টিউনার বন্ধুরা কেমন আছেন সবাই; আশাকরি অবশ্যই ভাল। টেকটিউনস এর সাথে আছি অনেক দিন থেকে। এখন পর্যন্ত ভাল যা কিছু শিখেছি তা শুধুই টেকটিউনস-এর সৌজন্যে আপনাদের মাধ্যমে। নিয়মিত টিউন করতে পারিনি বলে খুবই দুঃখিত। নতুন বছরে প্রতিজ্ঞা করছি নিয়মিত টিউন করার।
এখন আসি কাজের কথায় অনেক সময় আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট হার্ডডিস্ককে হারিয়ে যায় মনের অজান্তে। তখন আমাদের নির্ভর করতে হয় উইন্ডোজ এর ডিফল্ট ফাইন্ড অপশন এর উপর। যা কাঙ্খিত ডকুমেন্ট খুঁজে বের করতে অনেক সময় নেয়।
Search Everything সফটওয়্যারটির ১ সেকেন্ডের মধ্যেই আপনার কাঙ্খিত ডকুমেন্টটি খুঁজে বের করতে পারেন। সফটওয়ারটি আনজিপ করে পিসিতে সেটআপ করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য জন্য এখানে ক্লিক করুন।
বি:দ্র: এই টিউনটি পূর্বে কেউ করেছে কিনা আমি জানি না। যদি করে থাকেন বলবেন আমি এটি মুছে ফেলব।
Thanks,,
ধন্যবাদ--
আমি Anta Kapur Bipul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি নতুন কিছু করতে। ভাল কিছু নিয়ে থাকতে। মানুষের ভাল করতে। ভালবাসি মানুষের উপকার করতে।
sundor….dorkari jinis