এটা আমার প্রথম টিউন । আগে কখনো টিউন করতে পারি নি মানসম্মত হবে কিনা ভেবে কিন্তু বর্তমান অনেক টিউন দেখে আজ উৎসাহিত হয়েছি । যাই হোক কাজের কথায় আসি । আজ আমি আপনাদের এমন একটা সাইট সম্পর্কে বলব যেখান থেকে আপনি নিচের সুবিধাগুলো পাবেন - ১) বিভিন্ন ধরনের ইমেইল অ্যাড্রেস খোলা । যেমন: @doctor,@engineer,@politician,@muslim,@musician@asia@lawyer,@contractor,@cheerful.com এবং এরকম ২০০ ডোমেইন । ২) একটা অ্যাকাউন্ট এর ভেতরে সর্বচ্চ ১০টা মেইল খোলা এবং যেকোনোটা থেকে আলাদাভাবে পাঠানোর ও গ্রহনের সুযোগ । ৩) "ইমেইল কালেক্টর" অপশন ব্যাবহার করে জিমেইল, হটমেইল, ইয়াহু ও অন্যান্য মেইল প্রভাইডার এর ইমেইল দেখা।
৪) বেশকিছু দৃষ্টিনন্দন থিম । ৫) ৫০মেগাবাইট পর্যন্ত attachment আপলোড । ৬) আনলিমিটেড ইমেইল storage । 7) উন্নত অ্যান্টিভাইরাস ও স্প্যাম ফিল্টার । সাইন আপ করতে এখানে ক্লিক করুন । অনুগ্রহপূর্বক টিউনটি ভাল লেগে থাকলে লাইক করবেন । ফেসবুক এ আমি [email protected]
আমি অন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনার ভাই বুঝলাম না আমার এখান থেকে http://ww.mail.com/int ঢুকছেনা