আজ আমি আপনাদের সাথে মজিলা ফায়ারফক্সের আরও একটি টুলবার নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
এর আগে আমি Web Rank টুলবার নিয়ে টিউন করেছিলাম। যারা এটি মিস করেছেন তারা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।
আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো মজিলা ফায়ারফক্সের আরও একটি অসাধারন একটি এসইও টুলবার Search Status নিয়ে।
তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি।
এই টুলবার দিয়ে আপনি এক সাথে অনেক কিছুই করতে পারবেন ।
নিচে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
ব্যাস হলে গেল এটি ইন্সটল ।
এবার আমি এটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
এই টিউনটি কেমন জানি আউলা ঝাউলা হয়ে গেছে । আপনার বুহজতে পেরেছেন কিনা বলতে পারছিনা।
আপনি এটি জাস্ট ইন্সটল করে আম যেভাবে বলেছি সেইভাবে করেন আশা করি সবাই পারবেন।
আর কোন অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
টিউনটি ভালো হইছে কিন্তু আমি ফায়ার ফক্স ইউজ করি না । আমার পছন্দ …
১ম “কমেটবার্ড”
২য় “গুগল ক্রম”