কেমন আছেন সবাই ?
আশা করি সবাই ভাল আছেন।
আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র রহমতে ভালো আছি।
আমি চিন্তা করেছি , আমার দেখা সব ভিজিটর কাউন্টার নিয়ে পর্ব আকারে ধারাবাহিকভাবে টিউন করবো।
আশা করি আপনাদের সাপোর্ট পাবো।
আসুন তাহলে আর দেরি না করে আজকের পর্ব শুরু করি।
আজকের এই টিউনটি আমি আমার অনলাইন গুরু তাহের চৌধুরী সুমন ভাইকে উৎসর্গ করলাম।
কারন এই ভিজিটর কাউন্টার সম্পর্কে তিনিই আমাকে প্রথমে বলেছেন।
আর হ্যাঁ, এটি আমার সব চেয়ে প্রিয় ভিজিটর কাউন্টার । কারন এই কাউন্টারের মত এত সুবিধা আর কোন ব্লগে পাইনি।
আমার মনে হয় প্রত্যেক ওয়েব মাস্টারের কাছে এই কাউন্টারই মনে হয় সব চেয়ে প্রিয় কারন এই কাউন্টারে এলেক্সা রেঙ্ক এবং পেইজ রেঙ্ক দেখলেই টা বুঝা যায়।
এটার এলেক্সা রেঙ্ক হল ৫,৪২৯ এবং পেইজ রেঙ্ক ৮। তাহলে আপনি নিজেই চিন্তা করেন এটি কত জনপ্রিয়।
প্রথমে আমারা আলোচনা করবো এই কাউন্টার দিয়ে আপনি যা যা জানতে পারবেন।
ভাবছেন একটি মাত্র কাউন্টারের আত কাজ 😆
হুম, আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম।
এবার আসলাম আসল কাজে। এই কাউন্টারটি আপনাকে যেভাবে ব্যবহার করতে হবে।
এখানেই শেষ।
পোস্টটি করতে অনেক কষ্ট হয়েছে , আপনাদের ভালো লাগলে বা কাজে লাগলে আমার কষ্ট সার্থক হবে।
কোথায়ও কোন ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন এবং কোথায়ও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
৬৫তম টিউনের শুভেচ্ছা। দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন 🙂