনস্টল সংক্রান্ত সমস্যা হলে সাড়া পাব, কী পাব না? ধন্যবাদ।

Level 0

এই বাংলা ইন্টারফেস এর ভাষা কিন্তু পশ্চিমবঙ্গের তৈরি। ব্যবহার করে দেখুন সব হাস্যকর বাংলা শব্দ পাবেন।

আশাকরি অবশ্যই সাড়া পাবেন। তবে আমার মনে হয়না যে কোনো সমস্যা হবে। সমস্য হলে অবশ্যই মন্তব্য করবেন। আমি আমার সাধ্যমতো আপনাকে সাহায্য করবো। ধন্যবাদ আশিকুর ভাই।

ই-মেইল: [email protected]
ওয়েবসাইট : http://banglalyrics2.tk / http://mhshawon.wordpress.com /

microqatar ভাই। হাস্যকর তো বটেই। 🙂 তবে বাংলাতে যে ব্যবহার করতে পারছি এটাই হচ্ছে বড় কথা। কি বলেন?

Level 0

যে কোন বাংলা লোকালাইজড এপ্লিকেশন বা ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমি একটু খুতখুতে স্বভাবের। বাংলা ইন্টারফেসের কোন অপশনের অর্থ বা কাজ যদি সঙ্গে সঙ্গে বুঝতে না পারি তবে আগের ইংলিশে ফেরত চলে যাই। কারন আমার কাছে মূল কথা হচ্ছে সফটওয়্যার আমি ব্যবহার করছি তাই কোনটার কি কাজ তা বাংলায় এক দেখায় দেখে বুঝতে না পারি তবে সেই লোকালাইজেশন কোন কাজের না। অনেকে যুক্তি দেখান ইংরেজী শব্দের পুরোপুরি বাংলা অর্থের ব্যবহার বা এমন বাংলা ব্যবহার যার অর্থ বের করতে হলে অভিধান খুজতে হয় এমন ভাষার ব্যবহার।

যেমন ধরুন ওয়ার্ডপ্রেসে ড্যাসবোর্ড এর বাংলায় ব্যবহার করা হয়েছে খেরোখাতা প্রথমে আমি এর অর্থ বুঝতে পারি নি তবে ড্যাসবোর্ড পেজের সংঙ্গে পূর্বপরিচিতি থাকায় বুঝতে পারলাম সেটা ড্যাসবোর্ড। অনেকে যুক্তি দেখান এধরনের ইংরেজী শব্দের সম্পূর্ন বাংলা অর্থ ব্যবহারের মাধ্যমে আমরা নতুন নতুন বাংলা শব্দ সম্পর্কে জানতে পারবো। উধ্যেগটা ভালো তবে আমার কথা হচ্ছে আমি ভাষা বা শব্দ শেখার জন্য সফটওয়্যারটি ব্যবহার করছিনা । তাই আমি সফটওয়্যার লোকালাইজের ক্ষেত্রে যেসব অপশন কমন এবং বেশী ব্যবহার করা হয় সেটির ক্ষেত্রে আমি বাংলিশ ব্যবহারে আগ্রহী

কথাগুলো হয়তো কারো ভালো না লাগতে পারে তবে এটা আমার ব্যাক্তিগত মতামত

কাতার ভাইয়ের সাথে একমত; হাস্যকর কিন্তু ব্যবহার করে অনেক মজা পাচ্ছি। সব নতুন নতুন মনে হচ্ছে, ধন্যবাদ।

শাওন ভাই, খুব ভাল লাগছে বাংলায় এক্‌্র পি ব্যবহার করতে পেরে। আপনাকে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ নোমান ভাই। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।

অািম িক পুনরায় english windows XP অানতে পারবো?

ভাই বাংলায় XP CD তো দোকানে পাওয়া যায় কিন্তু Windows 7 এর জন্য বাংলার কোন ব্যবস্থা আছে কি ?

Level 0

Windows 8 এঁর জন্য কোন ব্যবস্থা আছে কি ?