ব্রাউজারের vulnerability কম্পিউটারে ভাইরাসের অন্যতম প্রধান উৎস। এই ধরনের ভাইরাস আক্রমনকে "Drive By Downloads" বলা হয়। আপনার ব্রাউজার নিরাপদ কিনা এবং এর দোষগুলো চেক করার জন্য BCheck (for "Browser Check") হচ্ছে এমন একটি অনলাইন সার্ভিস ।
BCheck ব্যবহার করার জন্য -
১।প্রথমে http://bcheck.scanit.be/bcheck/ লিঙ্কে যান।
২।"Run All Available Tests" এ ক্লিক করুন।
৩। "Start the test" এ ক্লিক করুন।
৪। একটি এলার্টে বলা হবে আপনার ব্রাউজার ক্রাশ করতে পারে। যদি ক্র্যাশ করে তাহলে আপনার ব্রাউজার নিরাপদ নয়।
ব্রাউজার রিস্টার্ট করে টেস্টের জন্য আবার সেই সাইটে যান।ওকে তে ক্লিক করুন।
৫।আপনার ব্রাউজার তখন একটা বুকমার্কে কারেন্ট ট্যাবগুলো সেভ করতে চাইবে। ওকে তে ক্লিক করুন।
৬। টেস্ট শুরু হবে এবং প্রায় ৫ মিনিটের মতো সময় ধরে টেস্ট চলতে থাকবে।
৭। আপনার ব্রাউজার নিরাপদ হলে সবগুলো টেস্ট সফলভাবে সম্পন্ন হবে।
আমার ব্রাউজারে ১৮ টি টেস্ট দিয়েছিল এবং ১০০% মার্কস পেয়ে সবগুলোতে উত্তীর্ণ হয়েছে।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
আমারটাও ১০০% নিরাপদ