সম্পুর্ন বাংলাভাষায় অনেক অনেক তথ্য সমৃদ্ধ একটি সাইট ও ফ্রি বিজ্ঞাপন দেবার সুযোগ

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভাল আছেন। আজকের টিউনটি বেশি লম্বা করবো না। শুধু একটা সাইট সম্পর্কে জানাবো। সাইটটি আমার ব্যাক্তিগতভাবে বেশ ভাল লেগেছে । প্রথমত ভাষার কারণে, দ্বিতীয়ত কনটেন্ট এর কারণে, তৃতীয়ত কিছু সুযোগ সুবিধার কারণে। তাই সাইটটি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি না।

একটা সময় ছিল ওয়েব সাইটে বাংলা দেখলে মন আনন্দে ভরে যেত। তখন বাংলা ইউনিকোডের ব্যবহার শুরু হয়নি। কিছু কিছু ওয়ব পিকচার আকারে বাংলা দিত। এখনকার প্রেক্ষাপট ভিন্ন। বিষেশ করে বাংলাভাষার কিছু কিছু ওয়েবসাইট দেখলে মনে হয় একটা সময় আমাদের ইংরেজীর তেমন প্রয়োজন হবে না। এই সাইটিতে আমি বাংলা আর্টিকেল ও ফিচার দেখে অবাক হয়েছি। আসলে শিক্ষা ও জানার ক্ষেত্রে মাতৃভাষা একটি বড় নিয়ামক। ওয়েব সাইটটি মূলত ঢাকা কেন্দ্রিক। ঢাকার প্রায় যাবতীয় তথ্য এখানে আছে। আসলে এরকম ওয়েবসাইটের দরকার আছে। সাইটটিতে ঢুকতে এখানে ক্লিক করুন।

ওয়েব সাইটটির নাম অনলাইন ঢাকা গাইড। ঢাকার প্রায় সবধরনের তথ্য এখানে আছে। এর যা যা পজেটিভ দিক আমার চোখে পরিলক্ষিত হয়েছে তা তুলে ধরলাম-

  1. ঢাকা শহরে অবস্থিত অগনিত প্রতিষ্ঠানের তথ্য যার পুরোটাই বাংলা ভাষায়।অনলাইন ঢাকা গাইড সাইটটি দেখে মনে হয়েছে ঢাকা শহরের এ টু জেড তথ্য এখানে আছে।

    ঢাকার এলাকা ভিত্তিক তথ্য খোঁজার ব্যাবস্থা।

    আজকের সংবাদপত্রের পাতা থেকে , সরকারী ও বেসরকারী বিজ্ঞপ্তি, মোবাইল ফোনের বিভিন্ন অফার, মেলা, উৎসব, প্রতিযোগিতা, আজকের যতো অফার, অনলাইনে পত্রিকাগুলো ও সাংস্কৃতিক অঙ্গন বিভাগগুলোও আকর্ষনীয়।

    অনলাইন ঢাকা গাইড সাইডটির মেনুসমূহ হল কেনাকাটা, ভোজন, বিনোদন, ক্যারিয়ার, ঢাকায় থাকা, পরিবহন, স্বাস্থ্য, সামাজিকতা, শিক্ষা, আবাসন, অর্থ ও বাণিজ্য, লাইফ স্টাইল, বিজ্ঞপ্তি, পুলিশী সেবা। তথ্যগুলো দেখে বেশ নির্ভরযোগ্য ও আপডেটেড মনে হয়েছে।

    সবচেয়ে বেশী ভাল লেগেছে ঢাকার যে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের তথ্য এখানে বিনা পয়সায় দেয়ার ব্যাবস্থা।

    আশা করি অনলাইন ঢাকা গাইড সাইডটি দেখবেন।

    সাইটির এত সব সুবিধাই একদম বিনামূল্যে দেখে ভাল লেগেছে।

আশা করি অনলাইন ঢাকা গাইডসাইটটি দেখবেন। অনলাইন ঢাকা গাইডের এত সব সুবিধা একদম বিনামূল্যে দেখে ভাল লেগেছে।

টেকটিউনস এ এই প্রথম কোন বাংলাদেশী সাইট নিয়ে টিউন করলাম। ভাল বা খারাপ যাই হোক জানাবেন। আমি কয়েকদিনের মধ্যে আবারও বেশ কিছু টিপস এন্ড ট্রিকস নিয়ে হাজির হবো। আগে থেকে বলবো না যদি আকর্ষন কমে যায়!!! আপনাদের অগনিত সাড়া আমার নিত্যদিনের প্রেরণা। এই গরমে বেশী করে পানি খাবেন। অনলাইন ঢাকা গাইড সাইটটিতে ঢুকতে এখানে ক্লিক করুন।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Excellent thanks a lot .

সুন্দর হইছে

Level 0

এমন একটা সাইটের নিয়া টিউন করছেন। যা আমার প্রতিদিন ভিজিট করতে হয়। এক কথায় খুবই দরকারি একটা সাইট। আপনাকে ধন্যবাদ।

আসলে অনেক কাজের সাইট , ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂

আসুন আমরা বাংলা ভাষার ওয়েব সাইটগুলোকে তুলে ধরি। অনলাইন ঢাকা গাইডের অনন্য সাধারণ সংগ্রহ আমার ভাল লেগেছে। আবারও ধন্যবাদ

Level 0

আমি আপনাদের নতুন বন্ধু।
অনেক কিছু জানার আগ্রহ আসে।
আমাকে সাহায্য করবেনতো ???????????????

অভি আপনাকে আমার সকল অন্তর থেকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই সাহায্য করবো। আসলে টেকটিউনস এর আমরা যারা টিউন করি তার পুরোটাই সবাই সবাই কে সাহয্য করার জন্য। কোনো কিছু জানার থাকলে সরাসরি বলুন। Thanks a lot