সবাই নিসচই ভালো আছেন। আবার ফায়ারফক্স নিয়ে টিউন করলাম। কি করব এটা ছাড়া যে চলেনা।
আশা করি সবাই আপেক্ষায় ছিলেন ফায়ারফক্স ১৩.০ ফাইনাল এর জন্য।আবশেষে এটা রিলিস হতে চলেছে। যদিও অফিসিয়াল রিলিস হয়নি তবে এটা আগেই আপনাদের ডাউনলোড করার সুযোগ করে দিচ্ছি।
আনেক নতুন ফিচার এতে অ্যাড হয়েছে। তা নিয়ে বিস্তারিত লেখলাম না। তবে সবচে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন হয়েছে তা হল নতুন ভার্শন নিয়ে ভাবনার দিন শেষ। এই ভার্শনটা অটো আপডেট সাপোর্ট করবে।
আমি ব্যবহার করছি। নিচে ছবি দিলাম।
আমি AmitTunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I Like Technology
আমি এখন firefox 13.7.0ভার্সান ব্যবহার করছি ৷ আমারও কি দরকার হবে ?