কেমন লাগবে যদি দেখেন যে একটা আস্ত অপারেটিং সিস্টেম আপনি ব্রাউজার থেকেই ব্যবহার করতে পারছেন?একটু আশ্চর্য লাগছে তাইনা? কিন্তু আমি মিথ্যা বলছি না। বিশ্বাস না হলে windows4all.com থেকে ঘুরে আসুন। কিছুটা হলেও আশ্চর্য হবেন যেমনটা আমি হয়েছিলাম। দেখলে মনে হবে আপনার ব্রাউজারের মধ্যে উইন্ডোজ ভিস্তা চলছে।
এখানেই শেষ নয় ডেক্সটপের আইকন গুলিও ব্যবহারযোগ্য। যেমন ইন্টারনেট এক্সপ্লোরার খুলে নেট ব্রাউজ করতে পারবেন। মিডিয়া প্লেয়ার ব্যবহার করে যেকোনো মিডিয়া ফাইল প্লে করতে পারবেন। রয়েছে নোটপ্যাড, গেমস, ক্যালকুলেটর সহ আরো অনেক কিছু.........
তাই আর বেশি কথা বলছি না। সবকিছু পরখ করে দেখতে এখনি সাইটি ঘুরে আসুন।
আরেকটি কথা, এসব কিছুই সম্ভব হয়েছে মাইক্রোসফট সিলভার লাইটের কল্যানে। তাই আপনার কম্পিউটারে মাইক্রোসফট সিলভার লাইট ইন্সটল না থাকলে সাইটটি ভিজিট করতে সমস্যা হতে পারে।
আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এর আগে একটা দেখছিলাম তবে এইটাতো আরো অনেক ফাস্ট। ধন্যবাদ আপনাকে এরকম একটা বিষয় শেয়ারের জন্য। কিন্তু এটা ব্যাবহার করতে মাইক্রোসফট সিলভারলাইট সফটটা লাগবে।