আমরা যারা নিজেদের ওয়েব সাইটের জন্য ইন্টারনেটে ওয়ার্ডপ্রেস এর থিম খুঁজে খুঁজে হাপিঁইয়ে উঠেছি তাদের জন্য সুখবর!!
সুখবর টি হলো “ডিভিনে” নামের ওয়েব সাইট টি খুব সহজে ফটোশপ পিএসডি(PSD) ফাইল থেকে ওয়ার্ডপ্রেস থিম তৈরী করার সুযোগ করে দিচ্ছে।
এই সুবিধার জন্য আপনাকে যা করতে হবে তা হল “ডিভিনে” নামের ওয়েব সাইট টি থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তারপর ফটোশপ দিয়ে আপনার মনের মত থিম ডিজাই করে পিএসডি ফরম্যাটে সংরক্ষন করতে হবে।
এটি সম্পূর্ন মুক্ত সফটওয়্যার ও ব্যবহার বান্ধব।
সফটওয়্যারটি ডাউনলোড করুন । সফটওয়্যারটির টিউটরিয়াল গুলো দেখুন।
এটি কিভাবে কাজ করে??
১. প্রথমে আপনার ডিজাইনটি ফটোশপ দিয়ে চালু করুন এবং “ডিভিনে” চালান। এই টিউটরিয়ালটি দেখুন…..
২. এবার সকল ওয়ার্ডপ্রেস ইলিমেন্ট গুলো একে একে স্থাপন করুন। এই টিউটরিয়ালটি দেখুন….
৩. এফটিপি(FTP) প্যারামিটার্স কে স্পেসিফাই এবং আপনার তৈরীকৃত থিম টি কে ওয়েবে আপলোড করুন। এই টিউটরিয়ালটি দেখুন….
৪. আপনার ওয়েব ব্রাউজার দিয়ে সাইট টি চেক করুন। এই টিউটরিয়ালটি দেখুন….
প্রথম প্রকাশিতঃ- রলিন এর জগৎ
বিঃদ্রঃ টপিকটা ফালতু হলেও অনেক কাজের এবং প্রয়োজনীয়।
আমি এ.আর.রলিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমিক...................... প্রযুক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করি। প্রযুক্তির কাছাকাছি থাকতে পছন্দ করি। http://arrolin.co.cc
চালিয়ে যাও রলিন……..